IND vs PAK, T20 Highlights: বিরাটের দুরন্ত পারফরম্যান্স, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় ভারতের
India vs Pakistan, T20 world Cup 2022 Live Score Updates: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত (India) বনাম পাকিস্তান (Pakistan) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মেলবোর্ন: দুবাইয়ের বদলা মেলবোর্নে। শেষ বল পর্যন্ত চলল লড়াই। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মুখে হাসি ভারতীয়দের। আজ মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। দর্শক ঠাসা এমসিজি স্টেডিয়ামে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে ভারত। অপরাজিত ৮২ রান বিরাট কোহলির। ৩৭ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। বল হাতেও অনবদ্য হার্দিক নেন তিন উইকেট। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিরাট জয় ভারতের। বহুদিন পর নিজের রানমেশিন তকমার প্রতি সুবিচার করলেন বিরাট।
Key Events
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের।
এশিয়া কাপের সমালোচনা জবাব মেলবোর্নে দিলেন তরুণ পেসার অর্শদীপ সিং। তিন উইকেট নিলেন অর্শদীপ।
LIVE Cricket Score & Updates
-
ম্যাচের সেরা বিরাট
বহুদিন পর ম্যাচ জেতানো ইনিংস দেখা গেল বিরাট কোহলির ব্যাটে। উইকেট কামড়ে পড়ে থেকে অপরাজিত ৮২ রানের অনবদ্য ইনিংসে ম্যাচ জেতালেন বিরাট। সমর্থকরা বলছেন, কিং ইজ ব্যাক। ম্যাচের সেরা তিনিই।
-
শেষ বলে জয় ভারতের
পাহাড় প্রমাণ উত্তেজনার প্রহর শেষে জয় ভারতের। মেলবোর্নের মাঠে ভারত-পাকিস্তান পয়সা উসুল ম্যাচ। শেষ বল পর্যন্ত চলল লড়াই। ৪ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত।
-
-
আউট কার্তিক
১৯তম ওভারের চতুর্থ বলে আউট দীনেশ কার্তিক।
-
বিরাটের ছয়, ম্যাচ জিতবে ভারত?
৩ বলে ১৩ রানের প্রয়োজন ছিল। শেষ ওভারের তৃতীয় বলে বিরাটে ছক্কা। ম্যাচ জিতবে ভারত?
-
আউট হার্দিক
শেষ ওভারের প্রথম বলে আউট হার্দিক পান্ডিয়া। উত্তেজনার মুহূর্তে ছক্কা হাঁকাতে গিয়ে মহম্মদ নওয়াজের বলে বাবরের হাতে ক্যাচ দিয়ে বসলেন হার্দিক। ক্রিজে দীনেশ কার্তিক।
-
-
৬ বলে ১৬ রান প্রয়োজন
জয়ের জন্য শেষ ৬ বলে ১৬ রান প্রয়োজন ভারতের। টানটান উত্তেজনার জায়গায় পৌঁছে গিয়েছে ম্যাচ। বিরাট-হার্দিক জুটির দুরন্ত পার্টনারশিপ।
-
বিরাটের অর্ধশতরান
শাহিন আফ্রিদিকে চার মেরে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। ৪৩ বলে হাফ সেঞ্চুরি বিরাটের।
-
১৬ ওভারের খেলা শেষ
১৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেট খুইয়ে ১০৬ রান। জয়ের জন্য ২২ বলে ৫১ রান প্রয়োজন।
-
ভারতের ১০০ রান
১৫ ওভারে ১০০ রান ছুঁল ভারত। অর্ধশতরানের দিকে এগোচ্ছেন বিরাট। হার্দিক ব্যাট করছেন ৩২ রানে। জয়ের জন্য ৩০ বলে চাই ৬০ রান।
-
বিরাট ছক্কা
নওয়াজের ওভারের চতুর্থ বলে পেল্লাই ছক্কা বিরাট কোহলির। ২৬ বলে ২২ রানে ব্যাট করছেন তিনি। ১২ ওভার শেষে ৪ উইকেট খুইয়ে ৭৪ রান ভারতের।
-
হার্দিকের ছক্কা
১২তম ওভারে মহম্মদ নওয়াজের বলে ছক্কা হাঁকালেন হার্দিক পান্ডিয়া। ভারতের ইনিংসের প্রথম ছয়। চাপ কমাতে মরিয়া তারকা অলরাউন্ডার।
-
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৪৫। ক্রিজে কোহলি ও হার্দিক।
-
পাওয়ার প্লে ওভার শেষ
পাওয়ার প্লে ওভারে চার উইকেট খুইয়ে ৩১ রান ভারতের। ভারতের মাথায় পাহাড়প্রমাণ চাপ। ক্রিজে বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া।
-
রান আউট অক্ষর
পঞ্চম ওভারে পরপর দুই বলে দুটি উইকেট। ক্রিজে এসেই রান আউটের শিকার অক্ষর প্যাটেল। ৩ বলে ২ রান অক্ষরের। চার উইকেট হারিয়ে ফেলল ভারত।
-
সূর্যকে ফেরালেন হ্যারিস
সূর্যকুমার যাদবের উইকেট খোয়াল ভারত। হ্যারিস রউফের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিলেন সূর্য। পাওয়ার প্লে ওভারে তিনটে উইকেট হারাল ভারত। প্রবল চাপে মেন ইন ব্লু।
-
ক্রিজে সূর্য
বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের সূচনা করলেন সূর্যকুমার যাদব। ৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৪।
-
আউট রোহিত
আরও একটি উইকেট খোয়াল ভারত। ৩.২ ওভারে ক্যাপ্টেন রোহিত শর্মাকে ফেরালেন হ্যারিস রউফ। ইফতিকার আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শর্মা। ৭ বলে ৪ রান। ক্রিজে সূর্যকুমার যাদব।
-
প্রথম ধাক্কা ভারতের
ম্যাচ শুরু হতেই উইকেট হারাল ভারত। নাসিম শাহের বলে বোল্ড লোকেশ রাহুল (৮ বলে ৪ রান)। ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭ রান ভারতের। ক্রিজে বিরাট কোহলি।
-
রান তাড়ায় নামল ভারত
সামনে ১৬০ রানের চ্যালেঞ্জিং টার্গেট। রান তাড়া করতে নামলেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। বল হাতে শাহিন শাহ আফ্রিদি।
-
এক ঝলকে পাকিস্তানের ইনিংস
- টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে পাকিস্তানকে।
- ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে বাবর আজমের দল।
- পাকিস্তানের হয়ে সর্বাধিক রান করেন শান মাসুদ (৫২*)।
- ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিং।
-
ভারতের টার্গেট ১৬০
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে পাকিস্তান। মেন ইন ব্লুকে ১৬০ রানের টার্গেট দিল গ্রিন আর্মি।
-
শাহিন আউট
শেষ ওভারে শাহিন শাহ আফ্রিদির উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। ৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন শাহিন।
-
শানের হাফসেঞ্চুরি
৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শান মাসুদ।
Third T20I half-century for Shan Masood ✅
Timely knock from the southpaw ?#WeHaveWeWill | #T20WorldCup | #INDvPAK pic.twitter.com/8usDhDvvVZ
— Pakistan Cricket (@TheRealPCB) October 23, 2022
-
১৯তম ওভারে ভুরি ভুরি রান তুলল পাকিস্তান
১৯তম ওভারে চতুর্থ স্পেলে আসেন অর্শদীপ সিং। ইনিংস শেষের আগের ওভারে ১৪ রান দিয়েছেন অর্শদীপ।
-
আসিফকে ফেরালেন অর্শদীপ
অর্শদীপের তৃতীয় শিকার হলেন আসিফ আলি। ৩ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন আসিফ।
-
নওয়াজকে ফেরালেন হার্দিক
১৫.৫ ওভারের মাথায় ছয় নম্বর উইকেট হারাল পাকিস্তান। হার্দিকের তৃতীয় শিকার মহম্মদ নওয়াজ। ৬ ওভারে ৯ রান করে মাঠ ছাড়লেন নওয়াজ।
-
১৫ ওভারে পাকিস্তান ১০৬/৫
- পাকিস্তানের ইনিংসের ৫ ওভার বাকি।
- ক্রিজে শান মাসুন ও মহম্মদ নওয়াজ।
- ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে গ্রিন আর্মি।
-
হার্দিকের দ্বিতীয় শিকার হায়দার
এক ওভারে জোড়া উইকেট হার্দিক পান্ডিয়ার। শাদাব খানের পর হায়দার আলির উইকেট তুলে নিলেন পান্ডিয়া।
-
শাদাব আউট
পাকিস্তানের অন্যতম সেরা অস্ত্র শাদাব খানকে ইনিংস গড়ার সুযোগই দিলেন না হার্দিক। ৬ বলে ৫ রান করে মাঠ ছাড়লেন শাদাব। হার্দিক পান্ডিয়া ভারতকে এনে দিলেন চতুর্থ উইকেট। ভারতের পারফরম্যান্সে খুশি কোচ দ্রাবিড়। ড্রিঙ্কস বিরতির সময় ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে বলতে তাঁদের পিঠ চাপড়ে দিলেন কোচ।
-
ইফতিখার আউট
অর্ধশতরানের পরই ইফতিখার আহমেদকে ফেরালেন মহম্মদ সামি। ৩৪ বলে ৫১ রান করে ড্রেসিংরুমে ফেরেন ইফতিখার
-
ইফতিখারের হাফসেঞ্চুরি
মেলবোর্নে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ইফতিখার আহমেদ। অক্ষর প্যাটেলের ওভারে (১২ ওভারে) ২১ রান নিয়েছেন ইফতিখার।
-
পাক ইনিংসের প্রথম ছয়
১০.৫ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন ইফতিখার আহমেদ। পাক ইনিংসের প্রথম ছয় এল ইফতিখারের ব্যাটে।
-
১০ ওভারে পাকিস্তান ৬০/২
- গ্রিন আর্মির ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ
- প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছে পাকিস্তান
- ইফতিখার-শান জুটিতে এগোচ্ছে পাকিস্তান
-
অশ্বিনের প্রয়াস
ফাইন লেগে সামনের দিকে ঝাঁপিয়ে ক্যাচ নেওয়ার দারুণ চেষ্টা রবিচন্দ্রন অশ্বিনের।
-
পাওয়ার প্লে শেষ
- পাকিস্তানের ইনিংসের ৬ ওভারের খেলা শেষ
- পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে পাকিস্তান
-
ইফতিখার আহমেদ রয়েছেন ৬ বলে ৭ রানে
-
শান মাসুদ ব্যাটিং করছেন ১৭ বলে ৯ রানে
-
ছবিতে প্রথম ওভার
First five overs ?✅#T20WorldCup #INDvPAK pic.twitter.com/omk9PRoBrY
— Melbourne Cricket Ground (@MCG) October 23, 2022
-
৫ ওভারে পাকিস্তান ২৪/২
পাকিস্তানের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। শুরুর ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে পাকিস্তান।
-
রিজওয়ানের উইকেটও অর্শদীপের খাতায়
আরও একটি উইকেট হারাল পাকিস্তান। ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন অর্শদীপ সিং। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নিলেন ভুবনেশ্বর কুমার। ১২ বল খেলে ৪ রান করে মাঠ ছাড়লেন রিজওয়ান।
-
৩ ওভারে পাকিস্তান ১০/১
ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। প্রথম ৩ ওভারের মধ্যে পাক অধিনায়ক বাবর আজমের উইকেট তুলে নিয়েছেন অর্শদীপ সিং। পাকিস্তান স্কোরবোর্ডে তুলেছে ১০ রান।
-
রিজওয়ানের চার
চলতি টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের প্রথম চার এল পাক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের ব্যাটে।
-
বড় ধাক্কা
পাক অধিনায়ক বাবর আজমের উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। টি২০ বিশ্বকাপের অভিষেকে প্রথম ওভারের প্রথম বলেই বাবরের বড় উইকেট তুলে নিলেন অর্শদীপ।
-
অল্পের জন্য প্রথম ওভার মেডেন হল না
প্রথম ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১। ওভারের শেষ বলটি ওয়াইড হওয়ায় ১ রান যোগ হল পাকিস্তানের খাতায়।
-
পাকিস্তানের ইনিংস শুরু
গ্রিন আর্মির হয়ে ওপেনিংয়ে নামলেন পাক অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। নতুন বল হাতে এলেন ভুবনেশ্বর কুমার।
-
ক্যাপ্টেন রোহিতের আইসিসি টুর্নামেন্টে ডেবিউ
অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টে অভিষেক হল রোহিত শর্মার।
-
একুশের বিশ্বকাপ-বাইশের বিশ্বকাপ
২০২১ সালের টি২০ বিশ্বকাপে শেষ বার আন্তর্জাতিক টি২০ খেলেছিলেন মহম্মদ সামি। আবারও কুড়ি-বিশের বিশ্বকাপে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে প্রত্যাবর্তন সামির।
-
টি২০ বিশ্বকাপের অর্শদীপের অভিষেক
মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে অভিষেক হল ভারতের তরুণ তুর্কি অর্শদীপ সিংয়ের।
MC-G Aaya Nu, Arsh paaji! ❤️
Incoming ? in Male Bone! ?#INDvPAK #Arshdeep pic.twitter.com/qIdYVt5tZ9
— Punjab Kings (@PunjabKingsIPL) October 23, 2022
-
টিম থেকে বাদ পড়লেন পন্থ, সাত ব্যাটার নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারত
রবিবাসরীয় দুপুরে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা।
পড়ুন বিস্তারিত – IND vs PAK, T20 World Cup 2022: টিম থেকে বাদ পড়লেন পন্থ, সাত ব্যাটার নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারত
-
গ্রিন আর্মির একাদশ
পাকিস্তানের একাদশ: মহম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), হায়দার আলি, শান মাসুদ, মহম্মদ নওয়াজ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।
? T O S S A L E R T ?
India win the toss and opt to field first ?
Our lineup for the match ??#WeHaveWeWill | #T20WorldCup | #INDvPAK pic.twitter.com/tTjEQh17OI
— Pakistan Cricket (@TheRealPCB) October 23, 2022
-
মেন ইন ব্লুর একাদশ
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, অর্শদীপ সিং।
-
টস আপডেট
রবি দুপুরে মেলবোর্নে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
-
টি২০ বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায়…
টি২০ বিশ্বকাপে আজ কি অর্শদীপের অভিষেক হবে?
All smiles ahead of our #T20WorldCup opener! ? ?#TeamIndia | #INDvPAK pic.twitter.com/o9uIZ0W9n5
— BCCI (@BCCI) October 23, 2022
-
মহারণের জন্য তৈরি ভারতের সমর্থকরা
ভারত-পাকিস্তান মহারণের জন্য তৈরি ভারতীয় সমর্থকরা।
We Are Here! ? ?
Melbourne is buzzing & how! ? ?#TeamIndia | #T20WorldCup | #INDvPAK pic.twitter.com/MZCpwMqMeb
— BCCI (@BCCI) October 23, 2022
-
কোন দ্বৈরথে নজর থাকবে?
ভারত-পাকিস্তান ম্যাচ মানে কিছু ব্যক্তিগত দ্বৈরথও থাকে।
পড়ুন বিস্তারিত – T20 World Cup 2022: মেলবোর্নে যে দ্বৈরথে বাড়তি নজর থাকবে…
-
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
রবি দুপুরে মেলবোর্নে মেগা শো। আরও একটা ভারত-পাক মহারণের সাক্ষী থাকবে ক্রিকেটবিশ্ব।
পড়ুন বিস্তারিত – IND Vs PAK, Team India Probable Playing XI: মেলবোর্ন মহারণে মেন ইন ব্লুর একাদশ কী হতে পারে?
-
ঝলমলে রোদের দেখা…
মেলবোর্নের আবহাওয়া বেশ পরিস্কার। ঝলমলে রোদ উঠেছে মেলবোর্নে।
Weather Right Now in Melbourne.#INDvsPAK pic.twitter.com/llsEee0Xk7
— Maham Fatima (@MahamOfficial_2) October 23, 2022
-
গ্রিন আর্মির সম্ভাব্য একাদশ
মেলবোর্নে আজ ভারত-পাকিস্তান মহারণ। গ্রিন আর্মি মেন ইন ব্লুদের বিরুদ্ধে নামার জন্য তৈরি।
পড়ুন বিস্তারিত – IND Vs PAK, Pakistan Probable Playing XI: মেন ইন ব্লুর বিরুদ্ধে গ্রিন আর্মি কোন একাদশ নামতে পারে মেলবোর্নে?
-
উত্তপ্ত মেলবোর্ন
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে সমর্থকদের উত্তেজনা চোখে পড়ার মতো।
Outside MCG Stadium ??#INDvPAK #INDvsPAK #T20WorldCup2022 #PakVsInd #melbourneweather # pic.twitter.com/rBUd7fCDjD
— ?????????????? (@wani_575) October 23, 2022
-
মেলবোর্নে ভারতীয়দের মোকাবিলায় তৈরি পড়শি দেশ
পাকিস্তানের নেতৃত্বের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। পাশাপাশি ব্যাট হাতেও মেলবোর্নে জ্বলে উঠতে চান বাবর আজম। প্রতিপক্ষের রান আটকাতে হলে ফিল্ডিংয়ে আরও তীক্ষ্ণ হতে ঘাম ঝরালেন বাবর আজম।
পড়ুন বিস্তারিত – T20 World Cup 2022: মেলবোর্নে ভারতীয়দের মোকাবিলায় তৈরি পড়শি দেশ
-
অপেক্ষার অবসান
দেখতে দেখতে ফের চলে এল একটা ভারত-পাক মহারণ… বাবরদের বিরুদ্ধে নামার জন্য মেন ইন ব্লু তৈরি
Pre-match build-ups done ✅
Team preparations done ✅
IT IS TIME FOR #INDvsPAK ??#TeamIndia | #T20WorldCup pic.twitter.com/QPyMQrbZVI
— BCCI (@BCCI) October 23, 2022
-
এক নজরে পরিসংখ্যান
মেলবোর্নে চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তার আগে দুই দলের সাক্ষাতের পরিসংখ্যানে চোখ বুলিয়ে নিন —
পড়ুন বিস্তারিত – India vs Pakistan: মহারণের আগে টি-২০তে ভারত-পাক দ্বৈরথের পরিসংখ্যানে থাকুক নজর
-
এক নজরে হেড টু হেড
হেড টু হেডে নজর দিলে চোখে পড়বে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মোট ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ৭ বার এবং পাকিস্তান জিতেছে ৩ বার। ১টি ম্যাচ টাই। গত বছর টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। সেই ম্যাচে ১০ উইকেটে জিতেছিল বাবর আজমের পাকিস্তান।
Published On - Oct 23,2022 11:18 AM