কলকাতা: শুধু নামেই নয়, কাজেও ‘বিরাট’ তিনি। মেজাজটাই আসল রাজা বুঝিয়ে দেন যিনি। একাগ্রতা, নিষ্ঠা ও জেদকে কাজে লাগিয়ে কীভাবে সাফল্য়ের চূড়ায় পৌঁছনো যায় তার অন্য়তম উদাহরণ বিরাট কোহলি (Virat Kohli)। আজ, ৩৫-এ পা দিলেন বিরাট। এ বারের জন্মদিনটা কাটছে কলকাতায়। আর পাঁচটা দিনের মতোই প্রিয় মাঠেই কাটবে আজকের দিনটা। রবিবারের মেগা ম্যাচে ই়ডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।কিং কোহলির জন্মদিনে আইসিসির তরফে বিশেষ ভিডিয়ো বার্তা। এই ভিডিয়োর মাধ্যমে বিরাটকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন জসপ্রীত বুমরা ও শুভমন গিলরা। কী বলছেন সতীর্থরা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
খেয়াল করে দেখবেন, খুব সফল ব্যক্তিদের জন্মদিন নিয়ে খুব একটা মাতামাতি করতে দেখা যায় না। অন্যান্য আর পাঁচটা দিনের মতো এটাও একটা দিন তাঁদের কাছে। একটা নতুন লড়াই, নতুন কিছু করে দেখানোর তাগিদ। কোহলির কাছেও তেমনটাই। শনিবার সাংবাদিক সম্মেলনে বিরাটের কোচ রাহুল দ্রাবিড় জানান, কোহলির শান্ত রয়েছেন। আর তার প্রভাব পারফরম্যান্সেই দেখা যাচ্ছে। জন্মদিনে চেজ মাস্টারের জন্য একটি সুন্দর ভিডিয়ো বানিয়েছে আইসিসি। যেখানে রাহুল দ্রাবিড়কে বলতে শোনা যাচ্ছে, “বিরাট এই ফরম্যাটের রাজা। অন্যান্য ফরম্য়াটেও ও পারদর্শী হলেও, ওডিআইকে ওকে হারানো মুশকিল। ওর পারফরম্য়ান্স, ওর একগ্রতা আগামী প্রজন্মের অনুপ্রেরণা।” ভারতের তারকা ওপেনার শুভমন গিলের অনুপ্রেরণা কিন্তু কোহলি, নিজেই প্রকাশ্যে বারে-বারে জানিয়েছেন গিল। প্রিয় তারকার জন্মদিনে প্রিন্সের বার্তা, “বিরাট ভাইয়ের খেলার প্রতি ভালোবাসা, খিদের সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। আমি আমার জীবনে আর কাউকে এমন দেখিনি যে খেলাকে এই পরিমাণে ভালোবাসে।”
বিরাটের থেকে রোজ নতুন কিছু শেখেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। আইসিসির ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “অনেক কিছু শেখার আছে তাঁকে দেখে। কীভাবে হাল ধরতে হয় রোজ শেখায় ওঁ। আমার মনে হয়, সবার শেখা উচিত ওঁকে দেখে।” বিরাটের জন্মদিনে অশ্বিনের সংযোজন, “ক্রিকেটের ডিএনএটাই পরিবর্তন করে দিয়েছে বিরাট। সবার অনুপ্রেরণা কোহলি।”