AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: ইংল্যান্ড সফরে দাপট, শুভমন গিলকে সম্মান আইসিসির

ICC Best Cricketer: সব মিলিয়ে সাড়ে সাতশোর বেশি রান। এক সিরিজে নানা রেকর্ড গড়েছিলেন শুভমন। তার স্বীকৃতিও পেলেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে ঘোষিত জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সম্মান পেলেন শুভমন গিল।

Indian Cricket: ইংল্যান্ড সফরে দাপট, শুভমন গিলকে সম্মান আইসিসির
Image Credit: PTI FILE
| Updated on: Aug 12, 2025 | 7:02 PM
Share

ইংল্যান্ড সফরে দুর্দান্ত শুভমন গিল। সিরিজ শুরুর আগেই বলেছিলেন, সেরা ব্যাটার হতে চান। এমনটা বলার কারণও ছিল। এর আগে ইংল্যান্ডের মাটিতে হাতে গোনা ম্যাচ খেলেছিলেন। সাফল্য মেলেনি। এ বার ব্যাটার শুভমনকে জেতাতে চেয়েছিলেন। সেই লক্ষ্য পূরণ করেছেন। চারটি সেঞ্চুরি। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি। সব মিলিয়ে সাড়ে সাতশোর বেশি রান। এক সিরিজে নানা রেকর্ড গড়েছিলেন শুভমন। তার স্বীকৃতিও পেলেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে ঘোষিত জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সম্মান পেলেন শুভমন গিল।

অতীতে ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন শুভমন গিল। যদিও সেটি জিম্বাবোয়ের মতো তথাকথিত ছোট দলের বিরুদ্ধে সফরে। একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে তৈরি স্কোয়াডকে নেতৃত্ব দিয়েছিলেন শুভমন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ডেপুটি করা হয়। তখন থেকেই ইঙ্গিত ছিল, শুভমন গিলকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে। ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্যাপ্টেন ঘোষণা করা হয়। পাঁচ ম্যাচের সিরিজে ক্যাপ্টেন্সিতে প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করেছেন। একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়েই সিরিজ ড্র করেছে ভারত।

আইসিসির জুলাই মাসের সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারের নাম ঘোষণা হয়েছে। প্রত্যাশা ছিল, শুভমন গিল পুরুষদের বিভাবে এই সম্মান জিতবেন। দৌড়ে ছিলেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন অলরাউন্ডার বেন স্টোকস এবং প্রোটিয়া অলরাউন্ডার উইয়ান মুল্ডার। আইসিসির সম্মান প্রসঙ্গে শুভমন গিল বলেন, ‘দারুণ অনুভূতি। এবারের পুরস্কার অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, ক্যাপ্টেন হিসেবে আমার প্রথম টেস্ট সিরিজ ছিল, সেখানেই আমি দুর্দান্ত পারফরম্যান্সটা করতে পেরেছি।’