কলকাতা: জোরকদমে চলছে ২০২৩ সালের আইপিএল। এখনও টুর্নামেন্টের এক সপ্তাহও গড়ায়নি। তারই মধ্যে পয়েন্ট টেবলের ওঠানামা চলছে। এখনও পর্যন্ত আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ৭টি ম্যাচ খেলা হয়েছে। আজ, বুধবার রয়েছে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস ম্যাচ। মঙ্গল রাতে শেষ ম্যাচে খেলা হয়েছে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের মধ্যে। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছে হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। এই ম্যাচের পর পয়েন্ট টেবলের শীর্ষে চলে গিয়েছে গুজরাট। TV9Bangla-র এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।
১. ৭টি ম্যাচের পর লিগ টেবলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ারা ২টি ম্যাচে খেলে দুটিতেই জিতেছে। গুজরাটের নেট রান রেট +০.৭০০। গুজরাটের পয়েন্ট ৪।
২. গ্রুপ পর্বে এখনও অবধি ১টি ম্যাচে খেলে ও জিতে লিগ টেবলের দুই নম্বরে রয়েছে গতবারের রানার্স টিম রাজস্থান রয়্যালস। রাজস্থানের নেট রান রেট +৩.৬০০। পয়েন্ট ২।
৫. পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব তাদের প্রথম ম্যাচে কেকেআরকে হারিয়েছিল। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.৪৩৮। পঞ্জাবের আপাতত প্রাপ্ত পয়েন্ট ২।
৬. লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এ বারের আইপিএলে হার্দিকের গুজরাটের কাছে আইপিএল যাত্রা শুরু করেছিল সিএসকে। সোমবার ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে ১২ রানে জিতেছে। আপাতত সিএসকের অর্জিত পয়েন্ট ২। নেট রান রেট +০.০৩৬।
৭. হার দিয়ে শুরু হয়েছে কিং খানের দলের অভিযান। লিগ টেবলের সাত নম্বরে রয়েছে কেকেআর। চোটের কারণে শ্রেয়স আইয়ার এ বারের আইপিএলে অনুপস্থিতি। তাই কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন নীতীশ রানা। গ্রুপ পর্বে এখনও অবধি ১টি ম্যাচে খেলে তাতে হেরেছে কেকেআর। নেট রান রেট -০.৪৩৮।
৮. দিল্লি ক্যাপিটালস তাদের শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে হেরে গিয়েছে। জোড়া হারে ০ পয়েন্ট নিয়ে টেবলের অষ্টম স্থানে দিল্লি। ডেভিড ওয়ার্নারের টিমের নেট রান রেট -১.৭০৩।
৯. রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলে তাদের প্রথম ম্য়াচে আরসিবির কাছে হেরেছিল। আপাতত লিগ টেবলের ৯ নম্বরে রয়েছে মুম্বই। গত আইপিএলে লিগ টেবলের লাস্ট বয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল রোহিতের MI পল্টন। মুম্বইয়ের নেট রান রেট -১.৯৮১।
১০. আপাতত পয়েন্ট টেবলের লাস্ট বয় সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি একটি ম্যাচেই খেলেছে অরেঞ্জ আর্মি। সেই ম্যাচে পিঙ্ক আর্মির বিরুদ্ধে হেরেছিল সানরাইজার্স। হায়দরাবাদের নেট রান রেট -৩.৬০০।