কলকাতা: আইপিএল (IPL) শুরুর আগেই ধাক্কা এ বার কেকেআর (KKR) শিবিরে। হাঁটুর চোটের কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন রিঙ্কু সিং (Rinku Singh)। তাঁর বদলে গুরকিরত সিংকে (Gurkeerat Singh) বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতে দলে নিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
? ATTENTION ?
We have a brand new Knight in our midst ??
Let’s give a warm Toofani Welcome to @gurkeeratmann22 ?#KKRHaiTaiyaar #IPL2021 pic.twitter.com/5J0tyyGhhK
— KolkataKnightRiders (@KKRiders) April 4, 2021
২০১৩ সালে আইপিএল অভিষেক হয় রিঙ্কু সিংয়ের। এখনও পর্যন্ত আইপিএলে মোট ১১টি ম্যাচে খেলেছেন তিনি। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে গত বছরের আইপিএলে খেলেছিলেন গুরকিরত সিং। এ বারের নিলামের আগে গুরকিরতকে ছেড়ে দেয় বিরাটের আরসিবি। ২০১২ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে অভিষেক হয় গুরকিরতের।
Andre ?
DK ?Watch the Knights get competitive in a practice game LIVE from DY Patil Stadium now ??@Russell12A @DineshKarthik #KKRHaiTaiyaar #IPL2021
— KolkataKnightRiders (@KKRiders) April 3, 2021
দলের বেশিরভাগ ক্রিকেটাররাই কোয়ারান্টিন পর্ব কাটিয়ে জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন। নাইটরা দুটি দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচও খেলে নিল। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টিম গোল্ড ও টিম পার্পল দুই দলে খেললেন নাইটরা। প্রস্তুতি ম্যাচে রাসেল পাওয়ারের দেখা মিলেছে। অল্পের জন্য চোটের হাত থেকে বেঁচে গিয়েছেন দীনেশ কার্তিক। রাসেলের শট কার্তিকের মাথার ওপর দিয়ে চলে যায়। সেই ভিডিয়ো শেয়ার করেছে কেকেআর নিজেদের টুইটারে।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত দেবদত্ত, আইপিএল নিয়ে বাড়ছে দুশ্চিন্তা