IND vs SA 1st Test Day 5 Highlights: সামি-বুমরাদের দাপট, ১১৩ রানে সেঞ্চুরিয়ন টেস্ট জিতল কোহলির ভারত

| Edited By: | Updated on: Dec 30, 2021 | 4:54 PM

India vs South Africa 1st Test Day 5 Live Score: সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

IND vs SA 1st Test Day 5 Highlights: সামি-বুমরাদের দাপট, ১১৩ রানে সেঞ্চুরিয়ন টেস্ট জিতল কোহলির ভারত
প্রোটিয়াদের দেশে মুখোমুখি কোহলি-এলগার

সেঞ্চুরিয়ন: বক্সিং ডে টেস্টের শেষ দিনের খেলা ছিল আজ। পঞ্চম দিন বিকেল বেলায় সেঞ্চুরিয়নে বৃষ্টি হওয়ার কথা ছিল।  কিন্তু একটা সেশন পুরো ব্যাট করলেও, দ্বিতীয় সেশন বেশিক্ষণ চলতে দেননি ভারতীয় বোলাররা। ১১৩ রানে সিরিজের প্রথম টেস্ট জিতল কোহলির ভারত। সেঞ্চুরিয়নে প্রথম দিন নির্বিঘ্নে খেলা হলেও, দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিন শুরু থেকেই পিচ একেবারে অন্যরকম আচরণ করা শুরু করে। সাহায্য পেতে থাকেন প্রোটিয়া বোলাররা। ২৭২-৩ এই স্কোর নিয়ে মাঠে নেমে, ৩২৭ রানে থামে ভারতের প্রথম ইনিংস। তৃতীয় দিন স্কোরবোর্ডে মাত্র ৫৫ রান যোগ করে ৭ উইকেট হারিয়ে বসে কোহলির ভারত। তবে এখানেই শেষ নয়, প্রোটিয়াদের ইনিংস শুরু হতেই, একই সুবিধা পান সামি-বুমরা-শার্দূলরা। ভারতীয় বোলারদের দাপটে ১৯৭ রানেই গুটিয়ে যায় ডিন এলগারদের প্রথম ইনিংস।

এর পর দ্বিতীয় ইনিংসে ভারত ৫০.৩ ওভার খেলে ১৭৪ রানে অলআউট হয়ে যায়। ভারতের কোনও ক্রিকেটার দ্বিতীয় ইনিংসে ৫০ রানের গণ্ডি পেরোতে পারেনি। দুই ইনিংস মিলিয়ে টিম ইন্ডিয়া ৩০৫ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ঋষভ পন্থ (৩৪)। ৪টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং মার্কো জ্যানসেন। ২টি উইকেট পেয়েছেন লুনগি এনগিডি।

প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জিততে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ২১১ রান এবং টিম ইন্ডিয়ার প্রয়োজন ৬টি উইকেট। একটা সেশন পুরো খেলে লাঞ্চ বিরতিতে যায় দুই দল। তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে বেশিক্ষণ খেলা এগোতে দেননি অশ্বিন-সামিরা। ১৯১ রানে থেমে যায় প্রোটিয়ারা। যার ফলে এই মুহূর্তে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা এবং মহম্মদ সামি। এবং ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন। একটিও উইকেট পাননি শার্দূল ঠাকুর।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 30 Dec 2021 04:51 PM (IST)

    প্লেয়ার অব দ্য ম্যাচ

    ম্যাচের সেরার পুরস্কার পেলেন কেএল রাহুল।

  • 30 Dec 2021 04:22 PM (IST)

    সেঞ্চুরিয়ন টেস্ট জিতল কোহলির ভারত

    ১১৩ রানে সেঞ্চুরিয়ন টেস্ট জিতল কোহলির ভারত।

  • 30 Dec 2021 04:20 PM (IST)

    রাবাডা আউট

    জ্যানসের পর রাবাডার উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন।

  • 30 Dec 2021 04:18 PM (IST)

