IND vs SA, 3rd ODI Highlights: ৭ উইকেটে ম্যাচ জয়, একদিনের সিরিজও টিম ইন্ডিয়ার

| Edited By: | Updated on: Oct 11, 2022 | 6:59 PM

India vs South Africa 2022, 3rd ODI LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) তৃতীয় ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs SA, 3rd ODI Highlights: ৭ উইকেটে ম্যাচ জয়, একদিনের সিরিজও টিম ইন্ডিয়ার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান ডে লাইভ

নয়াদিল্লি: অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের ফয়সলার ম্যাচ। টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্য়াট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা গেল ভারতীয় স্পিনারদের দাপট। ১০টি উইকেটের আটটি নিয়েছেন ভারতের তিন স্পিনার- কুলদীপ যাদব, শাহবাজ আহমেদ এবং ওয়াশিংটন সুন্দর। অপর ২টি উইকেট তুলে নেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। ৯৯ রানে প্রোটিয়াদের আটকে দিয়েছিল টিম ইন্ডিয়া। ১০০ রানের টার্গেট পূর্ণ করতে খুব বেশি সময় লাগেনি ভারতের। ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বাধিক রান করেন তারকা ওপেনার শুভমন গিল (৪৯)। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন কুলদীপ যাদব। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল ধাওয়ানের ভারত।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Oct 2022 06:34 PM (IST)

    ৭ উইকেটে শেষ ওয়ান ডে ম্যাচ জিতল ভারত

    • তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত।
    • দিল্লিতে সিরিজের নির্ণায়ক ম্যাচে ৭ উইকেটে জিতল টিম ইন্ডিয়া।
    • ভারতের টার্গেট ছিল ১০০।
    • টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেন শুভমন গিল (৪৯)।
  • 11 Oct 2022 06:27 PM (IST)

    হাফসেঞ্চুরি হাতছাড়া গিলের

    জয়ের দোরগোড়ায় ভারত, হাফসেঞ্চুরি হাতছাড়া শুভমন গিলের। ৫৭ বলে ৪৯ রান করে আউট হলেন গিল।

  • 11 Oct 2022 06:16 PM (IST)

    ১৬ ওভারে টিম ইন্ডিয়া ৮৫/২

    ক্রিজে শ্রেয়স আইয়ার ও শুভমন গিল। ম্যাচ জিততে ভারতের আর প্রয়োজন আর ১৫ রান। গিল রয়েছেন ৪১ রানে। শ্রেয়স রয়েছেন ৮ রানে।

  • 11 Oct 2022 05:51 PM (IST)

    ঈশান আউট

    ১০ রান করে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ। বিয়ন ফরচুন এনে দিলেন দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় উইকেট।

  • 11 Oct 2022 05:47 PM (IST)

    ১০ ওভারে ভারত ৫৩/১

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে ৫৩ রান স্কোরবোর্ডে তুলেছে ভারত। ম্যাচ জেতার জন্য ভারতের আর প্রয়োজন ৪৭ রান।

  • 11 Oct 2022 05:37 PM (IST)

    রান আউট শিখর

    সপ্তম ওভারের প্রথম বলে রান আউট হলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান।

  • 11 Oct 2022 05:26 PM (IST)

    ৫ ওভারে ভারত ৩৫/০

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওপেনিং জুটি।
    • শিখর ধাওয়ান ব্যাট করছেন ১১ বলে ৮ রানে।
    • টিম ইন্ডিয়ার অপর ওপেনার শুভমন গিল রয়েছেন ২০ বলে ২৪ রানে।
    • বাকি থাকা ৪৫ ওভারে টিম ইন্ডিয়াকে জয়ের জন্য তুলতে হবে ৬৫ রান
  • 11 Oct 2022 05:05 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    টিম ইন্ডিয়ার টার্গেট ১০০। রান তাড়া করতে নামলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল।

  • 11 Oct 2022 04:24 PM (IST)

    প্রোটিয়াদের ইনিংস শেষ

    • ৯৯ রানের মাথায় শেষ হল প্রোটিয়াদের ইনিংস।
    • টিম ইন্ডিয়ার টার্গেট ১০০।
    • টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধাওয়ান।
    • প্রথমে ব্যাটিং করে ২৭.১ ওভারেই থেমে গেল প্রোটিয়ারা।
    • দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক রান করেছেন হেনরিখ ক্লাসেন (৩৪)।
    • ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন কুলদীপ যাদব (৪টি উইকেট)।
  • 11 Oct 2022 04:21 PM (IST)

    মার্কোর শেষ উইকেটটি তুলে নিলেন কুলদীপ

    মার্কো জানসেনের উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের ইনিংস শেষ করলেন কুলদীপ যাদব।

  • 11 Oct 2022 04:19 PM (IST)

    ২৬তম ওভারে দাপট কুলদীপের

    ২৬তম ওভারে দাপট দেখালেন কুলদীপ যাদব। ২টি উইকেট নিয়ে মেডেন ওভার করে দেখালেন কুলদীপ।

  • 11 Oct 2022 04:14 PM (IST)

    এক ওভারে জোড়া ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

    বিয়ন ফরচুনকে আউট করার পরের বলেই অনরিখ নর্টজের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। নয় নম্বর উইকেট হারিয়ে ফেলল প্রোটিয়ারা। কুলদীপের গুগলি সামলানে পারলেন না নর্টজে।

  • 11 Oct 2022 04:12 PM (IST)

    বিয়ন ফরচুন আউট

    কুলদীপ যাদব তুলে নিলেন বিয়ন ফরচুনের উইকেট। এখনও ১০০ রানের গণ্ডি পেরোতে পারেনি প্রোটিয়ারা। এর মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলল।

  • 11 Oct 2022 04:03 PM (IST)

    শাহবাজের দ্বিতীয় শিকার ক্লাসেন

    হেনরিখ ক্লাসেনের উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে সাত নম্বর ধাক্কা দিলেন বাংলার শাহবাজ আহমেদ। ৩৪ রান করে মাঠ ছাড়লেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে লড়াই করা ক্লাসেন আউট হওয়ায় তাদের ওপর আরও চাপ বাড়ল।

  • 11 Oct 2022 03:48 PM (IST)

    ২০ ওভার শেষ

    • প্রোটিয়াদের ইনিংসের ২০ ওভার খেলা শেষ।
    • ২০তম ওভারে ৬ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব।
    • শুরুর ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
    • ক্রিজে রয়েছেন হেনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন।
    • হেনরিক ব্যাট করছেন ২৯ বলে ২২ রানে।
    • মার্কো রয়েছেন ১ বলে ১ রানে।
  • 11 Oct 2022 03:46 PM (IST)

    কুলদীপ ফেরালেন আন্দিলেকে

    ছয় নম্বর উইকেট খুইয়ে বসল দক্ষিণ আফ্রিকা। আন্দিলে ফেকলুকায়োর উইকেট তুলে নিলেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।

  • 11 Oct 2022 03:37 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার পঞ্চম উইকেটের পতন

    ডেভিড মিলারের উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। পঞ্চম উইকেট হারাল প্রোটিয়ারা। ৭ রান করে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন মিলার।

  • 11 Oct 2022 03:23 PM (IST)

    মার্করাম আউট

    ১৬তম ওভারে শাহবাজের দাপট

    বাংলার শাহবাজ আহমেদ ভারতকে এনে দিলেন চতুর্থ সাফল্য। ১৬ তম ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামের উইকেট তুলে নিলেন শাহবাজ। মাত্র ৯ রান করে মাঠ ছাড়লেন মার্করাম। ১৬ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নিলেন শাহবাজ।

  • 11 Oct 2022 03:18 PM (IST)

    ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪২/৩

    • দিল্লিতে চলছে ওয়ান ডে সিরিজের নির্ণায়ক ম্যাচ।
    • খেলা বাকি এখনও ৩৫ ওভারের।
    • প্রথম ১৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৪২ রান।
    • ক্রিজে রয়েছেন এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেন।
  • 11 Oct 2022 02:52 PM (IST)

    ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৬/৩

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভারের মধ্যে ২ ওপেনারের উইকেট এবং রিজা হেন্ড্রিক্সের উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়ারা।
    • স্কোরবোর্ডে ২৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
  • 11 Oct 2022 02:51 PM (IST)

    সিরাজের দ্বিতীয় শিকার রিজা

    মহম্মদ সিরাজের শর্ট বলে ফাঁসলেন রিজা হেন্ড্রিক্স। ২১ বল খেলে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলেন রিজা। তৃতীয় উইকেট হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। দশম ওভারের শেষ বলে ভারতকে তৃতীয় সাফল্য দিলেন তারকা পেসার।

  • 11 Oct 2022 02:44 PM (IST)

    মালান ফিরলেন ড্রেসিংরুমে

    অষ্টম ওভারের পঞ্চম বলে মহম্মদ সিরাজ তুলে নিলেন জানেমন মালানের উইকেট। ২৭ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন প্রোটিয়া ওপেনার মালান।

  • 11 Oct 2022 02:19 PM (IST)

    ডি'কক আউট

    ওয়াশিংটন সুন্দর ভারতকে এনে দিলেন প্রথম সাফল্য। কুইন্টন ডি'ককের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওভারের পঞ্চম বলে সুন্দরের পাঠানো বল ডি'ককের ব্যাট ছুয়ে সোজা গিয়ে পড়ে আবেশ খানের হাতে। ৬ রান করে ফিরলেন প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার।

  • 11 Oct 2022 02:07 PM (IST)

    এক সিরিজে তিন ক্যাপ্টেন

    এই প্রথম বার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তিন আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলল দক্ষিণ আফ্রিকা।

    • ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন - তেম্বা বাভুমা।
    • ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন - কেশব মহারাজ।
    • ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন - ডেভিড মিলার।
  • 11 Oct 2022 02:02 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু

    প্রোটিয়াদের ইনিংস শুরু। ওপেনিংয়ে জানেমন মালান ও কুইন্টন ডি'কক।

  • 11 Oct 2022 01:48 PM (IST)

    প্রোটিয়াদের একাদশ

    এক নজরে দেখে নিন দক্ষিণ আফ্রিকার একাদশ: জানেমন মালান, কুইন্টন ডি'কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার (অধিনায়ক), মার্কো জানসেন, আন্দিলে ফেকলুকায়ো, অনরিখ নর্টজে, লুনগি এনগিডি ও বিয়ন ফরচুন।

  • 11 Oct 2022 01:46 PM (IST)

    টিম ইন্ডিয়ার একাদশ

    এক নজরে দেখে নিন ভারতের একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও আবেশ খান।

  • 11 Oct 2022 01:44 PM (IST)

    টস আপডেট

    টসে জিতলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। আজ দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন ডেভিড মিলার।

  • 11 Oct 2022 01:02 PM (IST)

    টসে দেরি

    মাঠ ভেজা থাকার কারণে টসে দেরি। দুপুর ১.৩০ নাগাদ মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা

  • 11 Oct 2022 12:45 PM (IST)

    আজকের ম্যাচে বৃষ্টি কি কাঁটা হতে পারে?

    শহর বদলালেও আবহাওয়ার পরিস্থিতি বদলাচ্ছে না। ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।

    পড়ুন বিস্তারিত - India vs South Africa: সিরিজ নির্ণায়ক ম্যাচে নজরে ভারতের ওপেনিং জুটি

  • 11 Oct 2022 12:41 PM (IST)

    আর কিছুক্ষণ পর শুরু হবে সিরিজ ফয়সলার ম্যাচ

    অরুণ জেটলি স্টেডিয়ামে আর কিছুক্ষণ পর শুরু হবে তৃতীয় ওয়ান ডে তথা, সিরিজের নির্ণায়ক ম্যাচ।

Published On - Oct 11,2022 12:30 PM

Follow Us: