কলকাতা : ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার প্ল্যান করছেন? আগামী ১৪ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছয় ঘণ্টার ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পেতে হলে গাড়ি-বাড়ি সব বেচে দিতে হবে! হ্যাঁ, এমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারত-পাক ম্যাচের টিকিটের দাম। হাজার ছাড়িয়ে লাখে পৌঁছে গিয়েছে টিকিটের দাম। কোনও আসনের টিকিট ১৫ লাখ, কোনোটা ১৯ লাখ আবার কিছু আসনের টিকিটের দাম ৫০ লাখ থেকে ৫৭ লাখে পৌঁছে গিয়েছে। শুনতে অবাক লাগলেও VIAGOGO নামে একটি ওয়েবসাইটে এই বিশাল দামে টিকিট বিক্রি করা হচ্ছে। শুধু ভারত-পাকিস্তানই নয়, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ৯ লাখের বেশি মূল্যে বিক্রি হচ্ছে টিকিট। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের টিকিট বিক্রির অফিশিয়াল ওয়েবসাইট বুক মাই শো। চোখের নিমেষে টিকিট বিক্রি হয়েছে বুক মাই শো থেকে। এছাড়া সেকেন্ডারি অ্যাপ ভিয়াগোগো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বিশ্বকাপের ১০০টি টিকিট। তার মধ্যে ভারত-পাকিস্তান, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট রয়েছে। ভিয়াগোগোতে টিকিট বিক্রি করতে গিয়ে চক্ষু চড়কগাছ দর্শকদের। লখনউয়ে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে হলে ২.৩৪ লাখ টাকা খরচ করতে হবে। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটির টিকিট মূল্য ৩৮ হাজার ৮৭৭ টাকা থেকে ২.৩৪ লাখ পর্যন্ত পৌঁছে গিয়েছে। চেন্নাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটির জন্য টিকিটের মূল্য ৩১ হাজার থেকে ৯.৩ লাখ পর্যন্ত রয়েছে। টিকিটের দাম দেখে মাথায় হাত দর্শকদের। তাঁদের প্রশ্ন, ভারতীয় ক্রিকেট বোর্ড কী আদৌ এই বিষয়ে কিছু জানে?
টিকিটের আকাশছোঁয়া মূল্যের প্রতিবাদ করে টুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। টুইটারে তিনি লেখেন, “বিশ্বকাপ টিকিটের ক্ষেত্রে বিসিসিআইয়ের কাছে আরও বেশি স্বচ্ছতা আশা করছি। ডাই হার্ড ফ্যানরা যাতে ম্যাচ দেখা থেকে বঞ্চিত না হয় সেটা দেখতে হবে।”