কলকাতা: ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়ে কোচিং কেরিয়ারের শেষটা সোনায় মুড়িয়ে রাখলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। প্লেয়ার হিসেবে রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। কিন্তু কোচ হিসেবে তাঁর সেই স্বপ্ন পূরণ করেছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। টি-২০ বিশ্বকাপ অবধি রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার হেড কোচ ছিলেন। এ বার থেকে তাঁর নামের পাশে প্রাক্তন জুড়বে। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ হওয়ার ঠিক আগের মুহূর্তে বিরাট কোহলিকে ‘শেষ কাজ’ দিয়ে গেলেন রাহুল দ্রাবিড়। জানেন তা কী?
আইসিসির ইন্সটাগ্রামে ভারতের ড্রেসিংরুমের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে বিরাট কোহলিকে ভারতের হেড স্যার দ্রাবিড় বলেন, ‘সাদা বলে তিনটে টিক হয়ে গিয়েছে। একটা লাল বাকি রয়েছে। সেটায় টিক করো।’ রাহুল দ্রাবিড় আসলে বিরাট কোহলিকে বলতে চেয়েছিলেন, তিনি তো টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বাকি শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেটাই এ বার জিততে হবে বিরাটকে।
এখনও অবধি মোট দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। প্রথম বার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। তখন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। গত বছর বিশ্ব টেস্ট ফাইনালে অজিদের কাছে হেরেছে ভারত। তাতে টিম ইন্ডিয়ার কোচ ছিলেন দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত। দু’বার ফাইনাল খেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের খেতাব জিততে পারেনি ভারত। এ বার তাই বিদায়বেলায় টিম ইন্ডিয়ার ট্রফি ক্যাবিনেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি আনার আবদার কোহলির কাছে রেখে গেলেন দ্রাবিড়।