IPL 2023 Orange Cap: ঋতুরাজের রাজত্ব চলছে, কমলা টুপির দৌড়ে প্রবেশ ওয়ার্নারের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 05, 2023 | 7:30 AM

IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ৭টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন...

IPL 2023 Orange Cap: ঋতুরাজের রাজত্ব চলছে, কমলা টুপির দৌড়ে প্রবেশ ওয়ার্নারের
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাদের পরাজয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) গুজরাট টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে ৬ উইকেটে হেরেছেন ডেভিড ওয়ার্নাররা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট দিল্লিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে ১৬তম সংস্করণে নিজেদের দ্বিতীয় জয় পেয়ে গিয়েছে (IPL 2023)। ম্যাচে গুজরাটের জয়ের নায়ক ছিলেন সাই সুদর্শন। যিনি ৪৮ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১১ বল বাকি থাকতে ১৬৩ রানের লক্ষ্যে পৌঁছতে সহায়তা করেন।এই ধারাবাহিক জয়ে গুজরাট পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে। একইসঙ্গে অরেঞ্জ ক্যাপের দৌড়েও বেশ কয়েকটি নতুন নাম সামিল হয়েছে। তাঁরা কারা? দেখে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

১) এ বারের আইপিএলের অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৯২ রান করেছিলেন তিনি। এটাই আপাতত তাঁর এই মরসুমের সর্বাধিক রান। চলতি আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলে ঋতুরাজ করেছেন ১৪৯ রান।

২) লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ২ নম্বরে উঠে এসেছেন। তিনি দিল্লির বিরুদ্ধে করেছিলেন ৭৩ রান। এরপর দ্বিতীয় ম্যাচে তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে করেছেন ৫৩ রান। মোট ১২৬ রান করে কমলা টুপির দৌড়ে ২ নম্বরে রয়েছেন তিনি। স্ট্রাইক রেট ২১০।

৪. মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা (Tilak Varma) তিন থেকে চার নম্বরে নেমে গিয়েছেন। তিনি আরসিবির বিরুদ্ধে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

৫. কমলা টুপির দৌড়ে নতুন সংযোজন হলেন গুজরাট টাইটান্সের ব্যাটিং সেনসেশন সাই সুদর্শন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন সুদর্শন। দুটি ম্যাচে তাঁর রান সংখ্যা ৮৪। পাঁচ নম্বরে ঠাঁই হয়েছে সুদর্শনের।

Next Article