IND vs NZ, T20 Highlights: বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচ
India vs New Zealand, T20 Series 2022 Live Score Updates: দেখুন ভারত বনাম নিউজিল্য়ান্ড (India vs New Zealand) টি-টোয়েন্টি (T20I) সিরিজে প্রথম ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

ওয়েলিংটন : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সেমিফাইনালেই বিদায় নিয়েছে ভারত (India) ও নিউজিল্যান্ড। সুপার টুয়েলভ পর্বে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিল। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় নিউজিল্য়ান্ড (New Zealand)। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হার ভারতের। বিশ্বকাপ অতীত। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলবে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো বেশ কয়েকজন সিনিয়র বিশ্রামে। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করার কথা ছিল ভারতের। ওয়েলিংটনে অনবরত বৃষ্টি হওয়ার কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর, জানিয়ে দেওয়া হয় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচটি পরিত্যক্ত হল। ম্যাচ না হওয়ায়, দুই দলের ক্রিকেটাররা ইন্ডোরে ফুটভলি খেলে সময় কাটিয়েছেন।
Key Events
আজ ওয়েলিংটনে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি২০ ম্যাচ হওয়ার কথা ছিল। অনবরত বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২১ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯ বার, ভারত জিতেছে ১১ বার এবং ম্যাচ অমীমাংসিত ১টি।
LIVE Cricket Score & Updates
-
ভেস্তে গেল ম্যাচ
ওয়েলিংটনে অনবরত বৃষ্টির কারণে, একটি বলও মাঠে গড়াল না। নির্ধারিত সময়ে টসও হয়নি। শেষ অবধি ভারত-নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচ পরিত্যক্ত বলে জানিয়ে দেওয়া হল।
? UPDATE from Wellington ?
Both captains shake hands as the first #NZvIND T20I is called off due to persistent rain.#TeamIndia pic.twitter.com/MxqEvzw3OD
— BCCI (@BCCI) November 18, 2022
-
কী হবে ম্যাচের ভাগ্য?
ম্যাচের ফয়সলা হতে হলে ভারতীয় সময় অনুসারে ২.১৬ মিনিটের মধ্যে ম্য়াচ শুরু করতে হবে। না হলে ম্যাচটি ভেস্তে যাবে।
-
-
হেড টু হেড
হেড টু হেডে নজর দিলে দেখা যায় এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২১ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯ বার, ভারত জিতেছে ১১ বার এবং ম্যাচ অমীমাংসিত ১টি।
-
বৃষ্টি থামছে না স্কাই স্টেডিয়ামে
অনবরত বৃষ্টি পড়ছে ওয়েলিংটনে। জোর বৃষ্টির কারণে কোনও ভাবেই সময়ে টস করা সম্ভব হয়নি।
Heavy rain still lingering around @skystadium. Our ANZ Flag Bearers still finding time for some ? and ✍️ #NZvIND #CricketNation pic.twitter.com/HbOUXGeUpZ
— BLACKCAPS (@BLACKCAPS) November 18, 2022
-
ফুটভলিতে মাতলেন যুজি-সাউদিরা
বৃষ্টির কারণে দেরিতে টস হবে। সেই ফাঁকে দুই দলের প্লেয়াররা মেতে উঠলেন ফুটভলিতে।
#TeamIndia and New Zealand team enjoy a game of footvolley as we wait for the rain to let up.#NZvIND pic.twitter.com/8yjyJ3fTGJ
— BCCI (@BCCI) November 18, 2022
-
-
সিরিজের প্রথম টি-টোয়েন্টির প্রিভিউ
টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটেনি। কিংবা বলা ভালো ব্যর্থতার রেশ। নিউজিল্যান্ড সফরে সাদা বলের জোড়া সিরিজ খেলবে ভারত।
পড়ুন বিস্তারিত: India vs New Zealand: হার্দিকের নেতৃত্বে নিউজিল্যান্ডে নতুন শুরুর লক্ষ্যে টিম ইন্ডিয়া
-
টসে দেরি
ভারি বৃষ্টির কারণে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি২০ ম্যাচের টস দেরিতে হবে।
Toss at Sky Stadium, Wellington has been delayed due to persistent rains.
Stay tuned for further updates.#NZvIND pic.twitter.com/e2QJYdAnRN
— BCCI (@BCCI) November 18, 2022
-
আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি২০
ওয়েলিংটনে আজ মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
Hello from Wellington for the 1⃣st #NZvIND T20I! ?#TeamIndia pic.twitter.com/Non4Q2CuqE
— BCCI (@BCCI) November 18, 2022
Published On - Nov 18,2022 11:00 AM
