Quinton De Kock: বিশ্বকাপের টিম ঘোষণার দিন কেন অবসর তারকা ক্রিকেটারের?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 05, 2023 | 4:54 PM

CWC 2023, India: বিশ্বকাপের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা টিমের নেতা। চোটের কারণে ওয়েন পার্নেলের মতো অলরাউন্ডার বাদ পড়েছেন টিম থেকে। তবে কেশব মহারাজ, সিসান্ডা মাগালারা রয়েছেন টিমে।

Quinton De Kock: বিশ্বকাপের টিম ঘোষণার দিন কেন অবসর তারকা ক্রিকেটারের?
Image Credit source: ICC

Follow Us

কেপ টাউন: টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। এ বার ওয়ান ডে থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) তারকার ক্রিকেটার। মাত্র ৩০ বছর বয়স তাঁর। এখনই কেন সরে দাঁড়াচ্ছেন, এই প্রশ্ন করছেন অনেকেই। ওয়ান ডে ক্রিকেটের ধকল এই প্রজন্ম নিতে চাইছে না, এমন অভিযোগ উঠছে। সেই কারণেই কি অবসরের সিদ্ধান্ত কুইন্টন ডি’ককের (Quinton De Kock)? ৫ অক্টোবর থেকে ভারতের মাঠে শুরু হচ্ছে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা টিমে তিনি প্রবল ভাবে থাকছেন। কিন্তু তার পরই আর প্রোটিয়াদের হয়ে ওয়ান ডে ক্রিকেটে দেখা যাবে না তাঁকে। কিপার-ব্যাটার দেশের হয়ে শুধু খেলবেন টি-টোয়েন্টি। TV9Bangla Sportsএ বিস্তারিত।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তারকা ক্রিকেটার কুইন্টন ডি’কক বিশ্বকাপের পর আর ওয়ান ডে ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর এনোখ এনকুয়ি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার অত্যন্ত অনুগত ক্রিকেটার। অ্যাটাকিং ব্যাটার হিসেবে ও একটা মান তৈরি করে ফেলেছে। বেশ কয়েক বছর ধরে জাতীয় টিমের সঙ্গী থেকেছে। দেশের হয়ে নেতৃত্বও করেছে। ওয়ান ডে ক্রিকেট থেকে ওর সরে দাঁড়ানোর কারণ বুঝতে পারছি। দীর্ঘ দিন ধরে দেশের হয়ে খেলার জন্য ওকে ধন্যবাদ। তবে কুইন্টনকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাব।’

২০১৩ সালে দেশের হয়ে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল কুইন্টন ডি’ককের। ১৪০টা ম্যাচ খেলেছেন। ৫৯৬৬ রান করেছেন। গড় ৪৪.৮৫। স্ট্রাইক রেট ৯৬.০৮। ২৯টা হাফসেঞ্চুরি ও ১৭টা সেঞ্চুরি করেছেন। কিপার হিসেবেও ছাপ রেখেছেন। ১৮৩টা ক্যাচ ধরেছেন, করেছেন ১৪টা স্টাম্প। দেশের হয়ে এর আগে দুটো ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন ডি’কক।

এরই মধ্য়ে বিশ্বকাপের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা টিমের নেতা। চোটের কারণে ওয়েন পার্নেলের মতো অলরাউন্ডার বাদ পড়েছেন টিম থেকে। তবে কেশব মহারাজ, সিসান্ডা মাগালারা রয়েছেন টিমে।

Next Article