মুম্বই: বাঁ হাতের চোটে আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছেন আগেই, সেই বেন স্টোকস (Ben Stokes) তিন মাস ক্রিকেটের বাইরে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) জানিয়েছে, বৃহস্পতিবার আর এক দফা এক্স-রে ও সিটি স্ক্যান করা হয়েছিল স্টোকসের। তাতে দেখা গিয়েছে অস্ত্রোপচার দরকার তাঁর। অন্তত ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
আইপিএল থেকে ছিটকে গেলেও টিমের সঙ্গেই রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। শনিবার তিনি উড়ে যাবেন দেশে। সোমবার হবে তাঁর অপারেশন। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ক্রিস গেইলের ক্যাচ নেওয়ার সময় চোট পেয়েছিলেন হাতে। তার পরও অবশ্য তাঁকে ব্যাট করতে দেখা গিয়েছিল। রাজস্থান অবশ্য ওই ম্যাচটা হেরে যায়।
আরও পড়ুন: IPL 2021: নর্টজের কোভিড রিপোর্টে ভুল
স্টোকসের মতো অলরাউন্ডার টিম থেকে ছিটকে যাওয়া মানে টিমের প্রচুর ক্ষতি। বল ও ব্যাট হাতে একাই অনেক ম্যাচ পার দেন তিনি। রাজস্থানের (Rajasthan Royals) ভারসাম্য কিছুটা হলেও নষ্ট হয়েছে। স্টোকস অবশ্য দ্রুত মাঠে ফিরতে চান। অস্ত্রোপচারের পরই চিকিত্সকদের পরামর্শ মতো রিহ্যাব শুরু করে দেবেন।