India vs West Indies 2nd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ
আজ, শুক্রবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) তিন ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজের দ্বিতীয় ম্যাচ।
কলকাতা: আজ, শুক্রবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) তিন ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজের দ্বিতীয় ম্যাচ। একদিনের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। তার পর জয় দিয়ে টিম ইন্ডিয়া শুরু করেছে টি-২০ সিরিজও। ইডেনে প্রথম ম্যাচে রোহিতদের দাপুটে জয়টা মেন ইন ব্লুদের অনেকটা আত্মবিশ্বাস বাড়াবে। একদিনের সিরিজে হোয়াইটওয়াশের বদলা নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করবেন পুরানরা। অন্যদিকে বিরাটরা চাইবেন ওয়ান ডে সিরিজের মতো এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজও জিতে নিতে। হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১১টি ম্যাচে জিতেছে ভারত ও ৬টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭টা নাগাদ। ম্যাচের আগে ৬.৩০ মিনটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।