Mohammed Shami: আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পরিকল্পনা খোলসা করলেন সামি

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 15, 2024 | 12:14 AM

Indian Cricket Team: বেশ কিছুদিন হল প্রস্তুতি শুরু করেছেন মহম্মদ সামি। ব্যাটিং-বোলিং করছেন। ম্যাচফিট এখনও নন। বাংলাদেশের বিরুদ্ধে পাওয়ার সম্ভাবনা নেই। এরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজে কি ফিরছেন সামি? বাংলার পেসার যা বলছেন...

Mohammed Shami: আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পরিকল্পনা খোলসা করলেন সামি
Image Credit source: CAB

Follow Us

গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে শুরুর দিকে সুযোগ পাচ্ছিলেন না মহম্মদ সামি। হার্দিক পান্ডিয়ার চোটের পরই তাঁকে একাদশে ফেরানো হয়। চোখ ধাঁধানো পারফরম্যান্স করেন মহম্মদ সামি। বিশ্বকাপের শেষ পর্বে চোট নিয়েই খেলেছিলেন। বিশ্বকাপ শেষে অস্ত্রোপচার করান। দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে। তবে বেশ কিছুদিন হল প্রস্তুতি শুরু করেছেন মহম্মদ সামি। ব্যাটিং-বোলিং করছেন। ম্যাচফিট এখনও নন। বাংলাদেশের বিরুদ্ধে পাওয়ার সম্ভাবনা নেই। এরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজে কি ফিরছেন সামি? বাংলার পেসার যা বলছেন…

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মহম্মদ সামি জানিয়েছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে ফেরার সম্ভাবনা ক্ষীণ। আপাতত যা পরিস্থিতি, নিউজিল্যান্ড সিরিজেও তাঁকে পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। বোর্ডের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে মহম্মদ সামি বলেন, ‘তাড়াতাড়িই চেষ্টা করছি। বহু দিন হল টিমের বাইরে। আমারও দ্রুতই ফেরার চেষ্টা রয়েছে। তবে অতিরিক্ত তাড়াহুড়ো করতে চাই না। সামান্য ধোঁয়াশা নিয়েও মাঠে নামতে চাই না। যতক্ষণ না একশো শতাংশ নিশ্চিত হচ্ছি, ফেরার ঝুঁকি নিতে নারাজ। কারণ, সেক্ষেত্রে ফের চোট পাওয়ার সম্ভাবনা থাকে।’

তা হলে কি নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন? সামির সাফ জবাব, ‘সবার আগে লক্ষ্য পুরোপুরি ফিট হওয়া। কোন টিমের বিরুদ্ধে ফিরছি সেটা ম্যাটার করে না। বোলিং শুরু করেছি। আমি কোনওরকম সন্দেহ রাখতে চাই না। কোন ফরম্যাট, প্রতিপক্ষ বিষয় নয়। ঘরোয়া ক্রিকেটে খেলতে হলেও আমি রাজি।’

জাতীয় দলে ফেরার প্রস্তুতিতে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দেখা যেতে পারে সামিকে। সে প্রসঙ্গে বলেন, ‘আমি সবসময়ই বাংলার হয়ে খেলা পছন্দ করতাম, করি এবং করবও। হতে পারে আমার জন্ম উত্তরপ্রদেশে, আমি কিন্তু বাংলার। যখনই সুযোগ পাব বাংলা হয়ে খেলার, খেলব, সতীর্থদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করব।’

Next Article