IND vs SA, 4th T20 Highlights: রাজকোটে ডিকে-আবেশ ‘রাজ’, সিরিজে সমতা ফেরাল ভারত

| Edited By: | Updated on: Jun 17, 2022 | 11:01 PM

India vs South Africa 2022, 4th T20 LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) চতুর্থ টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs SA, 4th T20 Highlights: রাজকোটে ডিকে-আবেশ 'রাজ', সিরিজে সমতা ফেরাল ভারত
ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa) চতুর্থ টি-২০ (T20)

রাজকোট: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ভারতের (India) পাঁচ ম্যাচের টি-২০ (T20) সিরিজ এই মুহূর্তে দাঁড়িয়ে ২-২ ফলে। ম্যাচের ফয়সলা হবে রবিরাতে। তবে আজ, শুক্রবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে নেমেছিলেন ঋষভ পন্থরা। টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছিল ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন দীনেশ কার্তিক (৫৫)। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে হার্দিক পান্ডিয়ার ব্যাটে (৪৬)। আজই সিরিজ পকেটে পুরে ফেলার জন্য ম্যাচটা জিততে হত প্রোটিয়াদের। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে আজ কোণঠাসা করে দিলেন আবেশ খান, যুজবেন্দ্র চাহালরা। ১৬.৫ ওভারে ৮৭ রান তুলে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪টি উইকেট তুলে নেন আবেশ খান। ২টি উইকেট যুজবেন্দ্র চাহালের খাতায়। ৮২ রানের বড় ব্যবধানে আজ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত।

Key Events

৮২ রানে জয়ী ভারত

রাজকোটে দীনেশ কার্তিক-আবেশ খান ‘রাজ’ করে গেলেন। আজ রাজকোটে প্রথমে ব্যাটিং করে প্রোটিয়াদের ১৭০ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। ১৬.৫ ওভারেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৮২ রানের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি সিরিজে সমতা ফেরাল ভারত।

সিরিজের ফল আপাতত ২-২

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ভারতের (India) পাঁচ ম্যাচের টি-২০ (T20) সিরিজ এই মুহূর্তে দাঁড়িয়ে ২-২ ফলে। সিরিজের ফয়সলা হবে রবিরাতে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 17 Jun 2022 10:24 PM (IST)

    সিরিজে সমতা ফেরাল ভারত

    ৮২ রানের বড় ব্যবধানে জিতল ভারত। রাজকোটে এই ম্যাচে জেতার ফলে সিরিজে সমতা ফেরালেন পন্থরা।

  • 17 Jun 2022 10:04 PM (IST)

    ডুসেন আউট

    রাসি ভ্যান ডার ডুসেনের উইকেট তুলে নিলেন আবেশ খান। ২০ বলে ২০ রান করে গেলেন ডুসেন।

  • 17 Jun 2022 09:50 PM (IST)

    মিলার আউট

    ডেভিড মিলারের উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। ৯ রান করে সাজঘরে ফিরলেন মিলার।

  • 17 Jun 2022 09:47 PM (IST)

    ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার ৫৮/৩

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ
    • শুরুর ৩ ওভারে ৫৮ রান তুলেছে টিম ইন্ডিয়া
    • ম্যাচ জেতার জন্য ৬০ বলে ১১২ রান তুলতে হবে প্রোটিয়াদের।
  • 17 Jun 2022 09:40 PM (IST)

    ক্লাসেনের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

    যুজবেন্দ্র চাহাল তুলে নিলেন হেনরিক ক্লাসেনের উইকেট। ৮ বলে ৮ রান করে মাঠ ছাড়লেন ক্লাসেন।

  • 17 Jun 2022 09:33 PM (IST)

    ৭ ওভারে প্রোটিয়াদের স্কোর ৩৯/২

    • ৭ ওভারের খেলা শেষ
    • শুরুর ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে প্রোটিয়ারা
    • ক্রিজে রয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন ও হেনরিক ক্লাসেন।
    • ম্যাচ জিততে প্রোটিয়াদের এখনও চাই ৭৮ বলে ১৩১ রান।
  • 17 Jun 2022 09:27 PM (IST)

    প্রিটোরিয়াস আউট

    আবেশ খান তুলে নিলেন প্রোটিয়া তারকা ক্রিকেটার ডোয়েইন প্রিটোরিয়াসের উইকেট।

  • 17 Jun 2022 09:21 PM (IST)

    ডি'কক রান আউট

    ডি'কককে রান আউট করলেন হর্ষল প্যাটেল। ১৪ রান করে মাঠ ছাড়লেন কুইন্টন ডি'কক

  • 17 Jun 2022 09:07 PM (IST)

    ৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২০/০

    ৩ ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২০ রান তুলেছে প্রোটিয়ারা।

  • 17 Jun 2022 08:52 PM (IST)

    রান তাড়া করতে নামলেন প্রোটিয়ারা

    টার্গেট ১৭০। রান তাড়া করতে নেমে পড়লেন কুইন্টন ডি'কক ও ডোয়েইন প্রিটোরিয়াস।

  • 17 Jun 2022 08:42 PM (IST)

    ১৬৯ রানে থামল পন্থের ভারত

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ জেতার জন্য প্রোটিয়াদের তুলতে হবে ১৭০ রান।

  • 17 Jun 2022 08:37 PM (IST)

    কার্তিক আউট

    ২৭ বলে ৫৫ রান করে সাজঘরে ফিরে গেলেন দীনেশ কার্তিক। ছয় নম্বর উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া।

  • 17 Jun 2022 08:36 PM (IST)

    ডিকের হাফসেঞ্চুরি

    ২৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দীনেশ কার্তিক।

  • 17 Jun 2022 08:32 PM (IST)

    হার্দিক আউট

    হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নিলেন লুনগি এনগিডি। ৪৬ রান করে সাজঘরে ফিরে গেলেন হার্দিক।

  • 17 Jun 2022 08:23 PM (IST)

    ১৭ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ১২৪/৪

    • শেষের ৩ ওভারের খেলা বাকি।
    • ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে ভারত।
    • হার্দিক পান্ডিয়া ব্যাট করছেন ৩৯ রানে।
    • দীনেশ কার্তিক ব্যাট করছেন ২৮ রানে।
  • 17 Jun 2022 08:05 PM (IST)

    পন্থ আউট

    কেশব মহারাজ তুলে নিলেন ভারত অধিনায়ক ঋষভ পন্থের উইকেট। ১৭ রান করে মাঠ ছাড়লেন পন্থ।

  • 17 Jun 2022 07:52 PM (IST)

    ১০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৫৬/৩

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ
    • শুরুর ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে টিম ইন্ডিয়া।
    • ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (৯*) ও হার্দিক পান্ডিয়া (৮*)।
  • 17 Jun 2022 07:36 PM (IST)

    ঈশান কিষাণ ফিরলেন সাজঘরে

    ২৭ রান করে সাজঘরে ফিরলেন ঈশান কিষাণ। তৃতীয় উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের তৃতীয় সাফল্য দিলেন অনরিখ নর্টজে।

  • 17 Jun 2022 07:33 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র শেষ ওভারে মাত্র ১ রান দিলেন ডোয়েইন প্রিটোরিয়াস।
    • শুরুর ৬ ওভারের খেলা শেষ।
    • পাওয়ার প্লে-র শেষ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে টিম ইন্ডিয়া।
  • 17 Jun 2022 07:28 PM (IST)

    ৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৩৯/২

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ
    • শুরুর ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে ভারত
    • ৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৩৯/২
    • ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও ঈশান কিষাণ।
  • 17 Jun 2022 07:17 PM (IST)

    ৩ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২৪/২

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ
    • শুরুর ৩ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে ভারত
  • 17 Jun 2022 07:14 PM (IST)

    শ্রেয়স আউট

    শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নিলেন মার্কো জ্যানসেন। শুরুর তিন ওভারের মধ্যে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল ভারত।

  • 17 Jun 2022 07:10 PM (IST)

    ঋতুরাজ আউট

    ঋতুরাজের উইকেট তুলে নিলেন লুনগি এনগিডি। ৭ বলে ৫ রান করে মাঠ ছাড়লেন ঋতু। প্রথম ধাক্কা খেল ভারত।

  • 17 Jun 2022 07:01 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ভারতের হয়ে ইনিংস শুরু করলেন ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কোয়াড়।

  • 17 Jun 2022 06:40 PM (IST)

    দেখে নিন প্রোটিয়াদের প্রথম একাদশ

    দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: কুইন্টন ডি'কক, তেম্বা বাভুমা (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস, মার্কো জ্যানসেন, অনরিখ নর্টজে, লুনগি এনগিডি, কেশব মহারাজ, তাবরাইজ শামসি।

  • 17 Jun 2022 06:38 PM (IST)

    দেখে নিন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশ: ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।

  • 17 Jun 2022 06:31 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।

  • 17 Jun 2022 06:15 PM (IST)

    সিরিজের ফল আপাতত ২-১

    দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ভারতের (India) পাঁচ ম্যাচের টি-২০ (T20) সিরিজ এই মুহূর্তে দাঁড়িয়ে ২-১ ফলে।

  • 17 Jun 2022 06:05 PM (IST)

    চতুর্থ ম্যাচের প্রস্তুতি শেষ মেন ইন ব্লুর

    আর কিছুক্ষণ পর রাজকোটে মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা।

  • 17 Jun 2022 06:01 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ১৮বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১০ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার।

Published On - Jun 17,2022 6:00 PM

Follow Us: