India Tour of England: রোহিত এখনও ছিটকে যাননি, বলছেন হেড কোচ

রোহিতের জন্য কাল অবধি অপেক্ষা করা হবে। সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।

India Tour of England: রোহিত এখনও ছিটকে যাননি, বলছেন হেড কোচ
Image Credit source: TWITTER
TV9 Bangla Digital

| Edited By: Dipankar Ghoshal

Jun 29, 2022 | 10:19 PM

বার্মিংহাম: রোহিত শর্মার (Rohit Sharma) ফিটনেস নিয়ে ধোঁয়াশা এখনও জারি। রোহিতের জন্য কাল অবধি অপেক্ষা করা হবে। সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। এজবাস্টনে ভারতীয় দল অনুশীলন করলেও, ছিলেন না রোহিত। তিনি এখনও আইসোলেশনে। সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বলেন, ‘রোহিত এখনও ছিটকে যাননি। তবে তার নেগেটিভ রিপোর্ট প্রয়োজন। আজ, কাল আবারও পরীক্ষা করা হবে। মেডিকাল টিম বিষয়টা দেখছে। ম্যাচের এখনও ৩৬ ঘণ্টা বাকি। অনেকটাই সময় রয়েছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিতের বিষয়ে পরিষ্কার না হতে পারলে অধিনায়ক নিয়ে কিছু বলতে চাই না। বোর্ডের তরফে জানানো হবে।‘

সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় যা বললেন, তাতে এটুকুই বলা যায়, ভারতীয় দল এখনই প্যানিক বাটন প্রেস করতে নারাজ। এদিন আরও একবার রোহিতের পরীক্ষা করা হয় এবং তা পজিটিভ আসে। কালকের আগে পরিষ্কার হওয়ার সম্ভাবনা না থাকলেও বলা যায়, রোহিতের খেলার সম্ভাবনা ক্ষীণ। সূত্রের খবর, টি ২০ সিরিজের প্রথম ম্য়াচে তাঁকে পাওয়া নিয়েও সন্দেহ রয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা টি ২০ স্কোয়াড ইংল্যান্ডে পৌঁছেছে। ডার্বিশায়ারে রয়েছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০-তে এই দলেরই খেলার কথা। বিরাট, বুমরা, ঋষভরা দ্বিতীয় টি ২০ থেকে খেলবেন।

শুক্রবার থেকে শুরু হওয়া টেস্টে রোহিত ছাড়া আর কাউকে নিয়ে সমস্যা নেই বলেই জানালেন হেড কোচ রাহুল দ্রাবিড়। টেস্ট স্কোয়াডের সঙ্গে ইংল্যান্ডে যাননি অশ্বিন। তাঁরও কোভিড হয়েছিল। লেস্টারে পরের দিকে স্কোয়াডে যোগ দেন অশ্বিন। লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে বোলিংও করেছিলেন। তবে রোহিত না খেললে অধিনায়ক কে হবে, বারবার প্রশ্ন করা হলেও রাহুল দ্রাবিড় নির্বাচক প্রধান চেতন শর্মার দিকেই বিষয়টি ঠেলে দেন। ওপেন কে করবেন, সেই প্রসঙ্গেও ধোঁয়াশা। মায়াঙ্ক আগরওয়ালকে বিকল্প হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। অনুশীলনে তাঁকে স্বচ্ছন্দ দেখায়নি। যা পরিস্থিতি, শুভমন গিলের সঙ্গে ওপেন করবেন চেতেশ্বর পূজারা। দ্রাবিড় জানালেন, ‘লোকেশ রাহুল সিরিজের আগেই চোট পায়। কাল রোহিতের রিপোর্টের পরই সিদ্ধান্ত নেওয়া হবে। নেতৃত্বের বিষয়টি নির্বাচক প্রধান ঘোষণা করবেন। ইংল্যান্ডে আসার আগে অশ্বিনের কোভিড হয়েছিল। প্রস্তুতি ম্য়াচে বোলিং করেছে। অশ্বিন খেলার জন্য ফিট।‘

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla