রাজকোট : প্রথম ম্যাচে মাত্র ২ রানে জয়। দ্বিতীয় ম্যাচে বিশাল রান তাড়া করতে নেমে ১৬ রানে হার ভারতের। রাজকোটে নির্ণায়ক ম্যাচে নেমেছিল ভারত-শ্রীলঙ্কা। দুটো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর রাজকোটে ভারতের একপেশে জয়। গত দু-ম্যাচেই ভারতকে ভুগিয়েছে শুরুটা। সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং। ব্যাটিংয়ে প্রথম দু-ম্য়াচেই ভরসা দিতে ব্যর্থ টপ অর্ডার। পাওয়ার প্লে-তে রান আসেনি। বোলিংয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে, পাওয়ার প্লে-তে প্রচুর রান যাচ্ছে। যার সুযোগ নিয়েছে প্রতিপক্ষ। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে হারলেও দুই ম্যাচেই অনবদ্য় পারফর্ম করেছে। বিশেষ করে বলতে হয় অধিনায়ক দাসুন শানাকার কথা। নির্ণায়ক ম্যাচে সূর্যর শতরান, শুভমনের সঙ্গে তাঁর অনবদ্য জুটি, বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্স। ৯১ রানের বড় ব্যবধানে জয় ভারতের। ঘরের মাঠে প্রথম বার দেশকে নেতৃত্ব দিয়েই সিরিজ জয় হার্দিকের। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
পুনে ম্যাচ যত তাড়াতাড়ি সম্ভব ভুলতে চাইবেন অর্শদীপ। ভুললেনও। গত ম্যাচে পাঁচটি নো বল সহ ২ ওভারে দিয়েছিলেন ৩৭ রান। রাজকোটে উইকেট নিয়ে প্রত্যাবর্তন অর্শদীপের।
শ্রীলঙ্কার শুরু ভালো হলেও ভারতকে চাপে দেখায়নি। বোর্ডে বিশাল রান। পঞ্চম ওভারে কুশল মেন্ডিসকে ফিরিয়ে ব্রেক থ্রু দিলেন অক্ষর প্য়াটেল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফের শতরান সূর্য কুমার যাদবের। কেরিয়ারের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান। ইংল্য়ান্ড, নিউজিল্যান্ড সফরে শতরান করেছিলেন। এ বার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে। মাত্র ৪৫ বলে শতরানে সূর্য।
তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি। বাউন্ডারি মেরে অর্ধশতরানে পৌঁছনোর চেষ্টায় স্টেপ আউট করেন। ওয়ানিন্দু হাসারঙ্গার ডেলিভারি নীচু হয়ে উইকেট ভেঙে দেয়। ৩৬ বলে ৪৬ রানে ফিরলেন শুভমন। ক্রিজে হার্দিক।
অনবদ্য ইনিংস শেষে পাওয়ার প্লে-র শেষ ওভারে আউট রাহুল ত্রিপাঠি। পাওয়ার প্লে-তে ৫৩-২। রাহুল ১৬ বলে ৩৫ রান করেন। শুভমনের সঙ্গে ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব।
ভারতের ইনিংস শুরু হল ধাক্কায়। ঈশান কিষাণের উইকেট হারাল ভারত। স্লিপে যেন ক্য়াচিং প্র্য়াক্টিস করালেন ঈশান।
শ্রীলঙ্কা শিবিরে একটাই পরিবর্তন। ভানুকা রাজাপক্ষর পরিবর্তে অবিষ্কা ফার্নান্ডো। ভারত অপরিবর্তিত একাদশ নামাচ্ছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একাদশ : হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠি, দীপক হুডা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, শিবম মাভি, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল।
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার একাদশ- কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসালঙ্কা, অবিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করণারত্নে, মহেশ থিকশানা, কাসুন রজিতা, দিলশান মধুশঙ্কা
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য়। গত দুই ম্যাচেই ভুল হলেও লড়াই করেছে, এমনটাই বলছেন হার্দিক। অপরিবর্তিত একাদশ, জানালেন ভারত অধিনায়ক।
সিরিজ নির্ণায়ক ম্যাচে ব্য়াটিং সহায়ক পিচ। তবে বোলারদের জন্য শুরুতে কিছুটা সুবিধা থাকতে পারে। আগের ম্যাচের মতো হাই-স্কোরিং হওয়ার সম্ভাবনা। বাউন্ডারির ক্ষেত্রে লঙ অন, লঙ অফ বাউন্ডারি অনেকটাই বড়।
TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। ঘরের মাঠে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক ভারত। ১১টি সিরিজ অপরাজিত। দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ডজন সিরিজে অপরাজিত থাকার লক্ষ্যে নামছে হার্দিকের ভারত।