T20 World Cup 2024: ‘লাভ ইউ…’ ডি’ককদের সান্ত্বনা দিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা

Jul 01, 2024 | 5:19 PM

Watch Video: বার্বাডোজে হওয়া টি-২০ বিশ্বকাপে ভারতের জয়রথ থামাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। যার ফলে রানার্স হয়েই সন্তুষ্ট হতে হল এইডেন মার্কব়্যামের টিমকে। এর মাঝে ডি'ককদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

T20 World Cup 2024: লাভ ইউ... ডিককদের সান্ত্বনা দিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা
T20 World Cup 2024: 'লাভ ইউ...' ডি'ককদের সান্ত্বনা দিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বার্বাডোজে হল না ‘ইটস টাইমস টু আফ্রিকা।’ তা হলে হতাশ হতেন ভারতের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা। ভারতের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরেছে দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া ভারতীয় শিবিরে। আর ঠিক উল্টো ছবিটা প্রোটিয়া শিবিরে। এক রাশ মন খারাপ নিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা যখন টিম বাসে উঠছিলেন, সেই সময় ‘উই লাভ ইউ সাউথ আফ্রিকা’ বলে স্লোগান দিচ্ছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। এ বারের  টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) রানার্স হওয়া কুইন্টন ডি’কক, ক্লাসেনদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার সমর্থকরা।

এই প্রথম বার টি-২০ বিশ্বকাপ ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। বরাবরের চোকার্স তকমা ঘোচাতে মরিয়া ছিলেন হেনরিক ক্লাসেন, ডেভিড মিলাররা। কিন্তু ভারতের জয়রথ থামাতে পারল না দক্ষিণ আফ্রিকা। যার ফলে রানার্স হয়েই সন্তুষ্ট হতে হল এইডেন মার্কব়্যামের টিমকে। ডি’ককদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন ক্রিকেট প্রেমীরা।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট প্রেমী ও প্রোটিয়া ক্রিকেটারদের এখ ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এক এক করে টিম বাসে উঠছেন কুইন্টন ডি’কক, কাগিসো রাবাডা, ডেভিড মিলার, অনরিখ নর্টজেরা। দক্ষিণ আফ্রিকার টিম বাসের সামনে কয়েক জন ভারতীয় ক্রিকেট প্রেমী দাঁড়িয়ে ছিলেন। তাঁরা হাততালিতে ভরিয়ে দেন। কুইন্টন ডি’কককে তাঁরা বলেন, ‘ভালো খেলেছ কুইনি।’ পাশাপাশি শুনতে পাওয়া যায়, ‘আমরা দক্ষিণ আফ্রিকাকে ভালোবাসি।’

ওই ভিডিয়োতে লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া সাইট X ব্যবহারকারী একজন লেখেন, ‘ভারতীয়রা জানে কী ভাবে প্লেয়ারদের সম্মান জানাতে হয়।’ আর এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘এটাই ভারতের সংস্কৃতি।’

Next Article