মুম্বই: আইপিএল (IPL) শুরুর আগে আবার করোনা (COVID-19) সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠছে। প্রতিদিন আট ফ্র্যাঞ্চাইজির কোনও না কোনও ব্যাক্তির করোনা আক্রান্তের খবর উঠে আসছে। এ বার করোনা আক্রান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অল রাউন্ডার ড্যানিয়েল স্যামস (Daniel Sams)। বুধবার সকালে আরসিবির (RCB) টুইটারে এই খবর জানানো হয়।
Official Statement: Daniel Sams checked into the team hotel in Chennai on April 3rd, with a negative COVID report on arrival. His report from the 2nd test on 7th April came positive. Sams is currently asymptomatic and he is currently in isolation at a designated medical facility.
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 7, 2021
আরসিবি টুইটারে লেখে, “৩ এপ্রিল ড্যানিয়েল স্যামস যখন চেন্নাইয়ের টিম হোটেলে যোগ দিয়েছিলেন, তখন তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল। ৭ এপ্রিল দ্বিতীয় পরীক্ষার সময় রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত স্যামসের করোনার কোনও উপসর্গ নেই এবং তিনি আইসোলেশনে রয়েছেন। বিসিসিআইয়ের সমস্ত নিয়ম তিনি মেনে চলছেন। তা ছাড়া আরসিবির মেডিক্যাল টিম ড্যানিয়েল স্যামসের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং তাঁর শারীরিক অবস্থার ওপর নজরদারি করছে।”
Bold Diaries: Devdutt Padikkal joins the RCB camp after testing negative for COVID-19. He’s healthy, feeling better and raring to go. Here’s a message to all RCB fans from Devdutt.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/BtVszNABJW
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 7, 2021
আরও পড়ুন: IPL 2021: করোনার হানা এ বার রোহিতের দলে
এর আগে ২২ মার্চ দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি ব্যাঙ্গালোরে তাঁর নিজের বাড়িতেই কোয়ারান্টিনে ছিলেন। আরসিবির টুইটারে বুধবার সকালে জানানো হয়, দেবদত্তর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর, এ দিনই দলের সঙ্গে ফের যোগ দিলেন তিনি। এক ভিডিয়ো বার্তায় দেবদত্ত জানিয়েছেন, দু’বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তিনি দলের সঙ্গে যোগ দিলেন। এখন তিনি সুস্থ আছেন। তাঁর আরোগ্য কামনা করার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন আরসিবির এই ওপেনার।