বিরাট কোহলি টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তেই ভারতীয় ক্রিকেটে একটা অস্বস্তি তৈরি হয়েছিল। এরপর কে দায়িত্ব নেবেন? বিকল্প বলতে ছিলেন শুধু রোহিত শর্মাই। বিরাটের স্টপগ্যাপ হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ছিলই। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তেই বিরাটকে ওয়ান ডে থেকেও সরিয়ে দেওয়া হয়। বোর্ডের মত ছিল, সাদা বলে একজনই ক্যাপ্টেন থাকবেন। বিরাট টেস্ট নেতৃত্ব ছাড়তে তিন ফরম্যাটেই পূর্ণ দায়িত্ব পান রোহিত শর্মা। এখন ভারতীয় ক্রিকেটে বড় প্রশ্ন, টি-টোয়েন্টি পরবর্তী নেতা কে? এক নজরে জেনে নেওয়া যাক, ক্যাপ্টেন রোহিত শর্মার প্রাপ্তি কী।
ভারতকে একশোর বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। দ্বিতীয় অধিনায়ক হিসেবে ভারতকে টি-টোয়েন্টি ট্রফি দিলেন রোহিত। ২০০৭ সালে উদ্বোধনী সংস্করণে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম বার টি-টোয়েন্টি ট্রফি জিতেছিল ভারত। বছরখানেকের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হারের পর অবশেষে টি-টোয়েন্টিতে বিশ্বজয়।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে ৬২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে ৪৯টি জয় এবং ১২টি হার। ১টি ম্যাচ টাই হয়েছে, একটি নিষ্ফলা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ক্যাপ্টেন রোহিত ১৩ ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১১টিতেই জয়। ২টি মাত্র হার। সব ফরম্যাট মিলিয়ে ১২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে মাত্র ২৬টি হার। টেস্ট ক্রিকেটে ১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। হার মাত্র চারটিতে।
দেশের ক্যাপ্টেন হিসেবে প্রথম আইসিসি ট্রফি হলেও এশিয়া কাপ ট্রফি জয়ের রেকর্ড রয়েছে রোহিতের। এশিয়া কাপে একাধিক ট্রফি জিতেছেন রোহিত। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ট্রফি। রোহিতের পরবর্তী টার্গেট নিঃসন্দেহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি।