INDW vs PAKW, T20I Highlights: পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
India Women vs Pakistan T20 World Cup Live Score: কেপটাউনে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। দেখুন এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
কেপটাউন: দীর্ঘ তিন বছরের অপেক্ষার ইতি। অবশেষে ফের একটা বিশ্বকাপ। গত বারের রানার্স ভারত। টুর্নামেন্ট শুরু হয়েছে আগেই। ভারতের অভিযান শুরু হল আজ। শুরুতেই সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। যদিও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। গত বছর বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসেও ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। গত বছর সপ্তম বার মেয়েদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে সিনিয়র স্তরে আইসিসি ট্রফি এখনও অধরা। সদ্য় দক্ষিণ আফ্রিকার মাটিতে উদ্বোধনী মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দক্ষিণ আফ্রিকাতেই সিনিয়রদের পালা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য শেফালি ভার্মা এবং রিচা ঘোষ রয়েছেন সিনিয়র দলেও। এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। বিশ্বকাপ অভিযানে প্রথম ম্যাচে স্মৃতি মন্ধানাকে ছাড়াই নামতে হল। তারপরও ৭ উইকেটের দাপুটে জয়। বোলিং-ফিল্ডিংয়ের ব্যর্থতা ঢেকে দিল জেমাইমা-রিচা জুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- ভারতের বিরুদ্ধে নিজেদের সর্বাধিক স্কোর গড়ে পাকিস্তান।
- ভারতকে ১৫০ রানের বিশাল লক্ষ্য দেয় তারা।
- শুরুটা ভালো হলেও হরমনপ্রীত আউট হতেই চাপ বাড়ে।
- প্রথম ১০ ওভারে ভারতের স্কোর ছিল ৬৭-২।
- প্রয়োজনীয় রান রেট ক্রমশ বাড়ছিল, সঙ্গে চাপও।
- রকস্টার জেমাইমার সঙ্গে বিধ্বংসী ব্য়াটিং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের কিপার রিচা ঘোষের।
- মাত্র ৩৩ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটির সৌজন্যে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে ভারত।
-
অনবদ্য ক্য়াচ
বড় শট মেরেছিলেন শেফালি। বাউন্ডারি লাইনে অনবদ্য ক্য়াচ সিদরা আমিনের। শেফালি ফিরলেন ২৫ বলে ৩৩ রানে। ক্রিজে অধিনায়ক হরমনপ্রীত কৌর।
-
-
সুযোগ কাজে লাগাতে ব্য়র্থ যস্তিকা
প্রথম বিশ্বকাপ ম্যাচ। শুরুটা ভালো করেছেন। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। পাওয়ার প্লে-র শেষ ওভারে ক্য়াচ প্র্য়াক্টিস করিয়ে ফিরলেন যস্তিকা। শেফালির সঙ্গে ক্রিজে জেমাইমা।
-
এক নজরে
- টসে জিতে ব্য়াটিং নেয় পাকিস্তান
- পাকিস্তানের শুরু ভালো হয়নি।
- অধিনায়ক বিসমা মারুফ ও আয়েশা নাসিমের ৪৭ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি।
- ভারতের বিরুদ্ধে সর্বাধিক স্কোর পাকিস্তানের।
- ভারতকে ১৫০ রানের বড় লক্ষ্য দিল পাকিস্তান।
- পাকিস্তান অধিনায়ক বিসমা মারুফ ৫৫ বলে ৬৮ রান করেন।
- আয়েশা নাসিম মাত্র ২৫ বলে ৪৩ রানে অপরাজিত।
-
ভারতের বিরুদ্ধে সর্বাধিক স্কোর
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এটিই সর্বাধিক স্কোর। ১৪৪-৪ পাকিস্তান। এখনও তিন বল বাকি।
-
-
বিধ্বংসী আয়েশার ক্যাচ মিস
রাজেশ্বরী গায়কোয়াড়ের বোলিংয়ে হাই ক্য়াচ। মিস রাধা যাদবের। ৩৫ রানে ছিলেন আয়েশা। এই ক্য়াচ মিস টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। বাকি আর এক ওভার। শেষ ওভারে বল হাতে দীপ্তি শর্মা। আরও একটা ক্য়াচ মিস ও ছয়।
-
বিসমার অর্ধশতরান
অর্ধশতরান করলেন পাকিস্তান অধিনায়ক বিসমা মারুফ। বড় স্কোরের পথে পাকিস্তান।
-
অনবদ্য বোলিং রাধার
অনবদ্য় বোলিং বাঁ হাতি স্পিনার রাধা যাদবের। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রাধা।
-
রিভার্স সুইপ-ক্য়াচ
রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন, প্রথমে গ্লাভসে, তারপর ব্যাটের উপরে লেগে ক্যাচ। রিচা ঘোষের ক্য়াচে ফিরলেন সিদরা আমিন।
-
নিদা দার আউট
পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার নিদা দারকে খাতা খোলার সুযোগ দিলেন না পূজা বস্ত্রকার। পূজা বস্ত্রকারের বোলিংয়ে লেগ সাইডে ক্য়াচ নেন রিচা ঘোষ। তাঁর আবেদনে সাড়া দেননি অন ফিল্ড আম্পায়ার। অবশেষে রিভিউ নেয় ভারত। সাফল্যও মেলে। অনবদ্য রিভিউ।
-
রাধার সৌজন্য়ে সাফল্য়
পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে রাধা যাদব। নিলেন উইকেটও। মুনিবা আলি উইকেট ছেড়ে মারতে গিয়েছিলেন। উইকেটের পিছনে অনবদ্য রিচা ঘোষ। স্টাম্পিং করেন মুনিবাকে। ক্রিজে অভিজ্ঞ নিদা দার।
-
পাওয়ার প্লে আপডেট
পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলল পাকিস্তান। তিন ওভার বোলিং করেন দীপ্তি শর্মা। ১ উইকেটও তিনি। ফিল্ডিং ভালো হয়নি ভারতের।
-
পাওয়ার প্লে-তে নিয়ন্ত্রিত বোলিং
পাকিস্তান আক্রমণাত্মক শুরুর চেষ্টা করেছিল। যদিও সফল হয়নি। এক উইকেট তুলে নিয়ে পাকিস্তানের রানে রাশ টানলেন দীপ্তি।
-
পরিসংখ্যান
টি-টোয়েন্টি ফরম্য়াটে এখনও অবধি ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান মহিলা ক্রিকেট দল। এর মধ্যে ১০ বারই জিতেছে ভারত। পাকিস্তান মাত্র ৩ বার জিতেছে। গত এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরেছে ভারত।
-
একাদশ আপডেট
ভারত: হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা, যস্তিকা ভাটিয়া, জেমাইমা রডরিগজ, রিচা ঘোষ, হরলিন দেওল, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, রেনুকা সিং ঠাকুর
পাকিস্তান: বিসমা মারুফ, জাভেইরা ওয়াদুদ, মুনিবা আলি, নিদা দার, আয়েষা নাসিম, আলিয়া রিয়াজ, ফাতিমা সানা, সিদরা আমিন, আইমান আনোয়ার, নাসরা সান্ধু, সাদিয়া ইকবাল
-
সচিনের শুভেচ্ছা
টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের শুভেচ্ছাবার্তা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের।
India vs Pakistan is always a special game and the World Cup makes it even more special!
Looking forward to the game. Go #TeamIndia! ???? #T20WorldCup #INDvPAK@BCCIWomen
— Sachin Tendulkar (@sachin_rt) February 12, 2023
-
ক্রিকেটে ফের ভারত-পাক
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। কেপটাউনের নিউল্য়ান্ডস স্টেডিয়ামে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দু-দল। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Published On - Feb 12,2023 5:30 PM