IND vs SL 3rd T20 Highlights: টি-২০ ট্রফি রইলো শ্রীলঙ্কা শিবিরে

| Edited By: | Updated on: Jul 29, 2021 | 11:23 PM

India vs Sri Lanka 3rd T20 Live Score: কলম্বোয় আজ ফয়সলার ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা।

IND vs SL 3rd T20 Highlights: টি-২০ ট্রফি রইলো শ্রীলঙ্কা শিবিরে
২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতল শ্রীলঙ্কা (সৌজন্যে-আইসিসি টুইটার)

কলম্বোয় আজ, বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা সীমিত ওভারের সিরিজের শেষ ম্যাচ ছিল। ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতল শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তোলে ৮১ রান। সিরিজ জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১২০ বলে মাত্র ৮২ রান। ৭ উইকেটে ম্যাচ জেতার পাশাপাশি টি-২০ সিরিজ জিতল দাসুন শানাকারা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন ধনঞ্জয় দি সিলভা (২৩*)। মিনোড ভানুকা করেন ১৮ রান। বল হাতে চার উইকেটের পর ভানিন্দু হাসারঙ্গার ব্যাট থেকে এসেছে ১৪* রান। ভারতের হয়ে ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন রাহুল চাহার।

তৃতীয় টি-২০-তে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন কুলদীপ যাদব (২৩) ও ভুবনেশ্বর কুমার (১৬)। শ্রীলঙ্কার হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন ভানিন্দু হাসারঙ্গা (৪)। ২টি উইকেট পেয়েছেন দাসুন শানাকা। ১টি করে উইকেট পেয়েছেন দুশমন্ত চামিরা ও রমেশ মেন্ডিস।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 Jul 2021 11:22 PM (IST)

    প্লেয়ার অব দ্যা সিরিজ

    ম্যাচের সেরার পুরস্কারের পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন ভানিন্দু হাসারঙ্গা।

    India vs Sri Lanka 3rd T20

    অধিনায়াক শানাকার সঙ্গে হাসারঙ্গা (সৌজন্যে-আইসিসি টুইটার)

  • 29 Jul 2021 11:20 PM (IST)

    ম্যাচের সেরার পুরস্কার

    ম্যাচের সেরার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারঙ্গা।

  • 29 Jul 2021 11:00 PM (IST)

    ২-১ ব্যবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা

    ৭ উইকেটে জয়ী শ্রীলঙ্কা। ৩৩  বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল শানাকারা। এই ম্যাচে জেতার পাশাপাশি সিরিজও পকেটে পুরল শ্রীলঙ্কা।

  • 29 Jul 2021 10:45 PM (IST)

    শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন

    সমরবিক্রমা ৬ রান করে সাজঘরে ফিরলেন।

  • 29 Jul 2021 10:43 PM (IST)

    শ্রীলঙ্কার ৫০ রান

    ১১.২ ওভারে শ্রীলঙ্কা দলগত ৫০ রান পূর্ণ করল

  • 29 Jul 2021 10:36 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ৪২/২

    প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৪২ রান।

  • 29 Jul 2021 10:27 PM (IST)

    দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা

    মিনোড ভানুকার উইকেট হারাল শ্রীলঙ্কা। ১৮ রান করে রাহুল চাহারের বলে আউট হয়ে মাঠ ছাড়লেন ভানুকা।

  • 29 Jul 2021 10:14 PM (IST)

    শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন

    ১২ রান করে আউট হলেন লঙ্কান ওপেনার অভিস্কা ফার্নান্ডো। ভারতকে প্রথম উইকেট এনে দিলেন রাহুল চাহার

  • 29 Jul 2021 10:10 PM (IST)

    ৫ ওভারে শ্রীলঙ্কা ২২/০

    ভালো শুরু শ্রীলঙ্কার। কোনও তাড়াহুড়ো না করে এগিয়ে চলেছে দাসুন শানাকারা

  • 29 Jul 2021 10:00 PM (IST)

    ৩ ওভারে শ্রীলঙ্কা ১২/০

    প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১২ রান

  • 29 Jul 2021 09:50 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন অভিস্কা ফার্নান্ডো ও মিনোড ভানুকা

  • 29 Jul 2021 09:33 PM (IST)

    শ্রীলঙ্কার টার্গেট ৮২

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৮১ রান। দাসুন শানাকাদের সিরিজ জয়ের জন্য প্রয়োজন ৮২ রান

  • 29 Jul 2021 09:16 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ভারতের স্কোর ৮ উইকেটে ৬৩

  • 29 Jul 2021 09:14 PM (IST)

    বরুণকে ফেরালেন হাসারঙ্গা

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন বরুণ চক্রবর্তী।

  • 29 Jul 2021 09:10 PM (IST)

    রাহুল চাহার ফিরল সাজঘরে

    দাসুন শানাকার বলে ৫ রান করে আউট হলেন রাহুল চাহার

  • 29 Jul 2021 09:09 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৫৫/৬

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তুলেছে ৫৫ রান।

  • 29 Jul 2021 09:03 PM (IST)

    ফের উইকেট হারাল ভারত

    ভুবনেশ্বর কুমারের উইকেট নিলেন হাসারঙ্গা। ১৬ রান করে আউট হলেন ভুবি

  • 29 Jul 2021 08:59 PM (IST)

    ভারতের ৫০ রান

    ১৩.৩ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল

  • 29 Jul 2021 08:46 PM (IST)

    ১০ ওভারে ভারত ৩৯/৫

    প্রথম ১০ ওভারে ভারতের ৫ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন দাসুন শানাকারা। মাত্র ৩৯ রান উঠেছে টিম ইন্ডিয়ার স্কোর বোর্ডে

  • 29 Jul 2021 08:42 PM (IST)

    নীতিশ রানার উইকেট হারাল ভারত

    দাসুন শানাকার বলে ৬ রান করে আউট হলেন নীতিশ রানা।

  • 29 Jul 2021 08:31 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে চূড়ান্ত ব্যর্থ ভারত। ৪ উইকেট হারিয়ে ভারত তুলেছে ২৯ রান।

  • 29 Jul 2021 08:26 PM (IST)

    ৫ ওভারে ভারত ২৫/৪

    প্রথম ৫ ওভারে ভারত অধিনায়ক ধাওয়ানের উইকেটসহ মোট ৪ উইকেট তুলে নিয়েছেন শানাকারা।

  • 29 Jul 2021 08:26 PM (IST)

    ঋতুরাজও ফিরলেন সাজঘরে

    হাসারঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৪ রান করে মাঠ ছাড়লেন ঋতুরাজ

  • 29 Jul 2021 08:23 PM (IST)

    সঞ্জুর উইকেট হারাল ভারত

    তৃতীয় উইকেট হারাল ভারত। কোনও রান না করেই মাঠ ছাড়লেন সঞ্জু স্যামসন

  • 29 Jul 2021 08:21 PM (IST)

    আউট পাড়িক্কাল

    ৯ রান করে এলবিডব্লিউ হলেন দেবদত্ত পাড়িক্কাল

  • 29 Jul 2021 08:03 PM (IST)

    শিখর ধাওয়ানের উইকেট হারাল ভারত

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন ধাওয়ান

  • 29 Jul 2021 08:01 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও ঋতুরাজ গায়কোয়াড়

  • 29 Jul 2021 07:49 PM (IST)

    সাইনির চোটের ব্যাপারে জানাল বিসিসিআই

    দ্বিতীয় টি-২০ ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান নভদীপ সাইনি। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, তাঁর চোট কতটা গুরুতর, তা জানার জন্য স্ক্যানের প্রয়োজন। মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

  • 29 Jul 2021 07:45 PM (IST)

    টিম ইন্ডিয়ায় অভিষেক এক ক্রিকেটারের

    তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক হল সন্দীপ ওয়ারিয়রের।

  • 29 Jul 2021 07:44 PM (IST)

    শ্রীলঙ্কার প্রথম একাদশ

    শ্রীলঙ্কার প্রথম একাদশ: অভিস্কা ফার্নান্ডো, মিনোড ভানুকা (উইকেটকিপার), ধনঞ্জয় দি সিলভা, সদীরা সামারাবিক্রমা, পত্থুম নিশাঙ্কা, রমেশ মেন্ডিস, ভানিন্দু হাসারঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুশমন্ত চামিরা ও আকিলা ধনঞ্জয়।

  • 29 Jul 2021 07:35 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), নীতিশ রানা, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), কুলদীপ যাদব, রাহুল চাহার, সন্দীপ ওয়ারিয়র, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী।

  • 29 Jul 2021 07:32 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন শিখর ধাওয়ান।

Published On - Jul 29,2021 7:18 PM

Follow Us: