IND vs NZ, ICC World Cup 2023: একাদশে সামি, সূর্যর বিশ্বকাপ ডেবিউ, কম রানে কিউয়িদের আটকাতে চায় ভারত
India vs New Zealand, ICC ODI World Cup 2023: বিশ্বকাপের মঞ্চে দুই দল এর আগে ৯ বার মুখোমুখি হয়েছে। তাতে পাল্লা ভারী নিউজিল্যান্ডের। মোট ৯ বারের সাক্ষাতে কিউয়িদের জয় ৫ ম্যাচে। ভারতের জয় ৩ ম্যাচে। আর ১টি ম্যাচ অমীমাংসিত। আর শুধু আইসিসি ইভেন্টে দুই দলের সাক্ষাৎ ধরলে কিউয়িদের কাছে বারবার হেরেছে ভারত। আইসিসি ইভেন্টে ভারত-কিউয়িদের ৯ বারের সাক্ষাতে টিম ইন্ডিয়া মাত্র ১ বার জিতেছে। আজ কি দ্বিতীয় জয়ের স্বাদ পাবে মেন ইন ব্লু?

ধরমশালা: ক্রিকেট ঘোর অনিশ্চয়তার খেলা। ২২ গজ বরাবরই নতুন পরীক্ষা নিয়ে হাজির হয় ক্রিকেটারদের কাছে। অনেক সময় তাই পরিসংখ্যান, ফর্ম কোনও কিছুই আর সেই অর্থে গুরুত্ব পায় না। ভারতের মাটিতে যে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) চলছে, তাতে রয়েছে পরতে পরতে চমক। আজ রবিবার ফের চমক দেখার জন্য তৈরি ক্রিকেট প্রেমীরা। কিউয়ি কাঁটা কি টপকাতে পারবে মেন ইন ব্লু? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। ধরমশালায় আজ নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে নামছে ভারত (India)। টস আপডেট এবং দুই দলের একাদশ সম্পর্কে বিস্তারিত জানুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ৪টি করে ম্যাচ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড। দু’টো দলকেই কোনও প্রতিপক্ষ হারাতে পারেনি। আজকের ম্যাচ তাই বিশেষ গুরুত্বপূর্ণ। ভারত নাকি নিউজিল্যান্ড কাদের অপরাজিত তকমা ঘুচে যাবে? জানতে হলে নজর রাখতে হবে আজকের ম্যাচে। ধরমশালায় আজ কিউয়িদের বিরুদ্ধে টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে কিউয়িদের ব্যাটিংয়ে পাঠালেন রোহিত।
টসের পর রোহিতকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ জিজ্ঞাসা করেন রবি শাস্ত্রী। উত্তরে রোহিত বলেন, ‘কোনও নির্দিষ্ট কারণ নেই। আমরা দেখেছি গতকাল অনুশীলনের সময় তাড়াতাড়ি শিশিরের প্রভাব পড়েছিল। পিচ ভালোই দেখাচ্ছে। একাদশে খুব বেশি পরিবর্তন করতে চাই না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অতীত ভুলে জয়ের ধারা বজায় রেখে এগোতে চাই। বিশ্বকাপের পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত। যে কোনও দলই যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে। ধরমশালায় এসে যে কোনও প্লেয়ার খেলতে চায়। চোটের কারণে হার্দিক নেই। শার্দূলও নেই আজ। সূর্যকুমার যাদব এবং মহম্মদ সামি একাদশে এসেছে।’ আজ বিশ্বকাপে সূর্যকুমার যাদবের ডেবিউ হল।
নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘শিশিরের কারণে আমরাও প্রথমে বোলিং বাছতাম। আমরা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। নতুন পরিবেশের সঙ্গে যত দ্রুত মানিয়ে নিতে পারব, সেটা আমাদের জন্যই ভালো। যে কোনও দলই আমাদের হারাতে পারে। আজকের ম্যাচের একদশে কোনও পরিবর্তন নেই।’
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।
নিউজিল্যান্ডের একাদশ – ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
