Rohit on Mukesh: মুকেশ কুমারের কি অভিষেক হবে? রোহিত যা বললেন…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 12, 2023 | 1:54 AM

India Tour of West Indies: টেস্ট স্কোয়াডে ভারতের পেস আক্রমণে রয়েছেন মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি। সম্মিলিত ভাবে এরা টেস্ট খেলেছেন ৩২টি। উনাদকাট এবং নবদীপ সাইনি মাত্র দুটি করে টেস্ট খেলেছেন। শার্দূল ৯টি। মুকেশের এখনও টেস্ট অভিষেক হয়নি।

Rohit on Mukesh: মুকেশ কুমারের কি অভিষেক হবে? রোহিত যা বললেন...
Image Credit source: twitter

Follow Us

ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে টিম ইন্ডিয়া। আজ ডমিনিকায় শুরু প্রথম টেস্ট। ভারতের স্কোয়াডে একঝাঁক নতুন মুখ। যশস্বী জয়সওয়ালের অভিষেক হচ্ছে, নিশ্চিত করেছেন অধিনায়ক রোহিত শর্মা। শুধু তাই নয়, রোহিতের সঙ্গে ইনিংসের সূচনাও করবেন যশস্বী। টেস্টে ভারতীয় বোলিং আক্রমণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। মহম্মদ সামি বিশ্রামে। চোটের জন্য এই সিরিজেও নেই জসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ পেসার। স্পিন বিভাগে অবশ্য রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো দুই অভিজ্ঞ বোলার রয়েছেন। পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। তিনিই সর্বসাকুল্যে খেলেছেন ১৯টি টেস্ট। পেস বোলিং লাইন আপ অনভিজ্ঞ হলেও ভরসা রাখছেন রোহিত। কারণও ব্যাখ্যা করলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টেস্ট স্কোয়াডে ভারতের পেস আক্রমণে রয়েছেন মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি। সম্মিলিত ভাবে এরা টেস্ট খেলেছেন ৩২টি। উনাদকাট এবং নবদীপ সাইনি মাত্র দুটি করে টেস্ট খেলেছেন। শার্দূল ৯টি। মুকেশের এখনও টেস্ট অভিষেক হয়নি। তবে পেস আক্রমণে ভরসা রেখে রোহিত বলছেন, ‘ভারতীয় ক্রিকেটে এই চিত্রটা ভবিষ্যতেও দেখা যাবে। সারা বছর ধরেই ক্রিকেট থাকে। ফলে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিতে হবে। সামনেও প্রচুর ক্রিকেট রয়েছে। বিশ্বকাপ আসছে। সেটাও মাথায় রাখতে হবে। কোনও একটা সিরিজ নিয়ে ভাবলে চলবে না।’

বিশ্বকাপের কথা মাথায় রেখেই যে মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে, তা নিশ্চিত। পেস আক্রমণ প্রসঙ্গে রোহিত বলছেন, ‘কোন সিরিজে কোন প্লেয়ারকে প্রয়োজন সেই অনুযায়ী খেলাতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে খেলালে নতুনরাও উঠে আসবে। এই বোলিং আক্রমণে পুরোপুরি আস্থা রয়েছে। জয়দেব উনাদকাটকে নতুন বলা যায় না। ঘরোয়া ক্রিকেটে ১০-১২ বছর খেলছে। মুকেশ কুমার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করছে। শুধুমাত্র রাজ্য দলই নয়, আঞ্চলিক টুর্নামেন্ট এবং ভারত এ দলের হয়ে পারফর্ম করছে। সে কারণেই মুকেশকে সুযোগ দেওয়া হয়েছে। বোলিং কম্বিনেশন কী হবে, এখনও ঠিক হয়নি।’

রোহিত যা বললেন, তাতে হয়তো মুকেশ কুমারকে অভিষেকের জন্য অপেক্ষা করতে হতে পারে। মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত। বোলিংয়ে বৈচিত্র বাড়াতে তাঁর সঙ্গী হতে পারেন জয়দেব উনাদকাট। তৃতীয় পেসার হিসেবে শার্দূল ঠাকুরের খেলার সম্ভাবনা প্রবল। পাঁচ বোলারের কম্বিনেশন হলে, শার্দূলের ব্যাটিংয়ের জন্যও তাঁকে রাখা হবে। সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। তবে চার পেসার এক স্পিনার হলে সেক্ষেত্রে মুকেশের অভিষেকের সম্ভাবনা প্রবল। এক স্পিনারে খেললে থাকবেন জাডেজাই।

Next Article