IND vs SL 1st Test Day 1 Highlights: পন্থের ব্যাটে ভর করে প্রথম দিনের শেষে ৩৫৭/৬ রানে থামল ভারত

| Edited By: | Updated on: Mar 04, 2022 | 5:18 PM

India vs Sri Lanka 1st Test Day 1 Live Score: মোহালিতে প্রথম টেস্টে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা।

IND vs SL 1st Test Day 1 Highlights: পন্থের ব্যাটে ভর করে প্রথম দিনের শেষে ৩৫৭/৬ রানে থামল ভারত
মোহালিতে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

মোহালি: আজ থেকে মোহালিতে শুরু ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলেছে ভারত। সেঞ্চুরি হাতছাড়া করেছেন পন্থ। হাফসেঞ্চুরি হাতছাড়া করেছেন কোহলি। টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে, তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে মেন ইন ব্লু। টেস্টে প্রথম বার ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নামলেন হিটম্যান। পাশাপাশি আজ বিরাট কোহলি তাঁর কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলবেন। লঙ্কানদের বিরুদ্ধে শেষ হওয়া টি-২০ ম্যাচে কোহলি বিশ্রামে ছিলেন। মোহালি টেস্টে নেই চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেরা। তাঁদের বদলে শ্রেয়স আইয়ারদের সামনে সুবর্ণ সুযোগ থাকছে নিজেদের প্রমাণ করার।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা ৪৪ টি টেস্টে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ২০ বার। শ্রীলঙ্কা জিতেছে ৭ বার এবং ম্যাচ ড্র হয়েছে ১৭ বার। এ ছাড়া ভারতের মাটিতে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। তার মধ্যে ১১ বার জিতেছে ভারত এবং ৯ বার ম্যাচ ড্র হয়েছে। ফলে ভারতের মাটিতে ভারতকে এক বারও টেস্টে হারাতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা।

Key Events

এক নজরে প্রথম দিনের শেষে ভারতের স্কোর

টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ৮৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রানে থেমেছে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৯৬), হনুমা বিহারি (৫৮), বিরাট কোহলি (৪৫)। মোহালি টেস্টের প্রথম দিনের শেষে ১০ রানে অপরাজিত রয়েছেন অশ্বিন ও ৪৫ রানে অপরাজিত রয়েছেন জাডেজা।

সেঞ্চুরি হাতছাড়া পন্থের

বিরাট কোহলির শততম টেস্টে প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছেড়েছিলেন। তবে ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ সেঞ্চুরির আশা দেখিয়েছিলেন। তবে ৯৬ রানের মাথায় সুরাঙ্গা লকমলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়লেন পন্থ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 04 Mar 2022 05:03 PM (IST)

    প্রথম দিনের খেলা শেষ

    মোহালি টেস্টের প্রথম দিনের খেলা শেষ। ৬ উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে ৩৫৭ রানে থামল ভারত।

    টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ৮৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রানে থেমেছে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৯৬), হনুমা বিহারি (৫৮), বিরাট কোহলি (৪৫)। মোহালি টেস্টের প্রথম দিনের শেষে ১০ রানে অপরাজিত রয়েছেন অশ্বিন ও ৪৫ রানে অপরাজিত রয়েছেন জাডেজা।

  • 04 Mar 2022 04:42 PM (IST)

    সেঞ্চুরি হাতছাড়া পন্থের

    ৯৬ রানের মাথায় উইকেট দিয়ে বসলেন ঋষভ পন্থ। সুরাঙ্গা লকমল ফেরালেন পন্থকে।

  • 04 Mar 2022 04:34 PM (IST)

    ৮০ ওভারে ভারত ৩৩০/৫

    সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন পন্থ। ৮০ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ৩৩০।

  • 04 Mar 2022 04:12 PM (IST)

    ভারতের ৩০০ রান

    ৭৬.৩ ওভারে পন্থ-জাডেজা জুটিতে স্কোরবোর্ডে ৩০০ রান টপকে গেল টিম ইন্ডিয়া।

  • 04 Mar 2022 03:59 PM (IST)

    পন্থের হাফসেঞ্চুরি

    মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।

  • 04 Mar 2022 03:42 PM (IST)

    ৭০ ওভারে ভারত ২৫৬/৫

    ৭০ ওভারের খেলা শেষ। ৫ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলেছে টিম ইন্ডিয়া।

    জাডেজা ব্যাট করছেন ১১ রানে। পন্থ রয়েছেন ৪৪ রানে।

  • 04 Mar 2022 03:23 PM (IST)

    ৬৫ ওভারে ভারত ২৪১/৫

    ক্রিজে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা। ৬৫ ওভারে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২৪১ রান।

  • 04 Mar 2022 03:10 PM (IST)

    শ্রেয়স আউট

    ২৭ রান করে ধনঞ্জয় ডি সিলভার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন শ্রেয়স আইয়ার। পঞ্চম উইকেট হারাল ভারত।

  • 04 Mar 2022 03:01 PM (IST)

    ৬০ ওভারে ভারত ২২৪/৪

    ৬০ ওভারের খেলা শেষ। ঋষভ-শ্রেয়সে ভর করে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। ৬০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২৪ রান তুলেছে টিম ইন্ডিয়া।

  • 04 Mar 2022 02:39 PM (IST)

    ৫৫ ওভারে ভারত ২০৪/৪

    তৃতীয় সেশনের খেলা শুরু হয়েছে। ৫৫ ওভারে ৪ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২০৪ রান।

  • 04 Mar 2022 02:30 PM (IST)

    তৃতীয় সেশনের খেলা শুরু

    চা বিরতির পর ফের শুরু হল প্রথম দিনের খেলা।

  • 04 Mar 2022 02:17 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ১৯৯। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার।

    এক নজরে প্রথম দিনের দ্বিতীয় সেশনে টিম ইন্ডিয়া- লাঞ্চ বিরতির পর ১০৯/২ রানে খেলা শুরু করে ভারত। দ্বিতীয় সেশনে ২টি উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট-বিহারি জুটিতে মিলে ৯০ রান তোলে স্কোরবোর্ডে। ৪৫ রানের মাথায় লাসিথ এম্বুলডেনিয়া ফেরান বিরাট কোহলিকে। এর পর মাঠে আসেন ঋষভ পন্থ। বিহারি-পন্থ জুটি জমাট হয়ে উঠতে পারেনি। ৫৮ রান করে বিষ্ণু ফের্নান্ডোর বলে আউট হন হনুমা বিহারি। এর পর ক্রিজে আসন শ্রেয়স আইয়ার। চা বিরতির আগে পর্যন্ত পন্থ-আইয়ার জুটিতে তোলে রান। চা বিরতিতে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (১২*) ও শ্রেয়স আইয়ার (১৪*)।

  • 04 Mar 2022 01:41 PM (IST)

    বিহারি আউট

    হনুমা বিহারির উইকেট তুলে নিলেন বিশ্ব ফের্নান্ডো। চতুর্থ উইকেট হারাল ভারত।

  • 04 Mar 2022 01:37 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ১৭৩/৩

    ৪৫ ওভারের খেলা শেষ। দ্বিতীয় সেশনের খেলা চলাকালীন কোহলির উইকেট হারিয়েছে ভারত। ৪৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৭৩।

  • 04 Mar 2022 01:28 PM (IST)

    বিরাট আউট

    মোহালিতে শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। ৪৫ রানের মাথায় এম্বুলডেনিয়ার বলে আউট হলেন ভিকে।

  • 04 Mar 2022 01:08 PM (IST)

    ৪০ ওভারে ভারত ১৬০/২

    টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি-বিহারি জুটি। ৪০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৬০।

    বিহারি ৫৩*, বিরাট ৩৯*

  • 04 Mar 2022 12:53 PM (IST)

    হাফসেঞ্চুরি হনুমার

    মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন হনুমা বিহারি।

  • 04 Mar 2022 12:46 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ১৪৩/২

    লঙ্কান বোলারদের সামলে এগিয়ে চলেছেন বিরাট-বিহারি। ৩৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৪৩।

  • 04 Mar 2022 12:33 PM (IST)

    বিরাট-বিহারির ৫০ রানের পার্টনারশিপ

    বিরাট কোহলি ও হনুমা বিহারির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।

  • 04 Mar 2022 12:28 PM (IST)

    ৩০ ওভারে ভারত ১২৪/২

    দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৩০ ওভারে টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে তুলেছে ১২৪ রান।

  • 04 Mar 2022 12:12 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    লাঞ্চ বিরতির পর পুনরায় খেলা শুরু হল।

  • 04 Mar 2022 11:35 AM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ১০৯। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও হনুমা বিহারি। বিরাট ব্যাট করছেন ১৫ রানে ও বিহারি রয়েছেন ৩০ রানে।

    এক নজরে প্রথম দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়া- রোহিত-মায়াঙ্কের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৫২ রান তুলেছিল। এরপর লাহিরু কুমারা প্রথম সাফল্য এনে দেন শ্রীলঙ্কাকে। ভারত অধিনায়ককে তিনি ফেরান ২৯ রানের মাথায়। এর পর তিন নম্বরে নামেন হনুমা বিহারি। তাঁর সঙ্গে জুটিতে মায়াঙ্ক তোলেন ২৮ রান। ১৮.৩ ওভারে দ্বিতীয় ধাক্কা খায় ভারত। লাসিথ এম্বুলডেনিয়া ফেরান মায়াঙ্ককে। ৪৯ বল খেলে ৩৩ রান করে মাঠ ছাড়েন মায়াঙ্ক। এরপর শততম টেস্ট খেলতে চার নম্বরে নামেন বিরাট কোহলি। লাঞ্চ বিরতি অবধি বিরাট-বিহারি জুটিতে তুলেছে ২৯ রান।

  • 04 Mar 2022 11:28 AM (IST)

    ২৫ ওভারে ভারত ১০৫/২

    ২৫ ওভারের খেলা শেষ। ২ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে রোহিত শর্মার ভারত।

    ক্রিজে বিরাট (১২*) ও বিহারি (২৯*)

  • 04 Mar 2022 11:21 AM (IST)

    ভারতের শতরান

    ২২.১ ওভারে টিম ইন্ডিয়া দলগত শতরান পূর্ণ করল

  • 04 Mar 2022 11:10 AM (IST)

    ২০ ওভারে ভারত ৯১/২

    ক্রিজে বিরাট-হনুমা। ২০ ওভারের মধ্যে ২ ওপেনার ফিরেছেন সাজঘরে। ২০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেট ৯১।

  • 04 Mar 2022 11:06 AM (IST)

    মায়াঙ্ক আউট

    মায়াঙ্কের উইকেট তুলে নিলেন এম্বুলডেনিয়া। ৩৩ রান করে মাঠ ছাড়লেন ভারতীয় ওপেনার। দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল ভারত।

  • 04 Mar 2022 10:48 AM (IST)

    ১৫ ওভারে ভারত ৭৫/১

    প্রথম ১৫ ওভারের খেলা শেষ। ১ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে ভারত।

    মায়াঙ্ক ৩২*, হনুমা ১২*

  • 04 Mar 2022 10:26 AM (IST)

    ১০ ওভারে ভারত ৫৩/১

    প্রথম ১০ ওভারের মধ্যে রোহিতের উইকেট হারিয়ে ফেলল ভারত। ১০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৫৩

  • 04 Mar 2022 10:22 AM (IST)

    রোহিত আউট

    টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের উইকেট তুলে নিলেন লাহিরু কুমারা। প্রথম উইকেট হারাল ভারত। ২৯ রান করে মাঠ ছাড়লেন রোহিত।

  • 04 Mar 2022 10:19 AM (IST)

    ভারতের ৫০ রান

    ৯.৩ ওভারে স্কোরবোর্ডে ভারত ৫০ রানের গণ্ডি পেরোল। একই সঙ্গে রোহিত-মায়াঙ্ক জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল

  • 04 Mar 2022 10:00 AM (IST)

    দ্রাবিড়ের হাত থেকে ১০০তম টেস্ট ক্যাপ পেলেন কোহলি

    টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ১০০তম টেস্ট ম্যাচের জন্য ক্যাপ পেলেন কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে।

  • 04 Mar 2022 09:56 AM (IST)

    ৫ ওভারে ভারত ২৩/০

    ৫ ওভারে মায়াঙ্ক-রোহিত জুটি তুলেছে ২৩ রান।

    মায়াঙ্ক ব্যাট করছেন ১৩ রানে, রোহিত রয়েছেন ৯ রানে

  • 04 Mar 2022 09:44 AM (IST)

    ৩ ওভারে ভারত ৫/০

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ভারতের ওপেনিং জুটি তুলেছে ৫ রান।

    এখনও খাতা খুলতে পারেননি মায়াঙ্ক। রোহিতের ব্যাট থেকে এসেছে ৫ রান

  • 04 Mar 2022 09:33 AM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 04 Mar 2022 09:25 AM (IST)

    শ্রীলঙ্কার প্রথম একাদশ

    দেখে নিন লঙ্কানদের প্রথম একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরুমানে, পথুম নিসঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, নিরোশান ডিকওয়েলা, সুরাঙ্গা লাকমল, লাসিথ এম্বুলডেনিয়া, লাহিরু কুমারা এবং বিশ্ব ফের্নান্ডো।

  • 04 Mar 2022 09:20 AM (IST)

    ভারতের প্রথম একাদশ

    দেখুন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, জশপ্রীত বুমরা ও জয়ন্ত যাদব।

  • 04 Mar 2022 09:05 AM (IST)

    টস আপডেট

    শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

  • 04 Mar 2022 09:00 AM (IST)

    আজ কোহলির শততম টেস্ট ম্যাচ

    অপেক্ষার আর কিছুক্ষণ। মোহালিতে কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি।

Published On - Mar 04,2022 8:40 AM

Follow Us: