IND vs PAK Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ
India vs Pakistan, T20 World Cup 2022: রবিবার দুপুরে টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান।

মেলবোর্ন: আজ শুরু হল টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভ পর্ব। আগামীকাল, রবিবার মেলবোর্নে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)। গত বারের কুড়ি-বিশের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেই কাপযাত্রা শুরু করেছিল মেন ইন ব্লু। শেষ অবধি সুপার-১২ থেকেই বিদায় নিয়েছিলেন বিরাটরা। রবিদুপুরের ভারত-পাক ম্যাচ ঘিরে বৃষ্টির আশঙ্কা ছিল। যদিও মেলবোর্নে শনিবার সকাল থেকে বৃষ্টি উধাও। মেলবোর্নের আবহাওয়ার উন্নতিতে দুই দলের ক্রিকেটার ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের মনোবলও বেড়ে গিয়েছে। অস্ট্রেলিয়া আবহাওয়া বিভাগ জানিয়েছিল, রবিবারের ম্যাচ চালকালীন ৬০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত মনে করা হচ্ছে, আবহাওয়াবিদদের পূর্বাভাস ভুল প্রমাণিত হতেও পারে। ভারত-পাক ম্যাচে দুই দলের কেউই কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ থাকে। উল্লেখ্য, মেলবোর্নে মোট ৪টি টি-২০ ম্যাচে খেলেছে ভারত। তার মধ্যে ২টি ম্যাচে জয় এবং ১টি ম্যাচে হার। ১টি ম্যাচের ফলাফল অমীমাংসিত।
হেড টু হেডে নজর দিলে চোখে পড়বে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মোট ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ৭ বার এবং পাকিস্তান জিতেছে ৩ বার। ১টি ম্যাচ টাই। গত বছর টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। সেই ম্যাচে ১০ উইকেটে জিতেছিল বাবর আজমের পাকিস্তান।
ভারত বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি আগামীকাল, রবিবার (২৩ অক্টোবর) হবে।
ভারত বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। ম্যাচের আগে ১টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
