IND vs ZIM, T20 Highlights: বড় ব্যবধানে জয়, গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে রোহিতরা
India vs Zimbabwe, T20 world Cup 2022 Live Score Updates: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত (India) বনাম জিম্বাবোয়ে (Zimbabwe) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মেলবোর্ন : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) একের পর এক অনবদ্য ম্যাচ। মেলবোর্নে (Melbourne) ভারত-পাকিস্তান মহারণ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন রোহিতরা। সেই ম্যাচ উপভোগ্য হয়ে উঠেছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। সেই মেলবোর্নেই সুপার টুয়েলভের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতে নিল ভারত। রবিবার সকাল সকাল অঘটনের ম্য়াচে নেদারল্যান্ডসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাভুমাদের বিদায়ে সেমির টিকিট পাকা হয়ে গিয়েছিল ভারতের। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটি ছিল নেহাতই নিয়মরক্ষার। সেই ম্যাচে ৭১ রানের বড় ব্যবধানে জিতেছে মেন ইন ব্লু। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখলেন রোহিত শর্মারা।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে আজকের ম্যাচ
- জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার টুয়েলভের শেষ ম্যাচ ৭১ রানে জিতল ভারত।
- প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৮৬ রান তোলে মেন ইন ব্লু।
- জোড়া অর্ধশতরান করলেন লোকেশ রাহুল (৫১) ও সূর্যকুমার যাদব (৬১)।
- রান তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবোয়ে।
- ১৭.২ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে।
- তিনটি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।
- দুটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সামি ও হার্দিক পান্ডিয়া।
-
জিতল ভারত
৭১ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতল ভারত। দশম ব্যাটার টেন্ডাই চাতারাকে অক্ষর প্যাটেল ফেরাতেই গুটিয়ে যায় জিম্বাবোয়ে। ১৭.২ ওভারে ১১৫ রানে থমকে গেলেন সিকন্দর রাজারা।
-
-
আউট সিকন্দর
সিকন্দর রাজাকে আউট করলেন হার্দিক পান্ডিয়া। ২৪ বলে ৩৪ রান সিকন্দরের। ১৬.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান জিম্বাবোয়ের।
-
অশ্বিনের জোড়া উইকেট
১৫তম ওভারে অশ্বিনের জোড়া উইকেট। ওভারের প্রথম বলে ওয়েলিংটন মাসাকাদজাকে ফেরান অশ্বিন। এরপর ওভারের পঞ্চম বলে ফেরেন রিচার্ড এনগারাভা। ১৬ ওভারে আট উইকেট হারিয়ে ১০৬ রান জিম্বাবোয়ের।
-
বার্লকে ফেরালেন অশ্বিন
জিম্বাবোয়ের ষষ্ঠ উইকেটের পতন। আক্রমণাত্মক রায়ান বার্লকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ১৩.২ ওভারে ৯৬ রান জিম্বাবোয়ের।
-
-
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেট হারিয়ে ৫৯। ক্রিজে সিকন্দর রাজা এবং রায়ান বার্ল।
-
পঞ্চম উইকেটের পতন
পাঁচ নম্বর উইকেট খোয়াল জিম্বাবোয়ে। সামির বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন টনি মুনিওঙ্গা। ৮ ওভার শেষে ৫ উইকেট খুইয়ে ৩৯ রান জিম্বাবোয়ের।
-
উইকেট পেলেন হার্দিক
ক্যাপ্টেন ক্রেগ এরভিনকে কট অ্যান্ড বোল্ড হার্দিক পান্ডিয়ার। ৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১ রান জিম্বাবোয়ের।
-
ফের উইকেট হারাল জিম্বাবোয়ে
সামির বলে ফিরলেন শন উইলিয়ামস। প্রথম ছয় ওভারে তিন উইকেট হারিয়ে ২৮ রান জিম্বাবোয়ের।
-
দ্বিতীয় উইকেট হারাল জিম্বাবোয়ে
১.৪ ওভারে দ্বিতীয় উইকেট হারাল জিম্বাবোয়ে। রেগিস চকাভার উইকেট ছিটকে দিলেন অর্শদীপ সিং। ২ উইকেট হারিয়ে ২ রান জিম্বাবোয়ের।
-
প্রথম বলেই সাফল্য
প্রথম বলেই সাফল্য পেল ভারত। ভুবনেশ্বরের বলে ওয়েলসে মাধবেরের ক্যাচ বিরাট কোহলির।
-
এক নজরে ভারতের ইনিংস
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছে ভারত।
জোড়া অর্ধশতরান করলেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব।
৩৫ বলে ৫১ রান লোকেশ রাহুলের।
মেলবোর্নের মাঠে ঝোড়ো ইনিংস সূর্যকুমার যাদবের।
২৩ বলে ৬১ রান করলেন সূর্যকুমার।
সর্বাধিক ২টি উইকেট শন উইলিয়ামসের।
-
ভারতের ইনিংস শেষ
শেষ বলে ছয় হাঁকিয়ে ইনিংস শেষ করলেন সূর্যকুমার যাদব। ২৫ বলে ৬১ রান সূর্যের। নির্ধারিত ওভারে ১৮৬ রান তুলল ভারত। জিম্বাবোয়ের সামনে বড় রানের চ্যালেঞ্জ।
-
সূর্যের অর্ধশতরান
অর্ধশতরান সূর্যকুমার যাদবের। ২৩ বলে ৫০ রানের গণ্ডি ছুঁলেন স্কাই।
-
আউট হার্দিক
১৯.২ ওভারে পঞ্চম উইকেট পড়ল ভারতের। ১৮ বলে ১৮ রান করে এনগাভার বলে আউট হার্দিক।
-
সূর্যের তান্ডব
চার, ছক্কা হাঁকিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব। সঙ্গী হার্দিক পান্ডিয়া। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/৮।
-
৫ ওভারের খেলা বাকি
থমকে গিয়েছে রানের গতি। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ১০৭। সূর্য-হার্দিকের ব্যাট ভরসা ভারতের।
-
চতুর্থ উইকেট হারাল ভারত
বাউন্ডারি লাইনে ডাইভ দিয়ে রায়ান বার্লের দারুণ ক্যাচ। চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে ৩ রান করে ফিরলেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেট হারাল ভারত। ১৩.৩ ওভার শেষে স্কোর ১০১।
-
আউট রাহুল
অর্ধশতরান করেই আউট লোকেশ রাহুল। রাজার বলে লং অফ বাউন্ডারিতে ক্যাচ নিলেন মাসাকাদজা। ক্রিজে ঋষভ পন্থ। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ তাঁর।
-
রাহুলের অর্ধশতরান
টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান লোকেশ রাহুলের। ৩৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন।
-
বিরাট আউট
শন উইলিয়ামসের বলে আউট বিরাট কোহলি। ক্যাচ নিলেন রায়ান বার্ল। ২৫ বলে ২৬ রান কোহলির। মেলবোর্নে হল না বিশ্বরেকর্ড। ১১.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান ভারতের। নতুন ব্যাটার সূর্য।
-
১০ ওভারের খেলা বাকি
১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৯ রান ভারতের। অর্ধশতরানের জুটি গড়েছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ২৯ বলে ৪১ রানে ব্যাট করছেন রাহুল। বিরাট ব্যাট করছেন ২২ রানে।
-
প্রথম পাওয়ার প্লে শেষ
প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৬ রান ভারতের। ২০ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। ৬ বলে ১০ রান কোহলির।
-
বিশ্বরেকর্ডের সামনে কোহলি
আন্তর্জাতিক টি-২০তে প্রথম ব্যাটার হিসেবে চার হাজারের মাইলফলকে পৌঁছাতে বিরাট কোহলির চাই আর ৬৮ রান।
-
সাজঘরে রোহিত
মুজুরবানির শর্ট পিচ বলে পুল করার চেষ্টা। স্কোয়্যার লেগে রোহিতের ক্যাচ নিলেন ওয়েলিংটন ওয়েলিংটন মাসাকাদজা। ১৩ বলে ১৫ রান রোহিতের। ৩.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৭ রান ভারতের।
-
৩ ওভারের খেলা শেষ
৩ ওভার শেষে ভারতের স্কোর ১৮। ক্রিজে লোকেশ রাহুল ও রোহিত শর্মা।
-
রাহুলের ছক্কা
রিচার্ড এনগারাভার বলে ডিপ স্কোয়্যার লেগ দিয়ে পেল্লাই ছক্কা লোকেশ রাহুলের।
-
সেমিফাইনালের চার দল
নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে সেমিফাইনাল পাকা করে। শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংল্যান্ডও। অ্যাডিলেডে এদিন দক্ষিণ আফ্রিকা হারতেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় ভারতের। শেষ দল হিসেবে সেমির ঘর নিশ্চিত করল পাকিস্তান। রবিবারের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারে উঠে গিয়েছে বাবর আজমরা। এখানে পড়ে নিন পুরো ম্যাচ রিপোর্ট–
-
জিম্বাবোয়ের একাদশ
ওয়েসলি মাধবেরে, ক্রেগ আরভিন, রেগিস চাকাভা, শন উইলিয়াম, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, তেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরবানি।
-
একাদশ আপডেট
ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, অর্শদীপ সিং
-
টস আপডেট
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মা। ভারতে একাদশে বদল। কার্তিক, দীপক হুডার পরিবর্তে ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল।
-
সমীকরণ উল্টে দিল নেদারল্যান্ডস
টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার আগে গ্রুপ ১-এর সমীকরণ উল্টে দিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার হারে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত ভারতের। অন্যদিকে সরাসরি সেমিতে ওঠার সুযোগ পাকিস্তান ও বাংলাদেশের সামনে।
T20 World Cup 2022: নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় দক্ষিণ আফ্রিকার, সেমিতে ভারত
Published On - Nov 06,2022 12:30 PM