কলকাতা: বিশ্বকাপের টিমে লোকেশ রাহুল যে থাকবেন, এমনটা বারবারই ইঙ্গিত দিয়ে এসেছে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও গ্রুপের ম্যাচে রাহুলকে পাওয়া যায়নি। সুপার ফোরের আগে শ্রীলঙ্কায় টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। প্রত্যাশামতোই লোকেশ রাহুলকে বিশ্বকাপের স্কোয়াডেও রাখা হয়েছে। লোকেশ রাহুল টিমের কিপার-ব্যাটারে অটোমেটিক চয়েস। ঈশানকে কার্যত ব্যাক-আপ রাখা হয়েছিল। রাহুলের অনুপস্থিতিতে গ্রুপ পর্বের দু-ম্যাচে খেলানো হয় ঈশানকে। পাকিস্তানের বিরুদ্ধে টপ অর্ডারের ভরাডুবিতে অনবদ্য একটা ইনিংস খেলেছেন। এখানেই প্রশ্ন উঠছে, রাহুল ফিরলে ঈশান কিষাণের ভবিষ্যৎ তা হলে কী? পরিষ্কার করে দিলেন টিম ইন্ডিয়ার কোচ-ক্যাপ্টেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণ। অর্থাৎ আইপিএলের গত সংস্করণ। লখনউয়ের একানা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ। বাউন্ডারি আটকাতে দৌড়েছিলেন লোকেশ রাহুল। সে সময়ই থাই মাসলে গুরুতর চোট পান লখনউ সুপার জায়ান্ট অধিনায়ক। আইপিএলের বাকি অংশ থেকেই ছিটকে যান রাহুল। চোট এতটাই গুরুতর ছিল যে, অস্ত্রোপচারও করাতে হয়। সেই থেকেই মাঠের বাইরে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলে। এশিয়া কাপের আগে ভারতীয় দলের শিবিরেও ছিলেন। শেষ মুহূর্তে ফের চোট পান রাহুল। যে কারণে স্কোয়াডে থাকলেও টিমের সঙ্গে এশিয়া কাপ খেলতে যাননি। ভারতীয় বোর্ডের দল নির্বাচক প্রধান, অজিত আগরকর সাংবাদিক সম্মেলনে জানান, রাহুল সুস্থ হয়ে উঠেছেন এবং সদ্য দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন। সেখানে পুরো ম্যাচে কিপিংও করেছেন।
স্বাভাবিক ভাবেই প্রসঙ্গ উঠে আসে, ঈশান কি তাহলে ব্যাক আপ হিসেবেই থাকবেন? ঈশান-রাহুলকে এক সঙ্গে একাদশে রাখার সম্ভাবনা প্রসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘অবশ্যই সম্ভাবনা রয়েছে। আমরা প্রতিপক্ষ এবং পরিস্থিতি অনুযায়ী একাদশ বেছে নিই। ফর্মটাও গুরুত্ব রাখে। পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে ঈশান দারুণ ইনিংস খেলেছে। সেটা মাথায় রয়েছে। কম্বিনেশনের জন্য যাঁদের রাখা গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ীই একাদশ বেছে নেওয়া হবে।’
মিডল অর্ডারে একজন বাঁ হাতি ব্যাটার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, পাকিস্তান ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন ঈশান। ওয়ান ডে ফরম্যাটে দুর্দান্ত ফর্মেও রয়েছেন। টানা চার ম্যাচে হাফসেঞ্চুরি তাঁর ব্যাটে। রাহুল ফিরলেও ঈশানের গুরুত্ব কমছে না, পরিষ্কার করে দিলেন রোহিত।