IND vs NZ, ICC World Cup 2023 Live Score: জাডেজার বাউন্ডারি, দলের জয়, পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত
India vs New Zealand, ICC world Cup 2023 Live Score Updates: ধরমশালায় মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। তারকায় ঠাসা দুই দলই। তবে আজকের ম্যাচে ছাপ ফেলবেন কোন তারকারা, তা দেখার জন্য মুখিয়ে ক্রিকেট প্রেমীরা। নিউজিল্যান্ডের কাছে হারার ইতিহাস আছে ভারতের। আইসিসি ইভেন্টে এখনও পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে মাত্র এক বার সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া।

ধরমশালা: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ভারত (India) ও নিউজিল্যান্ড (New Zealand)। অপরাজিত দুই দল মুখোমুখি। রুদ্ধশ্বাস একটা ম্যাচ হবে এমনটাই স্বাভাবিক। টিম ইন্ডিয়া দুর্ধর্ষ ফর্মে থাকলেও নিউজিল্যান্ড শক্ত গাঁট। আইসিসি ইভেন্টে বারবার নিউজিল্যান্ডের কাছে হতাশা এসেছে। অবশেষে স্বস্তি। ২০০৩ সালের পর ফের আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে হারাল ভারত। ধরমশালায় ৪ উইকেটের জয়ে অপরাজিত ভারত পয়েন্ট টেবলে শীর্ষস্থান দখল করল। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কিছুটা আক্ষেপ, অল্পের জন্য সেঞ্চুরি মিস বিরাট কোহলির। সচিনকে ছুঁয়ে ফেলতে পারতেন। ৯৫ রানে ফেরেন বিরাট। দলের জয়ে সেই আক্ষেপ মিটল বলাই যায়। বিস্তারিত জানতে নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ICC World Cup: বছর কুড়ি পর!
দীর্ঘ ২০ বছরের ব্যবধানে আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে হারাল ভারত। বিস্তারিত পড়ুন: ধোঁয়াশা-রানআউট, বিরাট শোয়ে নিউজিল্যান্ড গাঁট পেরলো ভারত
-
ICC World Cup: আরও একটা হাফসেঞ্চুরি
কেরিয়ার এবং এ বারের বিশ্বকাপে আরও একটা হাফসেঞ্চুরি বিরাট কোহলির। ৬০ বলে অর্ধ শতরানে কিং।
-
-
ICC World Cup: জুটি ভাঙল
বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটি ভারতকে চাপমুক্ত করেছিলেন। যদিও মিচেল স্যান্টনারের রিভিউ ধাক্কা দিল। স্যান্টনার লেগ বিফোরের জন্য আত্মবিশ্বাসী ছিলেন। ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন বল সোজা ছিল কিনা। রিভিউতে দেখা যায় তাঁর অনুমানই ঠিক। ফিরলেন লোকেশ রাহুল। ক্রিজে বিশ্বকাপ অভিষেককারী সূর্যকুমার যাদব।
-
ICC World Cup: প্লেয়াররা মাঠে ফিরলেন
শুরু হল ম্যাচ। মাঠের পরিস্থিতি কিছুটা উন্নতি।
-
ICC World Cup: মাঠে কুয়াশা না ধোঁয়াশা!
মাঠে ধোঁয়াশা। কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। মাঝে মাঝেই সেটা বাড়ছে। ক্রিজে কোহলি-শ্রেয়স। বল দেখতে সমস্যা হচ্ছে। সমস্যায় পড়ছেন ফিল্ডাররা। ফের বন্ধ রাখা হল খেলা। ১০০-২ স্কোরে খেলা বন্ধ করা হল। মাঠ ছাড়ছেন ক্রিকেটাররা।
-
-
ICC World Cup: দুর্দান্ত শুরু থেকে জোড়া ধাক্কা
রোহিত শর্মা-শুভমন গিল জুটিতে দুর্দান্ত শুরু ভারতের। রোহিতের ক্যাচও ফসকান কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি। ৪৬ রানে ফেরেন রোহিত। ওপেনিং সঙ্গীর আউটের অল্প সময়ের মধ্যে ফিরলেন শুভমনও। আপারকাটে যেন ক্যাচ প্র্যাক্টিস করালেন ড্যারেল মিচেলকে। দুটি উইকেটই লকি ফার্গুসনের।
-
ICC World Cup: ওডিআইতে দ্রুততম ২ হাজার রানের মালিক শুভমন
বিশ্বকাপে এ বার শুভমন গিল গড়লেন এক নয়া রেকর্ড। ভারতের হয়ে ওডিআইতে দ্রুততম ২ হাজার রান করা ক্রিকেটার এখন শুভমন। কেরিয়ারের ৩৮তম ওডিআই ম্যাচে এই রেকর্ড গড়লেন গিল। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের আগে এই রেকর্ডের জন্য গিলের প্রয়োজন ছিল ১২ রান। সপ্তম ওভারে বোল্টের বলে চার মেরে ওডিআইতে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন গিল।
-
ICC World Cup: রান তাড়া করতে নামল ভারত
ভারতের ইনিংস শুরু। ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিল। টার্গেট ২৭৪।
-
ICC World Cup: ২৭৩ রানে অলআউট নিউজিল্যান্ড
নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রান তুলে অলআউট নিউজিল্যান্ড। ৫ উইকেট নিলেন মহম্মদ সামি। ভারতের টার্গেট ২৭৪।
-
ICC World Cup: সামির ফাইফার
মহম্মদ সামির ফাইফার। ৪ ম্যাচ বেঞ্চে থাকার যেন জবাবই দিলেন।
-
ICC World Cup: জোড়া উইকেট নিলেন সামি
৪৮তম ওভারে জোড়া উইকেট নিলেন মহম্মদ সামি। ৪৭.৪ ওভারে মিচেল স্যান্টনারের উইকেট তুলে নেন সামি। এরপরের বলেই ম্যাট হেনরিকে ফেরান সামি। সুযোগ ছিল তাঁর হ্যাটট্রিকের। তা অবশ্য হয়নি।
-
ICC World Cup: চ্যাপম্যান আউট
জসপ্রীত বুমরা ফেরালেন মার্ক চ্যাপম্যানকে। আজ ভারতের ফিল্ডিং সেই অর্থে ভালো হয়নি। অবশ্য ৪৬.৬ ওভারে চ্যাপম্যানের ক্যাচ দারুণ ভাবে তালুবন্দি করলেন বিরাট কোহলি।
-
ICC World Cup: ফিলিপস আউট
কুলদীপ ফেরালেন ফিলিপসকে। ক্যাচ নেওয়ার জন্য এগিয়ে গিয়েছিলেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদব। তিনজনই কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। শেষ অবধি রোহিত শর্মা কিউয়ি তারকা ফিলিপসের ক্যাচ তালুবন্দি করেন।
-
ICC World Cup: মিচেলের সেঞ্চুরি
১০০ বলে কিউয়ি তারকা ড্যারেল মিচেলের সেঞ্চুরি পূর্ণ।
-
ICC World Cup: ল্যাথাম আউট
টম ল্যাথামের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। চতুর্থ উইকেট হারাল কিউয়িরা। মাত্র ৫ রান করে মাঠ ছাড়লেন কিউয়িদের ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম।
-
ICC World Cup: রাচিন আউট
অবশেষে ব্রেক থ্রু দিলেন মহম্মদ সামি। রাচিন রবীন্দ্র ফিরলেন ৭৫ রান করে। লং অনে ক্যাচ শুভমন গিলের।
-
ICC World Cup: ক্যাচ মিস বুমরার
কুলদীপ যাদব ব্রেক থ্রু দেওয়ার সামনে ছিলেন। ৩২.৫ ওভারে ড্যারেল মিচেলের ক্য়াচ মিস করলেন ভারতের পেসার জসপ্রীত বুমরা।
-
ICC ODI World Cup 2023: অর্ধ শতরান মিচেলের
অর্ধ শতরান এল ড্যারল মিচেলের ব্যাটে।
-
ICC ODI World Cup 2023: শতরান নিউজিল্যান্ডের
দলগত শতরান কিউয়িদের। ক্রিজে রাচিন রবীন্দ্র ও ড্য়ারল মিচেল জুটি।
-
ICC World Cup: মাঠে ফিরলেন রোহিত
১১তম ওভার চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এখন অবশ্য ফের মাঠে ফিরেছেন রোহিত।
-
ICC World Cup: হঠাৎ মাঠ ছাড়লেন রোহিত
ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পাওয়ায় হঠাৎ করেই মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় স্ট্যান্ড ইন ক্যাপ্টেন লোকেশ রাহুল।
Rohit Sharma off the field.
KL Rahul stand in captain. pic.twitter.com/nL7PXBYRKo
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 22, 2023
-
ICC World Cup: পাওয়ার প্লে শেষ
- নিউজিল্যান্ডের ইনিংসের পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৩৪
- ক্রিজে ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্র
-
ICC World Cup: সামির রেকর্ড
ভারতের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় অনিল কুম্বলেকে টপকালেন মহম্মদ সামি।
SHAMI THE STAR IN WORLD CUPS…..!!!! pic.twitter.com/YwlnmCrytg
— Johns. (@CricCrazyJohns) October 22, 2023
-
ICC World Cup: ইয়ং আউট
উইল ইয়ং এর উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ২৭ বলে ১৭ রান করে মাঠ ছাড়লেন উইল ইয়ং। দ্বিতীয় ধাক্কা খেল কিউয়িরা।
-
ICC World Cup: কনওয়ে আউট
মহম্মদ সিরাজ তুলে নিলেন ডেভন কনওয়ের উইকেট। শুরুতেই বড় ধাক্কা খেল কিউয়িরা। দুরন্ত ক্যাচ শ্রেয়স আইয়ারের। শূন্যে ফিরলেন কনওয়ে।
-
ICC World Cup: কিউয়িদের ইনিংস শুরু
নিউজিল্যান্ডের ইনিংস শুরু। ওপেনিংয়ে উইল ইয়ং ও ডেভন কনওয়ে। বোলিংয়ে সূচনায় জসপ্রীত বুমরা।
-
ICC World Cup: দুই দলের একাদশ…
দুই দলের একাদশ এবং টসের পর দুই দলের ক্যাপ্টেনরা যা বললেন, পড়ুন বিস্তারিত – একাদশে সামি, কম রানে কিউয়িদের আটকাতে চায় ভারত
-
ICC World Cup 2023: টস আপডেট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার।
-
ICC World Cup 2023: বিরাট-ল্যাথামরা আজ যে সকল রেকর্ড গড়তে পারেন…
রবিবার বিশ্বকাপের ম্যাচে ধরমশালায় মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। এই দু’টো দলই চলতি বিশ্বকাপে এখনও অপরাজিত। ৪টি করে ম্যাচে খেলে ৪টিতেই জিতেছেন রোহিত-বিরাটরা এবং কনওয়ে-রাচিনরা। আজ যে দলই হারুক না কেন, সেটি চলতি বিশ্বকাপে তাদের প্রথম হার হবে।
পড়ুন বিস্তারিত – রবিবাসরীয় IND-NZ ম্যাচে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট-ল্যাথামরা
-
ICC World Cup 2023: ম্যাচের আগে এক নজরে পড়ুন প্রিভিউ
আইসিসি টুর্নামেন্টে ভারতের সামনে নিউজিল্যান্ড। পরিস্থিতিটা যেন এই ছবির মতোই। এ বারের বিশ্বকাপে অপরাজিত ভারত ও নিউজিল্যান্ড। আজ কোনও এক দলের অপরাজিত তকমা সরবে। বিরাট কোহলির মতো কে এই ‘হার্ডল’ টপকাতে সফল হবে, সেটাই আসল। তবে আইসিসি টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট প্রেমীদের হৃদয় ভাঙায় যথেষ্ঠ এগিয়ে নিউজিল্যান্ড।
পড়ুন বিস্তারিত – অপরাজিত ভারতের সামনে আজ নিউজিল্যান্ড ‘হার্ডল’
-
ICC World Cup 2023: অপেক্ষার আর কিছুক্ষণ
আজ রবিবার দুপুর ২টো নাগাদ শুরু হবে বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। দুই দলই এখনও অবধি এ বারের ৫০ ওভারের বিশ্বকাপে অপরাজিত।
Published On - Oct 22,2023 1:00 PM