    মার্কো জ্যানসেন আউট

    মহম্মদ সামি লাঞ্চ বিরতির পর ফেরালেন মার্কো জ্যানসেনকে।

  • 30 Dec 2021 04:04 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    লাঞ্চ বিরতির পর শুরু হল দ্বিতীয় সেশনের খেলা।

  • 30 Dec 2021 03:32 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ১৮২। বাভুমাদের ম্যাচ জিততে চাই ১২৩ রান। টিম ইন্ডিয়ার প্রয়োজন ৩টি উইকেট।

  • 30 Dec 2021 03:29 PM (IST)

    ৬৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৮২/৭

    ৭ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে প্রোটিয়ারা। তেম্বা বাভুমার উইকেট তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অশ্বিন-সামিরা। ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ১২৩রান

  • 30 Dec 2021 03:06 PM (IST)

    মুল্ডার আউট

    মহম্মদ সামি এনে দিলেন ভারতকে সপ্তম সাফল্য। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মুল্ডার।

  • 30 Dec 2021 03:02 PM (IST)

    ৬০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬৪/৬

    ম্যাচ জিততে ভারতের আর প্রয়োজন ৪ উইকেট। বাভুমাদের প্রয়োজন ১৪১ রান। ৬০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ১৬৪।

  • 30 Dec 2021 03:00 PM (IST)

    ডি’কক আউট

    কুইন্টন ডি’ককের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ২১ রান করে সাজঘরে ফিরলেন ডি’কক।

  • 30 Dec 2021 02:41 PM (IST)

    ৫৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ৫ উইকেটে ১৪৮

    উইকেটের খোঁজে ভারত। ৫৫ ওভারে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১৪৮ রান।

  • 30 Dec 2021 02:17 PM (IST)

    এলগার আউট

    ডিন এলগারকে থামালেন জশপ্রীত বুমরা। ৭৭ রানের মাথায় বুমরার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন এলগার। ম্যাচ জিততে ভারতের এখন চাই আর ৫ উইকেট। আর প্রোটিয়াদের ম্যাচ জিততে চাই ১৭৫ রান।

  • 30 Dec 2021 02:11 PM (IST)

    ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৩০/৪

    ক্রিজে গিন এলগার ও তেম্বা বাভুমা। এগিয়ে চলেছে প্রোটিয়ারা। উইকেটের খোঁজে কোহলির ভারত।

  • 30 Dec 2021 01:50 PM (IST)

    ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১০/৪

    পঞ্চম দিনের খেলা চলছে। ৪৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ৪ উইকেটে ১১০।

  • 30 Dec 2021 01:30 PM (IST)

    পঞ্চম দিনের খেলা শুরু

    সেঞ্চুরিয়ন টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু।

  • 30 Dec 2021 01:06 PM (IST)

    ম্যাচ জিততে ভারতের চাই ৬ উইকেট

    বুমরা ম্যাজিক দেখা যাবে আজ সেঞ্চুরিয়নে?

  • 30 Dec 2021 01:01 PM (IST)

    কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ম্যাচের স্কোর?

    চতুর্থ দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৯৪। প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জিততে প্রোটিয়াদের চাই ২১১ রান এবং টিম ইন্ডিয়ার প্রয়োজন ৬টি উইকেট। ক্রিজে রয়েছেন ডিন এলগার (৫২*)। চতুর্থ দিন ২টি উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা। এবং একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি।

  • 30 Dec 2021 12:58 PM (IST)

    কোহলিদের ওয়ার্ম আপের মুহূর্ত

    কোহলিদের ওয়ার্ম আপের মুহূর্ত, দেখুন ছবিতে

  • 30 Dec 2021 12:38 PM (IST)

    আজ সেঞ্চুরিয়ন টেস্ট ফয়সলার লড়াই

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনের লড়াই।

Published On - Dec 30,2021 12:30 PM

Follow Us: