IND Vs SA, T20 World Cup 2022 Highlights: জলে গেল সূর্যের লড়াই, প্রোটিয়াদের বিরুদ্ধে হার ভারতের

| Edited By: | Updated on: Oct 30, 2022 | 8:21 PM

IND Vs SA, T20 World Cup 2022 Live Scores Updates: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND Vs SA, T20 World Cup 2022 Highlights: জলে গেল সূর্যের লড়াই, প্রোটিয়াদের বিরুদ্ধে হার ভারতের
গ্রাফিক্স টিভি৯ বাংলা

পারথ: ব্যর্থ সূর্যকুমার যাদবের লড়াই। পারথের অপ্টাস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে হার ভারতের। প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ফের ব্যর্থ লোকেশ রাহুল। রোহিত-বিরাটরাও দ্রুত ফেরেন। সূর্যকুমার যাদব একাই লড়াই করলেন। ৪০ বলে ৬৮ রান। জয়ের জন্য ১৩৪ রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ফিল্ডিং দুর্বলতা চোখে পড়েছে। সহজ ক্যাচ মিস করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Oct 2022 08:15 PM (IST)

    এক নজরে দক্ষিণ আফ্রিকার ইনিংস

    • ৫ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার
    • ৪৬ বলে সর্বোচ্চ ৬৯ রান ডেভিড মিলারের
    • ৪১ বলে ৫২ রান এইডেন মার্করামের
    • সর্বোচ্চ ২টি উইকেট নিলেন অর্শদীপ সিং
  • 30 Oct 2022 08:05 PM (IST)

    জিতল দক্ষিণ আফ্রিকা

    ৫ উইকেটে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা।  চলতি বিশ্বকাপে প্রথম হার ভারতের।

  • 30 Oct 2022 08:02 PM (IST)

    শেষ ওভারে ৬ রান প্রয়োজন

    শেষ ওভারে ৬ বলে ৬ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার।

  • 30 Oct 2022 07:54 PM (IST)

    আউট স্টাবস

    ১৭.৪ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের শিকার ত্রিস্তান স্টাবস। জয়ের জন্য ১৪ বলে ১২ রান প্রয়োজন।

  • 30 Oct 2022 07:41 PM (IST)

    মার্করাম আউট

    মার্করাম-মিলার জুটি ভাঙলেন হার্দিক। অর্ধশতরান করেই সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ৪১ বলে ৫২ রান। ১৫.৩ ওভারে একশোর রানের গণ্ডি ছুঁল দক্ষিণ আফ্রিকা।

  • 30 Oct 2022 07:38 PM (IST)

    মার্করামের অর্ধশতরান

    মার্করামের অর্ধশতরান। ৩৯ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন।

  • 30 Oct 2022 07:35 PM (IST)

    ডিকের চোট!

    চোট পেয়ে মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক। পরিবর্ত উইকেটকিপার ঋষভ পন্থ।

  • 30 Oct 2022 07:28 PM (IST)

    সহজ ক্যাচ মিস বিরাটের

    এইডেন মার্করামের সহজ ক্যাচ মিস করলেন বিরাট কোহলি। অশ্বিনের বলে ক্যাচ তোলেন মার্করাম। ১২ ওভার শেষ ৩ উইকেটের বিনিময়ে ৬৫ রান বাভুমাদের।

  • 30 Oct 2022 07:13 PM (IST)

    ১০ ওভারের খেলা বাকি

    ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪০ রান দক্ষিণ আফ্রিকার।

  • 30 Oct 2022 06:48 PM (IST)

    বাভুমাকে হারাল প্রোটিয়ারা

    অধিনায়ক তেম্বা বাভুমাকে ফেরালেন মহম্মদ সামি। কার্তিকের দুরন্ত ক্যাচ। পাওয়ার প্লে ওভারে ৩ উইকেট খুইয়ে ২৪ রান দক্ষিণ আফ্রিকার।

  • 30 Oct 2022 06:29 PM (IST)

    আউট…

    দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট। গত ম্যাচে শতরানকারী রাইলি রোসোকে শূন্য রানে ফেরালেন অর্শদীপ। ১.৩ ওভারে ২ উইকেট খুইয়ে ৩ রান দক্ষিণ আফ্রিকার।

  • 30 Oct 2022 06:24 PM (IST)

    অর্শদীপের সাফল্য

    প্রথম সাফল্য ভারতের। ওপেনার কুইন্টন ডি কক’কে ফেরালেন অর্শদীপ সিং। ১.১ ওভারে ১ উইকেট খুইয়ে ৩ রান দক্ষিণ আফ্রিকার।

  • 30 Oct 2022 06:16 PM (IST)

    এক নজরে ভারতের ইনিংস

    • প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান ভারতের
    • সর্বাধিক ৪০ বলে ৬৮ রান সূর্যকুমার যাদবের
    • চারটি উইকেট লুনগি এনগিডির
    • ৩টি উইকেট নেন অনরিখ নর্টজে
  • 30 Oct 2022 06:11 PM (IST)

    ভারতের ইনিংস শেষ

    দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে ছত্রখান ভারত। উজ্জ্বল একমাত্র সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের দুরন্ত পেস আক্রমণ সামলে ১৩৩ রান ভারতের।

  • 30 Oct 2022 06:08 PM (IST)

    রানআউট সামি

    শেষ ওভারের চতুর্থ বলে রান আউট মহম্মদ সামি। ৯ উইকেট হারিয়ে ১৩০ রান ভারতের।

  • 30 Oct 2022 06:06 PM (IST)

    আউট সূর্য

    পার্নেলের বলে মহারাজের হাতে ক্যাচ দিলেন সূর্যকুমার যাদব। ৪০ বলে দুরন্ত ৬৮ রান। সূর্যের ইনিংসে লজ্জার হাত থেকে বাঁচল ভারত।

  • 30 Oct 2022 05:55 PM (IST)

    চেনা ছন্দে সূর্য

    চার, ছক্কায় চেনা ছন্দে সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুটি ম্যাচে অর্ধশতরান করেছিলেন। এদিনও কঠিন মুহূর্তে ভারতের ইনিংসকে টেনে তোলার চেষ্টা। ১৭ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১১৫ রান।

  • 30 Oct 2022 05:48 PM (IST)

    সাজঘরে কার্তিক

    ১৫ বলে ৬ রান করে ওয়েন পার্নেলের বলে আউট দীনেশ কার্তিক। ভারতের ষষ্ঠ উইকেট পড়ল। ১৫.১ ওভারে ১০১ রান ভারতের। ক্রিজে রবিচন্দ্রন অশ্বিন।

  • 30 Oct 2022 05:42 PM (IST)

    অর্ধশতরান সূর্যকুমারের

    চাপের মুখে দুরন্ত অর্ধশতরান সূর্যকুমার যাদবের। ৩০ বলে হাফ সেঞ্চুরি। ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০০ রান ভারতের।

  • 30 Oct 2022 05:21 PM (IST)

    ১০ ওভারের খেলা বাকি

    ১০ ওভার শেষে ভারতের স্কোরবোর্ডে ৬০ রান। হাতে পাঁচটি উইকেট। ক্রিজে সূর্যকুমার যাদব এবং দীনেশ কার্তিক। এই জুটির উপর শেষ ভরসা ভারতীয় সমর্থকদের।

  • 30 Oct 2022 05:14 PM (IST)

    পঞ্চম উইকেট ভারতের

    পাঁচ নম্বর উইকেট হারাল ভারত। এনগিডির বলে পুল মারার চেষ্টা হার্দিকের। বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ রাবাডার। ৩ বলে ২ রান। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই পাঁচটি উইকেট হারাল ভারত।

  • 30 Oct 2022 05:10 PM (IST)

    ফিরলেন হুডা

    আরও একটি উইকেট হারাল ভারত।  অনরিখ নর্টজের বলে শূন্য রানে আউট দীপক হুডা। ৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২ রান ভারতের।

  • 30 Oct 2022 05:04 PM (IST)

    ‘বিরাট’ উইকেট এনগিডির

    ভারতের টপ অর্ডারকে একাই ধ্বংস করলেন লুনগি এনগিডি। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসলেন বিরাট কোহলি। ১১ বলে ১২ রান। ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪১ রান ভারতের। পারথে প্রবল চাপে ভারত।

  • 30 Oct 2022 05:01 PM (IST)

    ক্রিজে সূর-বীর

    ওপেনারদ্বয়কে হারানোর পর দায়িত্ব এখন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের ঘাড়ে। এনগিডির বলে পরপর বাউন্ডারি বিরাটের। নেদারল্যান্ডসের ম্যাচের মতো সূর-বীর জুটির আরও একটি পার্টনারশিপের অপেক্ষায় সমর্থকরা।

  • 30 Oct 2022 04:58 PM (IST)

    ফের ব্যর্থ রাহুল

    অস্ট্রেলিয়ার মাটিতে লোকেশ রাহুলের ব্যর্থতার ধারা বজায় রইল। পারথে ১৪ বলে ৯ রান করে এনগিডির বলে ফিরলেন রাহুল। এক ওভারে দুটি উইকেট হারাল ভারত। চতুর্থ তম ওভারের শেষ বলে ফেরেন রাহুল।

  • 30 Oct 2022 04:53 PM (IST)

    আউট রোহিত

    প্রথম ধাক্কা ভারতের। লুনগি এনগিডির আক্রমণে এসেই ফেরালেন ক্যাপ্টেন রোহিত শর্মাকে (১৫)। কট অ্যান্ড বোল্ড। ৪.২ ওভারে ১ উইকেট খুইয়ে ২৩ রান ভারতের।

  • 30 Oct 2022 04:47 PM (IST)

    সতর্ক ওপেনারদ্বয়

    তাড়াহুড়ো করতে চান না। সতর্ক ব্যাটিং লোকেশ রাহুল ও রোহিত শর্মার। ৩ ওভার শেষে বিনা উইকেটে ভারতের স্কোর ১৪।

  • 30 Oct 2022 04:35 PM (IST)

    মেডেন ওভারে শুরু

    বাঁ হাতি পেসার ওয়েন পার্নেলের ওভারে সতর্ক লোকেশ রাহুল। মেডেন ওভারে শুরু ভারতের ইনিংস।

  • 30 Oct 2022 04:18 PM (IST)

    একটিই পরিবর্তন

    ভারতীয় একাদশে একটিই পরিবর্তন। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের পরিবর্তে দীপক হুডা। প্রোটিয়া দলে বাঁ হাতি ব্যাটারের আধিক্য। দীপক হুডাকে একাদশে নিয়ে ব্যাটিং শক্তিশালী করার পাশাপাশি অফস্পিন বোলিংয়ের আরও একটা বিকল্প খোলা থাকল। দীপক হুডা অফস্পিন করতে পারেন। তাঁকে বোলিং করানো হবে এমনটা প্রত্যাশা করাই যায়।

  • 30 Oct 2022 04:05 PM (IST)

    একাদশ আপডেট

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন।

    দক্ষিণ আফ্রিকা একাদশ: তেম্বা বাভুমা, কুইন্টন ডি’কক, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাইলি রোসো, ত্রিস্তান স্টাবস, কেশব মহারাজ, লুনগি এনগিডি, অনরিখ নর্টজে, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা

Published On - Oct 30,2022 3:31 PM

Follow Us: