নয়াদিল্লি: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতীয় টিম বেছে নিতে চাইছেন নির্বাচকরা। আইপিএলের বাকি ম্যাচ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। ১৫ অক্টোবর ফাইনাল। আইপিএলে কেউ চমকপ্রদ পারফরম্যান্স করলেও ভারতীয় টিমে ঢুকে পড়ার সম্ভাবনা থাকছে না। যদি না কেউ চোটের কারণে টিম থেকে ছিটকে যান।
আইসিসির গাইডলাইন অনুযায়ী, ১০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের টিম ঘোষণা করতে হবে। আইপিএলের বাকি ম্যাচ দেখে টিম তৈরি করার ইচ্ছে ছিল নির্বাচকদের। কিন্তু আইসিসির এই নিয়মের জন্য সে সুযোগ থাকছে না। চেতন শর্মার নির্বাচক টিমকে যে কারণে সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই বাছতে হবে দল। যা বেশ কঠিন কাজ বলেই মনে করছেন অনেকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম বিরাট কোনও রদবদল হওয়ার সম্ভাবনা নেই। তবে, চোখ থাকবে শিখর ধাওয়ান ও শ্রেয়স আয়ারের দিকে। চোট সারিয়ে মাঠে ফিরেছেন শ্রেয়স। আইপিএলের বাকি ম্যাচে তাঁকে দিল্লির হয়ে খেলতে দেখা যাবে। শিখর টিমে ঢুকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। টি-টোয়েন্টি সিরিজে সে ভাবে পারফর্ম করতে পারেননি। যা কিছুটা হলেও দ্বিধায় রেখেছে নির্বাচকদের।
বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজদের টিমে দেখতে পাওয়া যাবে। শিখর, শ্রেয়সের পাশাপাশি প্রশ্নের মুখে আছেন ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমাররা।
এ নিয়ে কোনও সন্দেহ নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়েই মাঠে নামবে ভারত। কুড়ি-বিশের ক্রিকেটে ভারত অন্যতম শক্তিশালী টিম। আমিরশাহিতে আইপিএলের বাকি ম্যাচগুলোতে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ পাবেন। তবে ভারতকে এ বার সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় রাখা হচ্ছে। যে কারণে বিরাট অ্যান্ড কোং নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।