IND vs SA, 1st ODI Highlights: সঞ্জুর মরিয়া লড়াই, ৯ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

| Edited By: | Updated on: Oct 06, 2022 | 10:59 PM

India vs South Africa 2022, 1st ODI LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রথম ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs SA, 1st ODI Highlights: সঞ্জুর মরিয়া লড়াই, ৯ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে

লখনউ : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রোহিত, বিরাটদের মতো সিনিয়র ক্রিকেটাররা নেই। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে (ODI) সিরিজ দারুণ সুযোগ ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য। শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বে সিরিজের শুরুটা হল হার দিয়ে। প্রথম ম্যাচে ভারতের হার যদিও ৯ রানে। দক্ষিণ আফ্রিকা পূর্ণশক্তির দল নিয়েই নেমেছিল। আগামী বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সরাসরি যোগ্যতা অর্জনের জন্য পয়েন্ট প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। ফলে তাদের কাছে এই সিরিজ বাড়তি গুরুত্ব রাখছে। ভারতের কাছে এই সিরিজ নতুনদের সুযোগ দেওয়ার। এক ঝাঁক নতুন মুখ রয়েছেন স্কোয়াডে। এ দিন সুযোগ পেলেন ঋতুরাজ। কাজে লাগাতে পারলেন না। সঞ্জু স্যামসনের ব্যাটিং অবশ্য নজর কাড়ল।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Oct 2022 10:55 PM (IST)

    এক নজরে

    • ৪০ ওভারে ভারতের লক্ষ্য ছিল ২৫০ রান।
    • জয়ের খুব কাছে গিয়েও হার মাত্র ৯ রানে।
    • শ্রেয়স আইয়ার অর্ধশতরান করেন।
    • শেষ দিকে অবিশ্বাস্য লড়াই সঞ্জু-শার্দূল জুটির।
    • শার্দূল ফিরলেও লড়াই জারি রাখেন সঞ্জু।
    • অল্পের জন্য জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারলেন না।
    • ৬৩ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন সঞ্জু।
  • 06 Oct 2022 10:12 PM (IST)

    সঞ্জুর অর্ধশতরান

    কেরিয়ারের দ্বিতীয় ওডিআই অর্ধশতরান সঞ্জু স্যামসনের।

  • 06 Oct 2022 09:22 PM (IST)

    শ্রেয়সের অর্ধশতরান

    মাত্র ৩৩ বলে অর্ধশতরান করলেন শ্রেয়স আইয়ার। ২৬ ওভারে ভারত ১১৮-৪। লক্ষ্য ৪০ ওভারে ২৫০।

  • 06 Oct 2022 07:44 PM (IST)

    জোড়া ধাক্কা

    লক্ষ্য ২৫০ রান। মাত্র ৮ রানেই দ্বিতীয় উইকেট হারাল ভারত। শুভমন গিলের পর ফিরলেন অধিনায়ক শিখর ধাওয়ানও।

  • 06 Oct 2022 07:05 PM (IST)

    এক নজরে

    • বৃষ্টির জন্য ৪০ ওভারের ম্যাচ। ভারতকে ২৫০ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা।
    • ডেভিড মিলার ৬৩ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন।
    • জোড়া ক্যাচ ফেলে ভারত। তার পূর্ণ সুবিধা নিলেন মিলার।
    • হেনরিখ ক্লাসেন ৬৫ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন।
    • ২ উইকেট নিয়েছেন শার্দূল ঠাকুর।
  • 06 Oct 2022 06:38 PM (IST)

    মিলারের অর্ধশতরান

    অর্ধশতরান করলেন ডেভিড মিলার। ৫০ বলে অর্ধশতরান পৌঁছান। ৫২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন হেনরিখ ক্লাসেনও।

  • 06 Oct 2022 06:15 PM (IST)

    ভরসা মিলার-ক্লাসেন

    দক্ষিণ আফ্রিকা ইনিংসকে ভরসা দিচ্ছে ডেভিড মিলার-হেনরিখ ক্লাসেন জুটি। টি ২০ সিরিজে মিলার অনবদ্য ছন্দে ছিলেন। ফরম্যাট বদলালে তাঁর ফর্ম জারি। ক্লাসেনও অর্ধশতরানের পথে...

  • 06 Oct 2022 05:50 PM (IST)

    ২৫ ওভারের খেলা শেষ

    ২৫ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১৩৪।

  • 06 Oct 2022 03:37 PM (IST)

    প্রোটিয়াদের একাদশ

    এক নজরে দেখে নিন দক্ষিণ আফ্রিকার একাদশ: জানেমন মালান, কুইন্টন ডি'কক, তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুনগি এনগিডি ও তাবরাইজ শামসি।

  • 06 Oct 2022 03:35 PM (IST)

    ভারতের একাদশ

    এক নজরে দেখে নিন ভারতের একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ ও আবেশ খান।

  • 06 Oct 2022 03:31 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শিখর ধাওয়ানের। ৩.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। বৃষ্টির কারণে ৫০ ওভারের খেলা কমিয়ে দেওয়া হয়েছে ৪০ ওভারে।

  • 06 Oct 2022 02:52 PM (IST)

    বৃষ্টির লুকোচুরি

    ৪৫ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত হয়েছিল। ফের মাঠ ঢাকা পড়েছে। পরবর্তী সিদ্ধান্ত ৩টের সময়। ওভার কমতে পারে। অনবরত বৃষ্টিতে ম্যাচ হওয়া নিয়েই সন্দেহ থাকছে।

  • 06 Oct 2022 02:41 PM (IST)

    আপডেট

    কিছুটা স্বস্তির খবর। ফের বৃষ্টি না হলে ৩টের সময় ম্যাচ শুরু হবে। ২.৪৫-এ টস।

  • 06 Oct 2022 02:32 PM (IST)

    ফের বৃষ্টি শুরু লখনউতে

    ২.৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল। ফের লখনউতে বৃষ্টি শুরু। যার ফলে পিচ ফের কভারে ঢেকেছে।

  • 06 Oct 2022 01:20 PM (IST)

    লখনউতে ঝমঝমিয়ে বৃষ্টি

    আর কিছুক্ষণ পর টস হওয়ার কথা ছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে লখনউয়ে পিচ ঢেকে দেওয়া হয়েছে কভারে। এবং পিছিয়ে গেল টসের সময়।

  • 06 Oct 2022 01:11 PM (IST)

    আজ কি রজতের অভিষেক হবে?

    প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রজত পাতিদার। আজ হয়তো অভিষেকও হতে পারে।

    পড়ুন বিস্তারিত - India vs South Africa: অভিষেকের সামনে রজত পাতিদার, নজরে বাংলার দুই ক্রিকেটারও

  • 06 Oct 2022 01:09 PM (IST)

    আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচ

    অপেক্ষার আর কিছুক্ষণ।

  • 06 Oct 2022 12:35 PM (IST)

    বৃষ্টির কারণে দেরিতে শুরু হবে ম্যাচ

    লখনউতে বৃষ্টির কারণে দেরিতে শুরু হবে ম্যাচ।

Published On - Oct 06,2022 12:30 PM

Follow Us: