IPL 2021: নর্টজের কোভিড রিপোর্টে ভুল
গত আইপিএলে (IPL) দিল্লির হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন নর্টজে (Anrich Nortje)। রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ঋষভ পন্থদের। সেই ম্যাচে নর্টজেকে দেখা যায় কিনা সেটাই এখন দেখার।
মুম্বই: করোনায় (COVID-19) আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রোটিয়া পেসার এনরিচ নর্টজে (Anrich Nortje)। এই খবরে শোরগোল পড়ে গিয়েছিল ২ দিন আগেই। কিন্তু সেই কোভিড রিপোর্ট মিথ্যা ছিল। নর্টজে করোনায় আক্রান্ত হননি। ভুল রিপোর্টের জন্যই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে পারলেন না তিনি। শুক্রবারই দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে সেই কথা জানানো হয়েছে।
He’s here ?
Our ?? pace superstar is now out of quarantine. After a false positive result for COVID-19, Anrich Nortje tested negative thrice, and is now part of our team bubble.
We can’t wait to see him in action ?#YehHaiNayiDilli #IPL2021 @AnrichNortje02 @TajMahalMumbai pic.twitter.com/8dGh2GlniK
— Delhi Capitals (@DelhiCapitals) April 16, 2021
কোয়ারান্টিনে থাকার সময় করোনায় আক্রান্ত হন নর্টজে। এমনই খবর ছড়ায় গত বুধবার। আতঙ্ক তৈরি হয় আইপিএলে (IPL)। ৪৮ ঘণ্টা পরই সেই আতঙ্কের মেঘ অবশ্য কেটে গেল। প্রথম রিপোর্ট পজিটিভ আসার পর, দ্বিতীয় বার ফের আরটি-পিসিআর পরীক্ষা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। মোট ৩ বার আরটি-পিসিআর পরীক্ষার পর দেখা যায় নর্টজে করোনা আক্রান্ত হননি। তাঁর প্রথম দফার রিপোর্টে ভুল ছিল। ফলে দিল্লি ক্যাপিটালসের দলের সঙ্গে যোগ দিতে আর কোনও বাধা রইল না দক্ষিণ আফ্রিকার এই পেসারের। টিমের বাকি ক্রিকেটারদের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে যোগ দিয়েছেন তিনি। প্রথম বার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে আইসোলেশনে রাখা হয়েছিল। কোয়ারান্টিন পর্ব আগেই শেষ হয়ে গিয়েছে। এ দিন সতীর্থদের সঙ্গে ব্রেকফাস্ট করার পর ফিটনেস ট্রেনিংও করেছেন নর্টজে।
আরও পড়ুন: IPL 2021: অশ্বিন প্রসঙ্গে মুখ খুললেন পন্টিং
গত ৬ এপ্রিল মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছিলেন নর্টজে এবং রাবাদা। যোগ দেওয়ার সময় দুজনের কোভিড রিপোর্টই নেগেটিভ ছিল। গত আইপিএলে দিল্লির হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন নর্টজে। রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ঋষভ পন্থদের। সেই ম্যাচে নর্টজেকে দেখা যায় কিনা সেটাই এখন দেখার।