India Tour Of South Africa: কোয়ারান্টিন কাটিয়েই মাঠে নেমে পড়লেন বিরাট-অশ্বিনরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 18, 2021 | 5:54 PM

বিরাটদের প্রথম ট্রেনিংয়ের যে ভিডিও পোস্ট করেছে বিসিসিআই, তাতে দেখা গিয়েছে অশ্বিন একাদশ বনাম দ্রাবিড় একাদশ ম্যাচ খেলছে। বিরাটকে নিয়ে যতই বিতর্ক চলুক, এই সফর নিয়ে যে খুব সিরিয়াস ভারতীয় ক্রিকেটাররা, তার প্রমাণও মিলেছে প্রথম ট্রেনিংয়ে। অশ্বিন-পূজারার উত্তপ্ত বাক্য বিনিময় থেকে বিরাটদের ফুটভলিতে মজা--- প্রথম দিনের প্র্যাক্টিস উপভোগ করেছে ভারতীয় টিম।

India Tour Of South Africa: কোয়ারান্টিন কাটিয়েই মাঠে নেমে পড়লেন বিরাট-অশ্বিনরা
অনুশীলনে ভারতীয় দল। ছবি: টুইটার

Follow Us

জোহানেসবার্গ: এক দিনের কোয়ারান্টিন পর্ব শেষ করে প্র্যাক্টিসে নেমে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli), রবিচন্দ্রন অশ্বিনরা (Ravichandran Ashwin)। দক্ষিণ আফ্রিকার (South Africa) পিচে পেস ও বাউন্স সামলানোর পাশাপাশি অনরিখ নর্টজে, কাগিসো রাবাডাদের মতো পেসারদের আগুনে বোলিংয়ের মুখে পড়তে হবে, তা খুব ভালো করেই জানেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাই ম্যাচ কন্টিশনিং ট্রেনিং দিয়েই প্রস্তুতি শুরু হল ভারতের।

বিরাটদের প্রথম ট্রেনিংয়ের যে ভিডিও পোস্ট করেছে বিসিসিআই, তাতে দেখা গিয়েছে অশ্বিন একাদশ বনাম দ্রাবিড় একাদশ ম্যাচ খেলছে। বিরাটকে নিয়ে যতই বিতর্ক চলুক, এই সফর নিয়ে যে খুব সিরিয়াস ভারতীয় ক্রিকেটাররা, তার প্রমাণও মিলেছে প্রথম ট্রেনিংয়ে। অশ্বিন-পূজারার উত্তপ্ত বাক্য বিনিময় থেকে বিরাটদের ফুটভলিতে মজা— প্রথম দিনের প্র্যাক্টিস উপভোগ করেছে ভারতীয় টিম।

 

 

দক্ষিণ আফ্রিকা সফর ভারতের কাছে বরাবরই কঠিন। অতীতে প্রোটিয়াদের মাঠে সাতটা টেস্ট সিরিজ খেললেও একটাও জিততে পারেনি ভারতীয় টিম। সেরা পারফরম্যান্স ছিল ২০১০ সালে। মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে সে বার ১-১ ড্র হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় ২০টা টেস্ট খেলে জয় মাত্র ৩টে। ১০টা হার, ৭টা ড্র। ২০১৮ সালে শেষ সিরিজে ১-২ হেরেছিল ভারত। এ বার অতীত ভোলানোর জন্য মাঠে নামতে চাইছেন বিরাট-রাহুলরা।

 

 

ভারতীয় টিমের স্ট্রেনথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই বলেছেন, ‘মুম্বইয়ে তিন দিনের কঠিন কোয়ারান্টিনে ছিলাম আমরা। ১০ ঘণ্টার লম্বা বিমান যাত্রা করে জোহানেসবার্গে এসেছি। তারপর আরও একটা দিন কোয়ারান্টিনে কাটিয়েছি। যে কারণে আমরা কেউই আর সময় নষ্ট করতে চাইনি। দৌড়, স্ট্রেচিংয়ের পর আমরা ম্যাচটা খেলেছি। যাতে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা না হয়।’

আরও পড়ুন: IPL 2022: রাহুলদের মেন্টরের ভূমিকায় গম্ভীর

Next Article