India vs South Africa Highlights, 3rd ODI 2022: প্রোটিয়াদের কাছে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হল ভারত

| Edited By: | Updated on: Jan 23, 2022 | 10:26 PM

India vs South Africa Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) তৃতীয় ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs South Africa Highlights, 3rd ODI 2022: প্রোটিয়াদের কাছে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হল ভারত
সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে হারার পর, এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজও হেরে গিয়েছিল ভারত (India)। শেষ ম্যাচেও হেরে গিয়ে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক কেএল রাহুল। প্রথমে ব্যাটিং করে ৪৯.৫ ওভারে অল আউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৮৭ রান তুলেছে প্রোটিয়ারা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিততে হলে ভারতকে তুলতে হবে ২৮৮ রান। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেছেন উইকেটকিপার-ব্য়াটার কুইন্টন ডি’কক (১৩০ বলে ১২৪), দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে রসি ভ্যান দার ডুসেনের (৫২) ব্যাট থেকে। দুটি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা ও দীপক চাহার। ৩টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। ১টি উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল।

প্রোটিয়া সফর থেকে এমনিতেই খালি হাতে ফিরতে হচ্ছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু তার সঙ্গে জুড়ে গেল হোয়াইটওয়াশের লজ্জাও। ২৮৮ রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেল ভারত। ৪ রানে ম্যাচ ও সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 23 Jan 2022 10:21 PM (IST)

    ৩-০ সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

    টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারের পর, ওয়ান ডে সিরিজে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া।

  • 23 Jan 2022 10:18 PM (IST)

    বাকি মাত্র ১ ওভার

    শেষ ওভারে ভারতের চাই ৬ রান। দক্ষিণ আফ্রিকার চাই এক উইকেট।

  • 23 Jan 2022 10:15 PM (IST)

    বুমরা আউট

    শেষ বেলার বুমরার উইকেট হারাল ভারত। ম্যাচ জিততে ভারতের এখনও চাই ৭ রান।

  • 23 Jan 2022 10:09 PM (IST)

    দীপক চাহার আউট

    ৫৪ রান করে সাজঘরে ফিরলেন দীপক চাহার।

  • 23 Jan 2022 10:07 PM (IST)

    শেষ ৩ ওভার বাকি

    ৪৭ ওভারের খেলা শেষ। বাকি ৩ ওভারে ভারতকে তুলতে হবে ১০ রান

  • 23 Jan 2022 10:04 PM (IST)

    দীপকের হাফসেঞ্চুরি

    চাপের মুখে থাকা দলকে এগিয়ে নিয়ে যাওয়া দীপক চাহার হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন।

  • 23 Jan 2022 09:53 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ২৫৩/৭

    খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে ভারতের চাই ৩০ বলে ৩৫ রান

  • 23 Jan 2022 09:40 PM (IST)

    জয়ন্ত আউট

    জয়ন্ত যাদবের উইকেট তুলে নিলেন লুনগি এনগিডি। সাত নম্বর উইকেট হারাল ভারত।

  • 23 Jan 2022 09:28 PM (IST)

    ৪০ ওভারে ভারত ২১০/৬

    খেলা বাকি ১০ ওভারের। শেষ ১০ ওভারে ভারতের চাই ৭৮ রান।

  • 23 Jan 2022 09:26 PM (IST)

    সূর্যকুমার আউট

    সূর্যকুমার যাদবের উইকেট তুলে নিলেন ডোয়ের প্রিটোরিয়াস। ছ'নম্বর উইকেট হারাল ভারত। ৩৯ রান করে সাজঘরে ফিরলেন সূর্যকুমার

  • 23 Jan 2022 09:11 PM (IST)

    শ্রেয়স আউট

    শ্রেয়স আইয়ারের উইকেট হারাল টিম ইন্ডিয়া। মাগালা ফেরালেন শ্রেয়সকে। ২৬ রান করে মাঠ ছাড়লেন শ্রেয়স।

  • 23 Jan 2022 09:02 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ১৮০/৪

    ক্রিজে সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার। ১৫ ওভারের খেলা বাকি। ম্যাচ জিততে ভারতের এখনও চাই ১০৮ রান

  • 23 Jan 2022 08:44 PM (IST)

    বিরাট আউট

    কেশব মহারাজ তুলে নিলেন বিরাট কোহলির উইকেট। ৬৫ রান করে সাজঘরে ফিরলেন বিরাট

  • 23 Jan 2022 08:31 PM (IST)

    ভামিকাকে হাফসেঞ্চুরি উৎসর্গ করলেন কোহলি, নেট দুনিয়ার ভাইরাল হল ভামিকার প্রথম ছবি

  • 23 Jan 2022 08:30 PM (IST)

    ২৫ ওভারে ভারত ১২৭/৩

    খেলা বাকি ২৫ ওভারের। প্রথম ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে ভারত।

  • 23 Jan 2022 08:27 PM (IST)

    বিরাটের হাফসেঞ্চুরি

    কেপ টাউনে সিরিজের তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি।

  • 23 Jan 2022 08:14 PM (IST)

    পন্থ আউট

    শিখর ধাওয়ানের পর ঋষভ পন্থের উইকেট হারাল ভারত। এক ওভারে জোড়া ধাক্কা খেল ভারত।

  • 23 Jan 2022 08:10 PM (IST)

    ধাওয়ান আউট

    ৬১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শিখর ধাওয়ান। দ্বিতীয় উইকেট হারাল ভারত।

  • 23 Jan 2022 08:00 PM (IST)

    ২০ ওভারে ভারত ১০৭/১

    ৩০ ওভারের খেলা বাকি। প্রথম ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১০৭ রান। ম্যাচ জিততে ভারতের এখনও প্রয়োজন ১৮১ রান

  • 23 Jan 2022 07:55 PM (IST)

    ভারতের শতরান

    ১৮.৪ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল

  • 23 Jan 2022 07:52 PM (IST)

    শিখরের হাফসেঞ্চুরি

    কেপটাউনে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শিখর ধাওয়ান।

  • 23 Jan 2022 07:39 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৭৫/১

    কেএল রাহুলের উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত।

    শিখর ধাওয়ান ব্যাট করছেন ৪২ রানে এবং বিরাট কোহলি রয়েছেন ২১ রানে।

  • 23 Jan 2022 07:18 PM (IST)

    ১০ ওভারে ভারত ৫০/১

    স্কোরবোর্ডে ৫০ রান তুলল টিম ইন্ডিয়া। ক্রিজে কোহলি-ধাওয়ান। ১ উইকেট হারিয়ে ১০ ওভারে ৫০ রান তুলেছে ভারত।

  • 23 Jan 2022 07:00 PM (IST)

    ৫ ওভারে ভারত ২৪/১

    ক্রিজে বিরাট-শিখর। প্রথম ৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে ভারত।

  • 23 Jan 2022 06:54 PM (IST)

    কেএল রাহুল আউট

    লোকেশ রাহুলের উইকেট হারাল টিম ইন্ডিয়া। ৯ রান করে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক। লুনগি এনগিডি প্রোটিয়াদের এনে দিলেন প্রথম সাফল্য।

  • 23 Jan 2022 06:38 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    রান তাড়া করতে নামল ভারত। ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও শিখর ধাওয়ান।

  • 23 Jan 2022 06:06 PM (IST)

    ম্যাচ জিততে ভারতের চাই ২৮৮ রান

    নির্ধারিত ৫০ ওভারের একটি বল বাকি থাকতেই অল আউট হয় প্রোটিয়ারা। ২৮৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচে জিততে ভারতের চাই ২৮৮ রান

  • 23 Jan 2022 06:04 PM (IST)

    মাগালা আউট

    প্রসিধ কৃষ্ণা ফেরালেন সিসান্ডা মাগালাকে।

  • 23 Jan 2022 06:01 PM (IST)

    ডেভিড মিলার আউট

    প্রসিধ কৃষ্ণা ফেরালেন ডেভিড মিলারকে। ৩৯ রান করে মিলার ফিরলেন সাজঘরে।

  • 23 Jan 2022 05:58 PM (IST)

    মহারাজ আউট

    পরপর উইকেট হারাল প্রোটিয়ারা। ডোয়েন প্রিটোরিয়াসের পর কেশব মহারাজ আউট। বুমরা ফেরালেন মহারাজকে।

  • 23 Jan 2022 05:50 PM (IST)

    প্রিটোরিয়াস আউট

    ২০ রান করে সাজঘরে ফিরলেন ডোয়েন প্রিটোরিয়াস। প্রসিধ কৃষ্ণার বলে আউট প্রিটোরিয়াস।

  • 23 Jan 2022 05:37 PM (IST)

    ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৫৭/৬

    খেলা বাকি ৫ ওভারের। ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে প্রোটিয়ারা।

  • 23 Jan 2022 05:20 PM (IST)

    আন্দিলে আউট

    রান আউট হলেন আন্দিলে। ছ নম্বর উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

  • 23 Jan 2022 05:14 PM (IST)

    ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকা ২২৮/৫

    খেলা বাকি ১০ ওভারের। ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ২২৮ রান।

  • 23 Jan 2022 05:03 PM (IST)

    ডুসেন আউট

    রসি ভ্যান দার ডুসেনকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। পঞ্চম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ৫২ রান করে সাজঘরে ফিরলেন ডুসেন।

  • 23 Jan 2022 04:52 PM (IST)

    ডি'কক আউট

    ডি'কককে ফেরালেন জশপ্রীত বুমরা। চতুর্থ উইকেট হারাল ভারত। ১২৪ রান করে সাজঘরে ফিরলেন প্রোটিয়া উইকেটকিপার

  • 23 Jan 2022 04:49 PM (IST)

    ৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২১২/৩

    দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে প্রোটিয়ারা।

  • 23 Jan 2022 04:46 PM (IST)

    ডুসেনের হাফসেঞ্চুরি

    কেপটাউনে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রসি ভ্যান দার ডুসেন

  • 23 Jan 2022 04:27 PM (IST)

    ডি'ককের সেঞ্চুরি

    কেপ টাউনে ওয়ান ডে সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরি পূর্ণ করে ফেললে প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দিক থেকে জ্যাক কালিসকে ছুঁয়ে ফেললেন ডি'কক।

  • 23 Jan 2022 04:21 PM (IST)

    ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৭০/৩

    সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন ডি'কক। ৩০ ওভারে প্রোটিয়াদের স্কোর ৩ উইকেটে ১৭০।

  • 23 Jan 2022 04:02 PM (IST)

    ওমিক্রন ভারতে গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করেছে, চিন্তা বাড়াচ্ছে মেট্রোগুলি, দাবি INSACOG-এর

    দেশে ওমিক্রন এখন গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে আছে। জানিয়ে দিল ইন্ডিয়ান সার্স-কোভিড-২ জেনোমিক কনসর্টিয়াম (INSACOG) বুলেটিনে একথা জানিয়েছে। কিছু কিছু মেট্রো শহরে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ প্রকট হয়েছে। শহরগুলিতে ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমণ। ইন্ডিয়ান সার্স-কোভিড-২ জেনোমিক কনসর্টিয়াম (INSACOG) জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায়, ওমিক্রনের সংক্রামক সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ লিনিয়েজ (BA.2 lineage) পাওয়া গিয়েছে। ইন্ডিয়ান সার্স-কোভিড-২ জেনোমিক কনসর্টিয়াম সারা দেশে করোনাভাইরাসের বিভিন্ন ভ্য়ারিয়েন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। করোনা ভাইরাস কীভাবে ছড়িয়ে পড়ে এবং বিকশিত হয় এর ফলে জনগণের স্বাস্থ্যে কী প্রভাব ফেলতে পারে তা বুঝতে সাহায্য করে।

    বিস্তারিত পড়ুন : Omicron Community Spreading : ওমিক্রন ভারতে গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করেছে, চিন্তা বাড়াচ্ছে মেট্রোগুলি, দাবি INSACOG-এর

  • 23 Jan 2022 04:00 PM (IST)

    ২৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৩৯/৩

    ডি'কক-ডুসেন জুটিতে এগিয়ে চলেছে প্রোটিয়ারা।

  • 23 Jan 2022 03:43 PM (IST)

    ২০ ওভারে প্রোটিয়ারা ১০৩/৩

    শতরানের গণ্ডি পেরিয়ে এগিয়ে চলেছে প্রোটিয়ারা। ক্রিজে উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি'কক ও রসি ভ্যান দার ডুসেন।

  • 23 Jan 2022 03:36 PM (IST)

    ডি'ককের হাফসেঞ্চুরি

    কেপ টাউনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কুইন্টন ডি'কক।

  • 23 Jan 2022 03:22 PM (IST)

    ১৫ ওভারে প্রোটিয়ারা ৭৯/৩

    ৩ উইকেট হারিয়ে ১৫ ওভারে প্রোটিয়ারা তুলেছে ৭৯ রান

  • 23 Jan 2022 03:07 PM (IST)

    মার্করাম আউট

    তৃতীয় উইকেট হারাল প্রোটিয়ারা। ১৫ রান করে সাজঘরে ফিরলেন এইডেন মার্করাম। দীপক চাহার ভারতে এনে দিলেন তৃতীয় সাফল্য।

  • 23 Jan 2022 02:52 PM (IST)

    ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫৩/২

    ক্রিজে ডি'কক-মার্করাম।

  • 23 Jan 2022 02:35 PM (IST)

    ক্যাপ্টেন বাভুমা রান আউট

    দ্বিতীয় উইকেট হারাল প্রোটিয়ারা। রান আউট হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।

  • 23 Jan 2022 02:26 PM (IST)

    ৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩১/১

    ক্রিজে কুইন্টন ডি'কক ও তেম্বা বাভুমা। প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ৩১ রান।

  • 23 Jan 2022 02:14 PM (IST)

    জানেমন মালান আউট

    প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ওপেনার জানেমন মালানের উইকেট তুলে নিলেন দীপক চাহার। ১ রান করে মাঠ ছাড়লেন মালান

  • 23 Jan 2022 02:03 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি'কক ও জানেমন মালান।

  • 23 Jan 2022 01:50 PM (IST)

    প্রোটিয়াদের প্রথম একাদশ

    তাবরাইজ শামসির জায়গায় ডোয়েন প্রিটোরিয়াস এসেছেন প্রোটিয়াদের প্রথম একাদশে।

    এক নজরে দেখুন প্রোটিয়াদের প্রথম একাদশ--

  • 23 Jan 2022 01:40 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশে চার পরিবর্তন।

    এক নজরে দেখুন ভারতের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, দীপক চাহার, জয়ন্ত যাদব, জশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণা।

  • 23 Jan 2022 01:35 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ভারত। টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক কেএল রাহুল।

  • 23 Jan 2022 01:15 PM (IST)

    টিম টকের মুহূর্ত

    টেস্ট ও ওয়ান ডে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। শেষ ম্যাচ জিতে দেশে ফেরাই লক্ষ্য ভারতের।

  • 23 Jan 2022 01:08 PM (IST)

    আজ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ

    কেপ টাউনে আর কিছুক্ষণ পর শুরু হবে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ।

Published On - Jan 23,2022 1:00 PM

Follow Us: