IND vs SL 2nd ODI Highlights: দীপক চাহারের ব্যাটে ভর করে সিরিজ জিতল ভারত
India vs Sri Lanka 2nd ODI Live Score: কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) মুখোমুখি শিখর ধাওয়ানের ভারত (India) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)।
কলম্বোর (Colombo) প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল শিখর ধাওয়ানের ভারত (India) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)। দ্বিতীয় ওয়ান ডে-তে টসে জিতে ব্যাটিং বেছে নেন দাসুন শানাকা। ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা তোলে ২৭৫ রান। ধাওয়ানদের টার্গেট ছিল ২৭৬। ৫ বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় ধাওয়ানের ভারত। পাশাপাশি এই ম্যাচ জেতার ফলে সিরিজ জিতে নিল ভারতের তরুণ ব্রিগেড।
ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন দীপক চাহার। ৬৯ রানে অপরাজিত থেকে ভারতের হারতে বসা ম্যাচ জেতান তিনি। তাঁকে সঙ্গ দেন ভারতের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ওয়ান ডে-তে সূর্যকুমার যাদব হাফ সেঞ্চুরি করে ভারতকে বেশ খানিকটা আত্মবিশ্বাস এনে দেয়। মনীশ পাণ্ডে করেন ৩৭ রান। ক্রুণাল পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে ৩৫ রান। ব্যাট হাতে আজ নজর কাড়তে ব্যর্থ ঈশান কিষাণ (১) ও হার্দিক পান্ডিয়া (০)।
শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নিয়েছেন ভানিন্দু হাসারঙ্গা। ১টি করে উইকেট পেয়েছেন কাসুন রাজিথা, লক্ষণ সন্দাকান ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
চরিথ আসালঙ্কা (৬৫) শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছেন । অভিস্কা ফার্নান্ডো করেন ৫০ রান। শেষের দিকে ফের চামিকা করুণারত্নের ব্যাট জ্বলে ওঠে। ৪৪ রানে তিনি অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
ভারতের হয়ে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল। দীপক চাহারের শিকার দুই। আজ কোনও উইকেট পাননি পান্ডিয়া ভাইরা এবং কুলদীপ যাদব।
LIVE Cricket Score & Updates
-
সিরিজ পকেটে পুরল শিখর ধাওয়ানের ভারত
দীপক চাহারের লড়াকু ব্যাটিংয়ে ভর করে ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ভারত।
India win and gain an unassailable 2-0 series lead ?
Deepak Chahar's heroics with the bat seal a three-wicket victory for the visitors!#SLvIND | https://t.co/mazzKoaauY pic.twitter.com/Q7fQA1Dqch
— ICC (@ICC) July 20, 2021
-
খেলা বাকি ১ ওভারের
ভারতের জয়ের জন্য প্রয়োজন ৩ রান
-
-
খেলা বাকি ২ ওভারের
ভারতের জয়ের জন্য প্রয়োজন ১৫ রান
-
৪৫ ওভারে ভারত ২৪৫/৭
ভারতের লড়াই জারি। খেলা বাকি ৫ ওভারের।
-
দীপক চাহারের হাফ সেঞ্চুরি
কলম্বোয় দীপক চাহার ওয়ান ডে কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।
Maiden international fifty for @deepak_chahar9! ? ?
What a fine knock this has been! ? ? #TeamIndia #SLvIND
Follow the match ? https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/cfQLpIFIXx
— BCCI (@BCCI) July 20, 2021
-
-
৪০ ওভারে ভারত ২০৯/৭
খেলা বাকি ১০ ওভারের। ক্রিজে দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার
-
দু’শো রানের গণ্ডি টপকাল ভারত
৩৮.৪ ওভারে ভারতের দলগত ২০০ রান পূর্ণ হল
-
ক্রুণালের উইকেট হারাল ভারত
ভানিন্দু হাসারঙ্গা ফেরালেন ক্রুণাল পান্ডিয়াকে। ৩৫ রান করে সাজঘরে ফিরলেন ক্রুণাল।
-
৩৫ ওভারে ভারত ১৯৩/৬
ভারতের জয়ের জন্য প্রয়োজন ৮৩ রান।
-
৩০ ওভারে ভারত ১৭৫/৬
২০ ওভারের খেলা বাকি। ক্রিজে ক্রুণাল-দীপক
-
সূর্যকুমারের উইকেট হারাল ভারত
৫৩ রান করে এলবিডব্লিউ হলেন সূর্যকুমার যাদব।
Suryakumar Yadav departs after his half-century as he is trapped by Lakshan Sandakan.
?? are 160/6. #SLvIND | https://t.co/mazzKoaauY pic.twitter.com/K451L5utYn
— ICC (@ICC) July 20, 2021
-
সূর্যকুমারের অর্ধশতরান
কলম্বোয় সূর্যকুমার ওয়ান ডে কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করলেন।
5⃣0⃣ in his second T20I ?5⃣0⃣ (and going strong) in his second ODI ?
Well done, @surya_14kumar! ? ? #TeamIndia #SLvIND
Follow the match ? https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/THMu6jI83p
— BCCI (@BCCI) July 20, 2021
-
২৫ ওভারে ভারত ১৪৭/৫
ক্রিজে ক্রুণাল পান্ডিয়া ও সূর্যকুমার যাদব।
-
২০ ওভারে ভারত ১২৬/৫
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে চাপে ভারত। ক্রিজে ক্রুণাল পান্ডিয়া ও সূর্যকুমার যাদব।
-
হার্দিকের উইকেট শানাকার খাতায়
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা তুলে নিলেন হার্দিক পান্ডিয়ার উইকেট। কোনও রান না করেই মাঠ ছাড়লেন তিনি
-
রান আউট হলেন মনীশ
৩৭ রান করে রান আউট হলেন মনীশ পাণ্ডে
Manish Pandey is run out for 37!
Dasun Shanaka gets a finger on the ball before it hits the stump and the Indian batsman is out of his crease.
?? are 116/4.#SLvIND | https://t.co/mazzKoaauY pic.twitter.com/lvAp1mkB7A
— ICC (@ICC) July 20, 2021
-
ভারতের শতরান
১৫.৩ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ হল
-
১৫ ওভারে ভারত ৯৫/৩
১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৯৫ রান।
-
ধাওয়ানের উইকেট হারাল ভারত
২৯ রান করে ভানিন্দু হাসারঙ্গার বলে এলবিডব্লিউ হলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান
Big breakthrough for the hosts ?
Wanindu Hasaranga traps Shikhar Dhawan in front of the stumps, as he departs for 29.
?? are 65/3. #SLvIND | https://t.co/mazzKoaauY pic.twitter.com/hrv0cvCgLf
— ICC (@ICC) July 20, 2021
-
১০ ওভারে ভারত ৬০/২
প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ধাওয়ানরা তুলেছে ৬০ রান
10 overs gone, #TeamIndia move to 6⃣0⃣/2⃣ in the chase. @SDhawan25 batting on 28@im_manishpandey unbeaten on 13#SLvIND
Follow the match ? https://t.co/HHeGcqYsmm pic.twitter.com/DVcJPeNDVk
— BCCI (@BCCI) July 20, 2021
-
ভারতের ৫০ রান
৭.৬ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।
-
৫ ওভারে ভারত ৩২/২
প্রথম ৫ ওভারে দুই উইকেট হারিয়ে ভারত তুলেছে ৩২ রান।
-
ঈশান কিষাণের উইকেট হারাল ভারত
মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ।
Ishan Kishan departs.
He goes for a booming drive against Kasun Rajitha but chops the ball onto his stumps.
?? are 39/2.#SLvIND | https://t.co/mazzKoaauY pic.twitter.com/lXIoRxzPXp
— ICC (@ICC) July 20, 2021
-
৩ ওভারে ভারত ২৮/১
প্রথম ৩ ওভারে পৃথ্বী শ-র উইকেট হারিয়ে ভারত তুলেছে ২৮ রান
-
পৃথ্বীকে ফেরালেন হাসারঙ্গা
১৩ রান করে মাঠ ছাড়লেন ভারতীয় ওপেনার পৃথ্বী শ
Hasaranga strikes ?
He gets the wicket of Prithvi Shaw for 13.#SLvIND | https://t.co/mazzKoaauY pic.twitter.com/MzrkWUpGTV
— ICC (@ICC) July 20, 2021
-
রান তাড়া করতে নামলেন ধাওয়ানরা
ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ
-
৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ২৭৫ রান
শিখর ধাওয়ানদের টার্গেট ২৭৬।
INNINGS BREAK: Sri Lanka post 275/9 on the board in the second #SLvIND ODI!
3⃣ wickets each for @yuzi_chahal & @BhuviOfficial 2⃣ wickets for @deepak_chahar9
65 for Charith Asalanka#TeamIndia's chase to begin shortly.
Scorecard ? https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/deG7MoXAeH
— BCCI (@BCCI) July 20, 2021
-
সন্দাকানকে ফেরালেন ভুবি
কোনও রান না করেই মাঠ ছাড়লেন লক্ষণ সন্দাকান
-
ফের উইকেট হারাল শ্রীলঙ্কা
দুশমন্ত চামিরাকে ফেরালেন ভুবনেশ্বর কুমার। ২ রান করে ফিরে গেলেন চামিরা
-
আসালঙ্কার উইকেট হারাল শ্রীলঙ্কা
৬৫ রান করে আউট হলেন চরিথ আসালঙ্কা।
-
খেলা বাকি ৩ ওভারের
৪৭ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ২৪৪।
-
৪৫ ওভারে শ্রীলঙ্কা ২২৯/৬
দু’শো রানের গণ্ডি টপকে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা। খেলা বাকি ৫ ওভারের।
-
৪০ ওভারে শ্রীলঙ্কা ১৯৫/৬
খেলা বাকি ১০ ওভারের। ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলেছে শ্রীলঙ্কা।
.@deepak_chahar9 scalps his second wicket of the match. ? ?
Sri Lanka move to 195/6 after 40 overs. #TeamIndia #SLvIND
Follow the match ? https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/c39TGY2YjM
— BCCI (@BCCI) July 20, 2021
-
ফের উইকেট হারাল শ্রীলঙ্কা
ভানিন্দু হাসারঙ্গাকে ফেরালেন দীপক চাহার। ৮ রান করে মাঠ ছাড়লেন
-
ক্যাপ্টেনের উইকেট হারাল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। ১৬ রান করে মাঠ ছাড়লেন শানাকা
Third scalp for Yuzvendra Chahal ?
He cleans up Sri Lankan skipper Dasun Shanaka, who is gone for 16.
?? are 172/5. #SLvIND | https://t.co/mazzKoaauY pic.twitter.com/M7ojR2oAmm
— ICC (@ICC) July 20, 2021
-
৩৫ ওভারে শ্রীলঙ্কা ১৭১/৪
ক্রিজে দাসুন শানাকা ও চরিথ আসালঙ্কা।
3⃣5⃣ overs gone, Sri Lanka 171/4.
2⃣ wickets for @yuzi_chahal 1⃣ wicket each for @BhuviOfficial & @deepak_chahar9 #TeamIndia #SLvIND
Follow the match ? https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/4kt2IuNxWf
— BCCI (@BCCI) July 20, 2021
-
৩০ ওভারে শ্রীলঙ্কা ১৪৪/৪
প্রথম ৩০ ওভারে ৪ উইকেট হারিয়েছে দাসুন শানাকারা।
-
সিলভাকে ফেরালেন চাহার
৩৪ রান করে দীপক চাহারের বলে, শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন ধনঞ্জয় দি সিলভা।
-
২৫ ওভারে শ্রীলঙ্কা ১২৪/৩
২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে দাসুন শানাকারা তুলেছে ১২৪ রান
-
অভিস্কার উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর
৫০ রান করে সাজঘরে ফিরলেন অভিস্কা ফার্নান্ডো
-
অভিস্কা ফার্নান্ডোর হাফ সেঞ্চুরি
কলম্বোয় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন অভিস্কা ফার্নান্ডো। এটি অভিস্কা ফার্নান্ডোর কেরিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি ।
4th ODI fifty for Avishka Fernando! ?#SLvIND pic.twitter.com/J9GX0eFC9f
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 20, 2021
-
শ্রীলঙ্কার শতরান
২০.২ ওভারে শ্রীলঙ্কা দলগত শতরান পূর্ণ করল।
-
২০ ওভারে শ্রীলঙ্কা ৯৮/২
ক্রিজে অভিস্কা ফার্নান্ডো এবং ধনঞ্জয় দি সিলভা
-
১৫ ওভারে শ্রীলঙ্কা ৮৩/২
প্রথম ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৮৩ রান।
-
ফের উইকেট পতন শ্রীলঙ্কার
ভানুকা রাজাপক্ষ কোনও রান না করেই সাজঘরে ফিরে গেলেন। মিনোড ভানুকার পর ভানুকা রাজাপক্ষের উইকেটও তুলে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল।
Twin strikes from @yuzi_chahal! ? ?
Sri Lanka 77/2 after 13.3 overs as Minod Bhanuka & Bhanuka Rajapaksa depart. #SLvIND #TeamIndia
Follow the match ? https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/i32dlX5bqA
— BCCI (@BCCI) July 20, 2021
-
চাহাল ফেরালেন মিনোডকে
৩৬ রান করে মাঠ ছাড়লেন মিনোড ভানুকা।
-
১০ ওভারে শ্রীলঙ্কা ৫৯/০
ভালো শুরু শ্রীলঙ্কার। প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে শ্রীলঙ্কার ওপেনিং জুটি তুলেছে ৫৯ রান
Sri Lankan openers off to a steady start!#SLvIND LIVE: https://t.co/CnIxV7DIpk pic.twitter.com/EL9NbN6C29
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 20, 2021
-
শ্রীলঙ্কার ৫০ রান
৭.৪ ওভারে শ্রীলঙ্কা দলগত ৫০ রান পূর্ণ করল।
50 up for Sri Lanka!
Openers Minod Bhanuka and Avishka Fernando have got the hosts off to a solid start. #SLvIND | https://t.co/mazzKoaauY pic.twitter.com/LgeyRBSXeX
— ICC (@ICC) July 20, 2021
-
৫ ওভারে শ্রীলঙ্কা ২৮/০
প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে দাসুন শানাকারা তুলেছে ২৮ রান
-
৩ ওভারে শ্রীলঙ্কা ৭/০
কোনও উইকেট না হারিয়ে প্রথম ৩ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ৭ রান
-
শ্রীলঙ্কার ইনিংস শুরু
শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে নামলেন অভিস্কা ফার্নান্ডো ও মিনোড ভানুকা
-
শ্রীলঙ্কার প্রথম একাদশ
শিখর ধাওয়ানরা প্রথম একাদশে কোনও পরিবর্তন না করলেও, দাসুন শানাকার শ্রীলঙ্কার প্রথম একাদশে একটি পরিবর্তন রয়েছে দ্বিতীয় ওয়ান ডে-তে।
শ্রীলঙ্কার প্রথম একাদশ: অভিস্কা ফার্নান্ডো, মিনোড ভানুকা (উইকেটকিপার), ধনঞ্জয় দি সিলভা, ভানুকা রাজাপক্ষ, ভানিন্দু হাসারঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, চরিথ আসালঙ্কা, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা, লক্ষণ সন্দাকান।
Your Team Sri Lanka ?? for the 2nd ODI!Sri Lanka make one change as Kasun Rajitha replaces Isuru Udana.
COME ON, SRI LANKA! Let's do this!LIVE ?https://t.co/CnIxV7DIpk #SLvIND pic.twitter.com/D6hxYBZ6ws
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 20, 2021
-
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
অপরিবর্তিত ভারতের প্রথম একাদশ।
ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।
-
টস আপডেট
টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
Sri Lanka skipper Dasun Shanaka has won the toss and has opted to bat in the second #SLvIND ODI ? pic.twitter.com/Nbe1wkEThd
— ICC (@ICC) July 20, 2021
Published On - Jul 20,2021 2:05 PM