India vs South Africa Highlights, 2nd ODI 2022: টেস্টের পর ওয়ান ডে সিরিজেও প্রোটিয়াদের দাপট, এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ মুঠোয় ভরল দঃ আফ্রিকা

| Edited By: | Updated on: Jan 21, 2022 | 10:25 PM

India vs South Africa Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) দ্বিতীয় ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs South Africa Highlights, 2nd ODI 2022: টেস্টের পর ওয়ান ডে সিরিজেও প্রোটিয়াদের দাপট, এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ মুঠোয় ভরল দঃ আফ্রিকা
পার্লে মুখোমুখি লোকেশ রাহুনের ভারত ও তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা

পার্ল: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়ান ডে (ODI) সিরিজ খুইয়ে বসল ভারত (India)। আজ পার্লে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল লোকেশ রাহুল ও তেম্বা বাভুমারা। দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক কেএল রাহুল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে প্রোটিয়াদের প্রয়োজন চিল ২৮৮ রান। ১১ বল বাকি থাকতেই ম্যাচ ও সিরিজ পকেটে পুরে নিল প্রোটিয়ারা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের নামে করলেন বাভুমারা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন জানেমন মালান (৯১)। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে কুইন্টন ডি’ককের (৭৮) ব্যাট থেকে। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৮৫), দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক লোকেশ রাহুলের (৫৫) ব্যাট থেকে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 21 Jan 2022 10:03 PM (IST)

    ২-০ ওয়ান ডে সিরিজ মুঠোয় ভরত দক্ষিণ আফ্রিকা

    দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ জিতে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ মুঠোয় ভরল দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা

  • 21 Jan 2022 09:49 PM (IST)

    ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৭২/৩

    ম্যাচ জিততে প্রোটিয়াদের চাই ৩০ বলে আর মাত্র ১৬ রান।

  • 21 Jan 2022 09:31 PM (IST)

    ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৪৫/৩

    ক্রিজে এইডেন মার্করাম ও রাসি ভ্যান দার ডুসেন।

  • 21 Jan 2022 09:11 PM (IST)

    বাভুমা আউট

    তেম্বা বাভুমার উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। ৩৫ রান করে সাজঘরে ফিরলেন প্রোটিয়া অধিনায়ক

  • 21 Jan 2022 09:06 PM (IST)

    ৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২১৩/২

    ১৫ ওভারের খেলা বাকি। ৩৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৩ রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

  • 21 Jan 2022 09:02 PM (IST)

    বোল্ড আউট মালান

    ৯১ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন জানেমন মালান। বুমরা ভারতকে এনে দিলেন দ্বিতীয় উইকেট। সেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন মালান

  • 21 Jan 2022 08:39 PM (IST)

    বাভুমা-মালানের ৫০ রানের পার্টনারশিপ

    জানেমন মালানের সঙ্গে তেম্বা বাভুমা ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন।

  • 21 Jan 2022 08:18 PM (IST)

    ২৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫৩/১

    ক্রিজে তেম্বা বাভুমা ও জানেমন মালান। ম্যাচ জিততে প্রোটিয়াদের শেষ ২৫ ওভারে তুলতে হবে ১৩৫ রান।

  • 21 Jan 2022 08:07 PM (IST)

    ডি’কক আউট

    কুইন্টন ডি’ককের উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর। প্রথম উইকেট হারাল প্রোটিয়ারা। ৭৮ রান করে সাজঘরে ফিরলেন প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার

  • 21 Jan 2022 08:02 PM (IST)

    মালানের হাফসেঞ্চুরি

    পার্লে প্রোটিয়া ওপেনার জানেমন মালানের হাফসেঞ্চুরি।

  • 21 Jan 2022 07:56 PM (IST)

    ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১২২/০

    এগিয়ে চলেছে প্রোটিয়ারা। ২০ ওভারের খেলা শেষ। এখনও একটিও উইকেট পায়নি ভারত।

  • 21 Jan 2022 07:30 PM (IST)

    ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৯৩/০

    কোনও উইকেট না হারিয়ে এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা। চাপ বাড়ছে ভারতের ওপর। এই পরিস্থিতিতে ম্যাচ জিততে প্রোটিয়াদের চাই ১৯৫ রান।

  • 21 Jan 2022 07:17 PM (IST)

    ডি’ককের হাফসেঞ্চুরি

    পার্লে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’কক হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 21 Jan 2022 07:06 PM (IST)

    ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬৬/০

    উইকেটের খোঁজে ভারত। প্রথম ১০ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ৬৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

  • 21 Jan 2022 06:49 PM (IST)

    ৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৮/০

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ৩৮ রান।

  • 21 Jan 2022 06:30 PM (IST)

    রান তাড়া করতে নামল প্রোটিয়ারা

    টার্গেট ২৮৮। রান তাড়া করতে নামল দক্ষিণ আফ্রিকা। ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি’কক ও জানেমন মালান।

  • 21 Jan 2022 05:58 PM (IST)

    ভারতের ইনিংস শেষ

    নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছে টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে প্রোটিয়াদের চাই ২৮৮ রান। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৮৫), দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক লোকেশ রাহুলের (৫৫) ব্যাট থেকে।

  • 21 Jan 2022 05:38 PM (IST)

    ২৫০ রানে পৌঁছল টিম ইন্ডিয়া

    ক্রিজে শার্দূল-অশ্বিন। দলগত ২৫০ রান পূর্ণ করল টিম ইন্ডিয়া।

  • 21 Jan 2022 05:30 PM (IST)

    ভেঙ্কটেশের উইকেট হারাল ভারত

    ২২ রান করে সাজঘরে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার। ছ নম্বর উইকেট হারাল ভারত।

  • 21 Jan 2022 05:11 PM (IST)

    ৪০ ওভারে ভারত ২১৭/৫

    ক্রিজে ভেঙ্কটেশ আইয়ার ও শার্দূল ঠাকুর। ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২১৭ রান।

  • 21 Jan 2022 04:56 PM (IST)

    শ্রেয়স আউট

    ১১ রান করে সাজঘরে ফিরলেন শ্রেয়স আইয়ার। তাবরাইজ সামসি প্রোটিয়াদের এনে দিলেন পঞ্চম উইকেট।

  • 21 Jan 2022 04:50 PM (IST)

    ভারতের ২০০ রান

    ক্রিজে শ্রেয়স-ভেঙ্কটেশ। ফ্রি হিটকে কাজে লাগালেন ভেঙ্কি। ৩৫.৬ ওভারে ছয় মারলেন তিনি। দলগত ২০০ রান পূর্ণ করল ভারত।

  • 21 Jan 2022 04:45 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ১৯১/৪

    ক্রিজে দুই আইয়ার। ভেঙ্কটেশ ও শ্রেয়স। ৩৫ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৯১।

  • 21 Jan 2022 04:34 PM (IST)

    পন্থ আউট

    তাবরাইজ সামসির বলে আউট হলেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেট হারাল ভারত। ৮৫ রান করে সাজঘরে ফিরলেন পন্থ।

  • 21 Jan 2022 04:28 PM (IST)

    লোকেশ রাহুল আউট

    মাগালা ফেরালেন ভারত অধিনায়ককে। ৫৫ রান করে সাজঘরে ফিরলেন লোকেশ রাহুল।

  • 21 Jan 2022 04:17 PM (IST)

    ৩০ ওভারে ভারত ১৭১/২

    বিরাট-শিখরের উইকেট হারিয়ে ফেলার পর, ম্যাচের হাল ধরেন লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার স্কোর ১৭১

  • 21 Jan 2022 04:10 PM (IST)

    রাহুলের হাফসেঞ্চুরি

    পার্লে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক কেএল রাহুল

  • 21 Jan 2022 04:10 PM (IST)

    পন্থ-রাহুলের শতরানের পার্টনারশিপ

    পার্লে দ্বিতীয় ওয়ান ডে-তে শতরানের পার্টনারশিপ পূর্ণ করলেন পন্থ-রাহুল।

  • 21 Jan 2022 03:53 PM (IST)

    ২৫ ওভারে ভারত ১৪১/২

    ২ উইকেট হারিয়ে পন্থ-রাহুল জুটিতে এগিয়ে চলেছে ভারত। ২৫ ওভারে ভারতের স্কোর ১৪১।

  • 21 Jan 2022 03:50 PM (IST)

    পন্থের হাফসেঞ্চুরি

    পার্লে দ্বিতীয় ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ঋষভ পন্থ।

    বিদেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে এই প্রথম হাফসেঞ্চুরি করলেন পন্থ।

  • 21 Jan 2022 03:39 PM (IST)

    পন্থ-রাহুলের ৫০ রানের পার্টনারশিপ

    ২ উইকেট হারানোর পর পন্থ ও রাহুল ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন। ৫৬ বলে ৫১ রান করেছেন এই জুটি।

  • 21 Jan 2022 03:30 PM (IST)

    ২০ ওভারে ভারত ১০৮/২

    ক্রিজে লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। ২০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১০৮

  • 21 Jan 2022 03:26 PM (IST)

    ভারতের দলগত শতরান

    ১৯.১ ওভারে টিম ইন্ডিয়া দলগত শতরান পূর্ণ করল।

  • 21 Jan 2022 03:09 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৭০/২

    ক্রিজে কেএল রাহুল ও ঋষভ পন্থ। ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৭০ রান

  • 21 Jan 2022 03:00 PM (IST)

    বিরাট আউট

    কেশব মহারাজ ফেরালেন বিরাট কোহলিকে। কোনও রান না করেই সাজঘরে ফিরলেন কোহলি।

  • 21 Jan 2022 02:55 PM (IST)

    ধাওয়ান আউট

    ২৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শিখর ধাওয়ান। এইডেন মার্করাম তুলে নিলেন ভারতের প্রথম উইকেট।

  • 21 Jan 2022 02:48 PM (IST)

    ১০ ওভারে ভারত ৫৭/০

    ক্রিজে রাহুল ও ধাওয়ান। প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ৫৭ রান।

  • 21 Jan 2022 02:43 PM (IST)

    ভারতের ৫০ রান

    ৮.২ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 21 Jan 2022 02:25 PM (IST)

    ৫ ওভারে ভারত ৩৩/০

    ক্রিজে লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৩৩ রান।

  • 21 Jan 2022 02:02 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও শিখর ধাওয়ান।

  • 21 Jan 2022 01:38 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    অপরিবর্তিত প্রথম একাদশ নিয়েই দ্বিতীয় ওয়ান ডে-তে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

    দেখুন ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন,  শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরা এবং যুজবেন্দ্র চাহাল।

  • 21 Jan 2022 01:37 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

    প্রোটিয়াদের প্রথম একাদশে একটি পরিবর্তন। মার্কো জেনসেনের বদলে সিসান্ডা মাগালা খেলবেন ভারতের বিরুদ্ধে।

  • 21 Jan 2022 01:36 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ভারত।

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক কেএল রাহুল

  • 21 Jan 2022 01:15 PM (IST)

    টিম টকের মুহূর্ত

    পার্লে দ্বিতীয় ওয়ান ডে শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার টিম টক।

  • 21 Jan 2022 01:06 PM (IST)

    আর কিছুক্ষণ পর শুরু হতে চলেছে দ্বিতীয় ওয়ান ডে

    পার্লে আর কিছুক্ষণ পর শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ।

Published On - Jan 21,2022 1:04 PM

Follow Us: