কলকাতা: ইন্ডিয়া (India) বনাম ভারত (Bharat) বিতর্ক ব্যাপক আকার নিচ্ছে ধীরে ধীরে। রাজনৈতিক স্তর থেকে এই ইন্ডিয়া ভার্সাস ভারত এ বার ঢুকে পড়ল খেলার মাঠেও। আর কেউ নন, খোদ বীরেন্দ্র সেওয়াগ (Virendra Sehwag) নিজেই টুইট করে ‘ভারত’এর কথা উল্লেখ করেছেন। সংবিধান বিরোধী কিছু তিনি করেননি। ভারতের সংবিধান অনুযায়ী, যাহা ভারত তাহাই ইন্ডিয়া। বিজেপি বিরোধী জোট I.N.D.I.A নাম নেওয়ার পর থেকে ‘ভারত’এ সরে আসতে চাইছে কেন্দ্রীয় সরকার? আর তাই এ বার বিশ্বকাপের টিম ঘোষণার কেন্দ্রে। সেওয়াগ কী লিখলেন, কেন লিখলেন? TV9Bangla Sportsএ বিস্তারিত।
মঙ্গলবার শ্রীলঙ্কায় বসে বিশ্বকাপের টিম ঘোষণা করে দিলেন রোহিত শর্মা। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারে আস্থা রাখা হয়েছে। যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসন টিম থেকে বাদ পড়েছেন। ভারতীয় টিমে কোনও অফস্পিনার নেই। তিলক ভার্মার মতো তরুণ ক্রিকেটারকেও বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে। বিতর্কের অবকাশ থেকে যাচ্ছে। সে সব নিয়ে আলোচনার পাশাপাশি এখন ইন্ডিয়া বনাম ভারত নিয়েও লড়তে হবে ক্রিকেটকে। ৫ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু বিশ্বকাপ। এই প্রথম ভারত একক ভাবে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। সে দিক থেকে এই বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ। ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর আবার ঘরের মাঠে প্রতিযোগিতা। রোহিত শর্মার ভারতীয় টিম তৃতীয় বিশ্বকাপ জিততে পারবে কিনা, তা নিয়ে চলছে তুমুল বিতর্ক। তার মধ্যেই কি নতুন দিকে মোড় নিতে চলেছে ক্রিকেট সমীকরণ?
Team India nahin #TeamBharat.
This World Cup as we cheer for Kohli , Rohit , Bumrah, Jaddu , may we have Bharat in our hearts and the players wear jersey which has “Bharat” @JayShah . https://t.co/LWQjjTB98Z— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
মঙ্গলবারই অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি অভিনেতা আবার টুইট করেছেন, ‘ভারতমাতা কি জয়।’ ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’কে সর্বস্তরে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা চলছে? বিশ্বকাপের টিম টুইটারে ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই টুইটকে রিটুইট করে বীরেন্দ্র সেওয়াগ লিখেছেন, ‘টিম ইন্ডিয়া নেহি, টিম ভারত। এই বিশ্বকাপে আমরা গলা ফাটাব বিরাট, রোহিত, জাডেজাদের জন্য। ভারত আমাদের হৃদয়ে থাকবে। প্লেয়াররা যে জার্সি পরবে, তাতে লেখা থাকবে ভারত।’
I am not at all interested in politics. Have been approached by both major parties in the last two elections. My view is that most entertainers or sportsman should not enter politics as most are their for their own ego and hunger for power and barely spare genuine time for… https://t.co/wuodkpp6HT
— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
এ নিয়ে যে তীব্র বিতর্ক তৈরি হতে পারে, খুব ভালো করেই জানতেন সেওয়াগ। ‘ভারত’ নিয়ে টুইট করার পর পরই আবার লিখেছেন, ‘আমি রাজনীতি নিয়ে আগ্রহী নই। গত দুটো নির্বাচনেই দুটো বড় পার্টির তরফে প্রস্তাব পেয়েছিলাম। আমার পরামর্শ হল, খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোই ভালো। কারণ, অধিকাংশ ইগো আর ক্ষমতার খিদে থেকেই এটা করে। ব্যতিক্রম যে নেই, তা নয়। তবে সংখ্যাটা কম। অধিকাংশই শুধু পিআর করে। আমি ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে থাকতে ভালোবাসি।’