AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND W vs SA W ICC World Cup Final 2025 Highlights: মুম্বইয়ে স্বপ্নপূরণ হ্যারি-স্মৃতিদের, প্রোটিয়াদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

| Updated on: Nov 03, 2025 | 12:29 AM
Share

India Women vs South Africa Women, ICC ODI World Cup 2025 Final Highlights: এ বারের ওডিআই বিশ্বকাপ ফাইনাল নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। সেখানে হরমনপ্রীত কৌরের ভারত মুখোমুখি হয়েছিল লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখতে নজর রাখুন এই লাইভ ব্লগে।

IND W vs SA W ICC World Cup Final 2025 Highlights: মুম্বইয়ে স্বপ্নপূরণ হ্যারি-স্মৃতিদের, প্রোটিয়াদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকাImage Credit: TV9 Bangla Graphics

কলকাতা: কাপ আর ঠোঁটের দূরত্ব আজ কি অবশেষে ঘুচল ভারতের মেয়েদের। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে মেয়েদের ওডিআই বিশ্বকাপ (ICC women’s world cup) ট্রফি এল ভারতের ঝুলিতে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে অবশেষে অধরা মাধুরী লাভ করল ভারত। অতীতে এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া ২ বার রানার্স হয়ে থেমেছিল। এ বার কোনও ভুল করেনি টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ৮৭ রান করে এবং ২টো উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন শেফালি ভার্মা। ২১৫ রান এবং ২২টি উইকেট নিয়ে প্লেয়ার দ্য সিরিজের উইকেট পেলেন দীপ্তি শর্মা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 03 Nov 2025 12:02 AM (IST)

    বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

    দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তৃতীয় বারের চেষ্টায় ট্রফি জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া।

  • 02 Nov 2025 11:45 PM (IST)

    ট্রেয়ন আউট

    বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে ছিল। কিন্তু আম্পায়ার্স কলের কারণে আউট হয়ে মাঠ ছাড়তে হল ট্রেয়নকে।

  • 02 Nov 2025 11:43 PM (IST)

    বহু প্রতীক্ষিত উইকেট দীপ্তির খাতায়

    দীপ্তি শর্মা অবশেষে তুলে নিলেন প্রোটিয়া ক্যাপ্টেন লরা উলভার্টের উইকেট। ৯৮ বলে ১০১ রানে আউট হলেন লরা।

  • 02 Nov 2025 11:34 PM (IST)

    লরার সেঞ্চুরি

    সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন লরা উলভার্ট। এ বার ভারতের বিরদ্ধে ফাইনালেও সেঞ্চুরি প্রোটিয়া অধিনায়কের।

  • 02 Nov 2025 11:31 PM (IST)

    দীপ্তির ইয়র্কারের কামাল

    ৩৭ বলে ৩৫ রান করে মাঠ ছাড়লেন আন্নেরি ড্রেকসেন।

  • 02 Nov 2025 11:04 PM (IST)

    জোড়া ছক্কা আন্নেরি ড্রেকসেনের

    ৩২তম ওভারের শেষ দুই বলে জোড়া ছক্কা আন্নেরি ড্রেকসেনের। রাধা যাদব ওভারের পঞ্চম বল নো বল দিয়েছিলেন। ওই বলে প্রথমে আন্নেরি ছয় মারেন। এরপর তার ঠিক পরের ডেলিভারিতেও ছয় মারেন আন্নেরি।

  • 02 Nov 2025 10:53 PM (IST)

    জাফটা আউট

    দীপ্তি শর্মা মোক্ষম সময়ে তুলে নিলেন জাফটার উইকেট। ২৯ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন জাফটা।

  • 02 Nov 2025 10:29 PM (IST)

    কাপ আউট

    লুসের পর মারিজানে কাপের উইকেট তুলে নিলেন শেফালি ভার্মা। ২২.১ ওভারে প্রোটিয়াদের চতুর্থ উইকেটের পতন। জিততে হলে এখান থেকে ১৭৬ রান আরও তুলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। নিজের প্রথম ওভারের প্রথম বলে উইকেট পেয়েছিলেন শেফালি। এরপর নিজের স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম বলেও পেলেন উইকেট।

  • 02 Nov 2025 10:19 PM (IST)

    বোলিংয়ে শেফালি আসতেই উইকেট

    • ২০ ওভার খেলার পর বোলিংয়ে বদল আনলেন হরমনপ্রীত কৌর।
    • শেফালি ভার্মা করছেন ২১তম ওভারে বোলিং।
    • ওভারের দ্বিতীয় বলেই উইকেট পেলেন শেফালি।
    • কট অ্যান্ড বোল্ড লুস।
    • ৩১ বলে ২৫ রান করে মাঠ ছাড়লেন লুস।
  • 02 Nov 2025 10:07 PM (IST)

    লরার হাফসেঞ্চুরি

    ১৬.৩ ওভারে রাধা যাদবের বলে ৪ মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভার্ট।

  • 02 Nov 2025 10:02 PM (IST)

    ১৫ ওভারে প্রোটিয়ারা ৭৮/২

    ক্রিজে ক্যাপ্টেন লরা, সঙ্গী তাঁর লুস। লরা ব্যাট করছেন ৪৩* রানে। লুস ৮*। বাকি থাকা ৩৫ ওভারে ভারতকে তুলতে হবে ২২১ রান।

  • 02 Nov 2025 09:49 PM (IST)

    RECORD: বিশ্বকাপে বিশ্বরেকর্ড রিচার!

    বিশ্বকাপে বিশ্বরেকর্ড বঙ্গতনয়া রিচা ঘোষের। টুর্নামেন্টে ১২টা ছক্কা হাঁকিয়ে শিরোনামে শিলিগুড়ির মেয়ে। ৮ ম্যাচে ১২ ছয় মারলেন রিচা। মেয়েদের চলতি বিশ্বকাপে যা সর্বাধিক। ওয়েস্ট ইন্ডিজের দিয়ান্দ্রা ডটিন (২০১৩ সালে) আর দঃ আফ্রিকার লিজেল লি (২০১৭ সালে) ১২ টা ছয় মারেন। একটি বিশ্বকাপে এখনও পর্যন্ত এটাই সর্বাধিক।

  • 02 Nov 2025 09:45 PM (IST)

    বস আউট

    শ্রী চরণী তুলে নিলেন বসের উইকেট। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন তিনি। তাজমিন রান আউট হওয়ার পর ভারত আরও একটি উইকেট তুলে নিল।

  • 02 Nov 2025 09:36 PM (IST)

    রান আউট তাজমিন

    আমনজোৎ কৌরের দুরন্ত থ্রো ব্রেক থ্রু এনে দিল ভারতকে। ওপেনিং জুটি ভাঙল ৯.৩ ওভারে। প্রোটিয়ারা এখনও তুলেছে ৫১ রান।

  • 02 Nov 2025 09:25 PM (IST)

    মেয়েদের ফাইনালে হাজির সচিন, রোহিতরা

    তারকাদের হাট মুম্বইয়ে। ডিওয়াই পাটিলে ভারত-দক্ষিণ আফ্রিকা মেয়েদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল চলছে। হরমনপ্রীত সিং, স্মৃতি মান্ধানাদের খেলা দেখতে মাঠে হাজির তারকারা। একদিকে সচিন তেন্ডুলকর, অন্যদিকে প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা। এখানেই শেষ নয় তালিকা। ১৯৮৩ সালের প্রথম বিশ্বকাজয়ী দলের অন্যতম সদস্য সুনীল গাভাসকরও হাজির।

  • 02 Nov 2025 09:25 PM (IST)

    ৭ ওভারে প্রোটিয়ারা ৩৫/০

    • সামনে বিশ্বকাপ ট্রফি।
    • টার্গেট যেহেতু ২৯৯, তাই সতর্ক শুরু দক্ষিণ আফ্রিকার।
    • প্রথম ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে লরা ও তাজমিনের ওপেনিং জুটি তুলেছে ৩৫ রান।
  • 02 Nov 2025 09:00 PM (IST)

    রান তাড়া শুরু প্রোটিয়াদের

    টার্গেট ২৯৯। রান তাড়া করতে নামল প্রোটিয়ারা। লরা উলভার্টের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন তাজমিন ব্রিটস।

  • 02 Nov 2025 08:48 PM (IST)

    শেফালির ‘বীর’ ইনিংস

    ফাইনালের মঞ্চে জ্বলে উঠলেন শেফালি ভার্মা। শুরু থেকেই যেন আগুন ঝরানোই লক্ষ্য, স্থির করে নিয়েছিলেন। সেই মতোই খেললেন। ভারতের স্কোরবোর্ডে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৮৭ রান। ১৩ রানের জন্য ফাইনালের মঞ্চে সেঞ্চুরি হাতছাড়া করলেন।

    পড়ুন বিস্তারিত: দলে থাকারই কথা ছিল না, ফাইনালে বীরু ভক্ত শেফালির ‘বীর’ ইনিংস

  • 02 Nov 2025 08:26 PM (IST)

    ভারতের ইনিংস শেষ

    • ২৯৮ রানে ভারতের ইনিংস শেষ।
    • বিশ্বজয়ের জন্য প্রোটিয়াদের তুলতে হবে ২৯৯ রান।
    • টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান শেফালি ভার্মার। তিনি করেছেন ৮৭ রান।
    • প্রোটিয়াদের হয়ে সর্বাধিক (৩টি) উইকেট নিয়েছেন আয়বঙ্গা খাকা।

  • 02 Nov 2025 08:19 PM (IST)

    রিচা আউট

    ৪৯তম ওভারের শেষ বলে উইকেট হারিয়ে বসলেন রিচা ঘোষ। ২৪ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস বাংলার মেয়ের।

  • 02 Nov 2025 08:13 PM (IST)

    হাফসেঞ্চুরি দীপ্তির

    ভারতের ইনিংস শেষের দিকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দীপ্তি শর্মা হাফসেঞ্চুরি করেছিলেন। আজ ফাইনাল ম্যাচেও তাঁর ব্যাটে এল অর্ধশতরান। এটি দীপ্তির কেরিয়ারের ১৮তম ওডিআই হাফসেঞ্চুরি।

  • 02 Nov 2025 07:56 PM (IST)

    আমনজোৎ আউট

    দীপ্তি শর্মার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমনজোৎ কৌর। নাদিনে ডি ক্লার্ক তুলে নিলেন তাঁর উইকেট। ১৪ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন আমন।

  • 02 Nov 2025 07:36 PM (IST)

    হ্যারি ফিরলেন সাজঘরে

    দীপ্তি শর্মার সঙ্গে জুটি বেঁধে ঠিক এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে হরমনপ্রীত কৌর। ৩৯তম ওভারের শেষ বলে ছন্দপতন। ননকুলুলেকো মলাবা তুলে নিলেন হরমনপ্রীতের উইকেট। ২৯ বলে ২০ রান করে ক্রিজ ছাড়লেন হরমনপ্রীত।

  • 02 Nov 2025 07:20 PM (IST)

    ভারতের ২০০ পার

    ৩৫তম ওভারে ভারতের দলগত স্কোর দাঁড়াল ২০০। দীপ্তি শর্মা (১৭*) ও হরমনপ্রীত কৌর (১৪*) রয়েছেন ক্রিজে।

  • 02 Nov 2025 06:55 PM (IST)

    আউট জেমাইমা

    শেফালি ভার্মার পর আয়বঙ্গা খাকা তুলে নিলেন জেমাইমা রড্রিগজের উইকেট। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৭ নট আউট করেছিলেন। সেই ম্যাচ ভারত জিতেওছিল। ফাইনালে ৩৭ বলে ২৪ রান করেই ড্রেসিংরুমের পথে পা বাড়ালেন জেমাইমা। তাঁর উইকেট পড়ায় ক্ষণিকের জন্য গ্যালারি চুপ হয়ে গিয়েছিল।

  • 02 Nov 2025 06:45 PM (IST)

    আউট শেফালি

    ছন্দপতন ভারতের। আয়বঙ্গা খাকা তুলে নিলেন শেফালি ভার্মার উইকেট। ৭৮ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়লেন ভারতের ওপেনার শেফালি। ৭টি ৪ ও ২টি ছয় দিয়ে শেফালি ইনিংস সাজিয়েছিলেন।

  • 02 Nov 2025 06:35 PM (IST)

    ২৫ ওভারে ভারত ১৫১/১

    ক্রিজে জেমাইমা রড্রিগস ও শেফালি ভার্মা। শেফালি ব্যাটিং করছেন ৬৮ বলে ৭৮* রানে। আর জেমি রয়েছেন ২৪ বলে ১৮* রানে। এই ওভারে একটি দুরন্ত ছক্কা হাঁকিয়েছেন শেফালি।

  • 02 Nov 2025 06:33 PM (IST)

    পেশিতে টান শেফালির

    মুম্বইয়ের গরমে শেফালির পেশিতে টান ধরেছে। অল্পের জন্য খেলা বন্ধ হয়। তাঁকে কথা বলতে দেখা যায় ফিল্ড আম্পায়ারের সঙ্গে। ভারতীয় টিমের ফিজিয়ো পৌঁছে যান তাঁর কাছে। জল দেওয়ার পাশাপাশি তাঁর পায়ে স্ট্রেচিং করেন তিনি। মাঠ ছেড়ে শেফালি অবশ্য উঠে যাননি। খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

  • 02 Nov 2025 06:18 PM (IST)

    ক্যাচ ফস্কালেন বস

    অল্পের জন্য রক্ষা পেলেন শেফালি ভার্মা। ২০.১ ওভারে উইকেট হারাতে বসেছিলেন শেফালি। আউটসাইড অফে ফিল্ডার বসের হাত থেকে বল ফস্কে যায়। তেমনটা না হলে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলত ভারত।

  • 02 Nov 2025 06:13 PM (IST)

    শেফালির হাফসেঞ্চুরি

    ৪৯ বলে হাফসেঞ্চুরি শেফালি ভার্মার। এই হাফসেঞ্চুরির পথে তিনি মেরেছেন ৫টি চার, রয়েছে ১টি ছয়।

  • 02 Nov 2025 06:11 PM (IST)

    আউট স্মৃতি

    শেফালি ভার্মার সঙ্গে ওপেনিং জুটিতে ১০৪ রানের পার্টনারশিপের পর উইকেট দিয়ে বসলেন স্মৃতি মান্ধানা। ১৭.৪ ওভারে কোলে ট্রেয়ন তুলে নিলেন ভারতের সহ-অধিনায়কের উইকেট। ৫৮ বলে ৪৫ রান করে মাঠ ছাড়লেন স্মৃতি। ইনিংসে রয়েছে ৮টি চার।

  • 02 Nov 2025 05:59 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৮৯/১

    • দেখতে দেখতে ১৫ ওভারের খেলা শেষ।
    • এখনও ছন্দপতন হয়নি ভারতের ওপেনিং জুটির।
    • এই ওভারের তৃতীয় বলে এক দুরন্ত ছক্কা হাঁকান শেফালি।
    • ক্রিকেট মহলে আলোচনা চলছে এই জুটি যদি ২৫ ওভার অবধি টিকে যায়, তা হলে স্কোরবোর্ড অনেকটা সচল থাকবে।
  • 02 Nov 2025 05:47 PM (IST)

    ১০ ওভার শেষ

    • ধীরস্থির শুরু করেছে টিম ইন্ডিয়া।
    • স্মৃতি-শেফালির ওপেনিং জুটিতে এগিয়ে চলেছে।
    • ১০ ওভার শেষে বিনা উইকেটে টিম ইন্ডিয়া তুলেছে ৬৪ রান।
    • শেফালি ভার্মা রয়েছেন ২৫ বলে ২৯* রানে।
    • স্মৃতি মান্ধানা রয়েছেন ৩৫ বলে ২৭* রানে।
  • 02 Nov 2025 05:06 PM (IST)

    প্রথম চার

    • প্রথম ওভারে এক রানও না আসার পর দ্বিতীয় ওভার শুরু হল চার দিয়ে।
    • শেফালি ভার্মার ব্যাটে এল ফাইনালের প্রথম চার।
    • প্রোটিয়া বোলার আয়াবঙ্গা খাকার প্রথম ওভারের প্রথম বল বাউন্ডারিতে পাঠিয়েছেন ওপেনার শেফালি।
    • এই ওভারে রানের খাতা খুলেছেন স্মৃতিও।
  • 02 Nov 2025 05:02 PM (IST)

    ফাইনালের বল গড়াল

    • বিকেল ৫টা নাগাদ অবশেষে ফাইনাল ম্যাচের প্রথম বল গড়াল।
    • ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেছেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা।
    • প্রথম ওভার থেকে এল না এক রানও।
    • স্মৃতি মান্ধানাকে দেখেই বোঝা গেল বেশ চাপে তিনি। কোনও ঝুঁকি নিতে চাইছেন না।
    • যে কারণে প্রথম ওভার ছেড়ে দিলেন তিনি।
  • 02 Nov 2025 04:58 PM (IST)

    চোখ বন্ধ করে জাতীয় সঙ্গীত গাইছেন হ্যারিরা

    প্রোটিয়াদের বিরুদ্ধে ফাইনালের আগে মন্ত্রমুগ্ধের মতো চোখ বন্ধ করে জাতীয় সঙ্গীত গাইলেন ভারতের প্লেয়াররা। চোখের কোণে জল চিকচিক করছিল হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের। তাঁদের পাশাপাশি জাতীয় সঙ্গীতে গলা মেলালেন জনপ্রিয় গায়িকা সুনীধি চৌহান।

  • 02 Nov 2025 04:50 PM (IST)

    ফাইনাল লড়াইয়ে নামছেন কারা?

    নভি মুম্বইয়ে টসের পর কী বললেন দুই দলের অধিনায়ক এবং কেমন হল দুই টিম? জেনে নিন বিস্তারিত —

    পড়ুন – IND W vs SA W World Cup Final 2025 Playing XI: ট্রফি জিততে হলে প্রোটিয়াদের বড় টার্গেট দিতে হবে ভারতকে, টস হেরে হ্যারি যা বললেন…

  • 02 Nov 2025 04:33 PM (IST)

    টস আপডেট

    নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট জিতেছেন টস। প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন লরা।

  • 02 Nov 2025 04:25 PM (IST)

    টিম হাডলের পালা

    • দুই ক্যাপ্টেনের সঙ্গে আম্পায়ারদের কথা বলতে দেখা যায়।
    • দুই দলের ক্রিকেটাররা ম্যাচের আগে ওয়ার্ম আপ করেন।
    • ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে ভারতের মেয়েদের দেখা গেল গোল করে টিম হাডল করতে।
  • 02 Nov 2025 04:09 PM (IST)

    কখন হবে টস?

    • ডিওয়াই পাটিল স্টেয়িডামে থেমেছে বৃষ্টি।
    • মাঠ পরিদর্শনের পর জানা গিয়েছে বিকেল ৪.৩২ মিনিটে হবে টস।
    • আর ম্যাচ শুরু হবে বিকেল ৫টা নাগাদ।
  • 02 Nov 2025 04:02 PM (IST)

    থেমেছে বৃষ্টি

    নভি মুম্বই থেকে মিলল সুখবর। থেমেছে বৃষ্টি। মাঠ থেকে ধীরে ধীরে সরছে কভার। এ বার ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা। অন ফিল্ড আম্পায়াররা ফোর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। তাড়াতাড়ি মিলবে টসের খবর।

  • 02 Nov 2025 03:55 PM (IST)

    ২০ ওভারের ম্যাচের সম্ভবনা

    মেয়েদের আইসিসি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য ২ ঘণ্টা অতিরিক্ত সময় রাখা হয়েছে। সেক্ষেত্রে কাট অফ টাইম সন্ধে ৯.০৮ মিনিট। প্রথমে অফিসিয়ালরা চেষ্টা করবেন আজই ম্যাচ যদি শেষ করা যায়, যদি কাট অফ টাইমের মধ্যে খেলা শুরু না করা যায়, তা হলে ম্যাচ রিজার্ভ ডে-তে গড়াবে।

  • 02 Nov 2025 03:50 PM (IST)

    বৃষ্টির কোপ কাটছেই না

    • বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচের টস হয়নি।
    • সূচি অনুযায়ী টসের আসল সময় ছিল দুপুর ২.৩০ মিনিট।
    • আর ম্যাচ শুরু হওয়ার আসল সময় ছিল বিকেল ৩টে।
    • নভি মুম্বই স্টেডিয়ামে দফায় দফায় বৃষ্টির কারণে এখনও টস হয়নি।
    • যার ফলে ম্যাচ শুরু হতেও হচ্ছে দেরি।
    • আজ অর্থাৎ রবিবার যদি ম্যাচ একান্তই শুরু করা না যায়, তা হলে আগামিকাল অর্থাৎ সোমবার হবে সেই ম্যাচ। কারণ ফাইনাল ম্যাচে রয়েছে রিজার্ভ ডে।
  • 02 Nov 2025 02:22 PM (IST)

    ওডিআই বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হবে কারা?

    অতীতে মেয়েদের ওডিআই বিশ্বকাপে ভারত ২ বার ফাইনালে খেলেছে। কিন্তু ট্রফি জয়ের স্বাদ পায়নি টিম ইন্ডিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। ফলে যে দলই আজ জিতুক না কেন, ওডিআই বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন টিম।

  • 02 Nov 2025 02:10 PM (IST)

    মহারণের অপেক্ষা

    আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে হরমনপ্রীত কৌরের ভারত এবং লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা।

Published On - Nov 02,2025 2:00 PM