IPL 2021: করোনার হানা এ বার রোহিতের দলে
মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) টুইটারে মঙ্গলবার এই খবর জানানো হয়েছে।
চেন্নাই: আইপিএলে (IPL) দিন দিন করোনার (COVID-19) প্রকোপ বাড়ছে। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে এ বার করোনার থাবা। মুম্বইয়ের উইকেটকিপার পরামর্শদাতা (wicketkeeper consultant) কিরণ মোরে (Kiran More) করোনা আক্রান্ত। মুম্বই ইন্ডিয়ান্সের টুইটারে মঙ্গলবার এই খবর জানানো হয়েছে। আইপিএলের শুরুর দিন যত ঘনিয়ে আসছে, আইপিএলের সঙ্গে যুক্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের করোনা আক্রান্তের খবর উঠে আসছে। জৈব সুরক্ষা বলয়ে থেকেও একের পর এক ক্রিকেটার, স্টাফরা করোনা আক্রান্ত হচ্ছেন। তাই জৈব সুরক্ষা বলয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
Official Statement:
Mumbai Indians’ scout and wicket keeping consultant Mr. Kiran More has tested positive for Covid-19. #MumbaiIndians #MI #OneFamily (1/3) pic.twitter.com/Szoweg0MrZ
— Mumbai Indians (@mipaltan) April 6, 2021
মুম্বই ইন্ডিয়ান্স তাদের টুইটারে লিখেছে, “মুম্বই ইন্ডিয়ান্স দলের স্কাউট এবং উইকেটকিপারদের পরামর্শদাতা কিরণ মোরের করোনা রিপোর্ট পজিটিভ। তবে তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ নেই। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে তিনি আইসোলেশনে রয়েছেন। বিসিসিআই-এর সমস্ত নিয়ম তিনি মেনে চলছেন। তা ছাড়া মুম্বইয়ের মেডিক্যাল টিম কিরণ মোরের শারীরিক অবস্থার উপর নজরও রাখছে।”
আরও পড়ুন: IPL 2021: ক্যাপ্টেন রোহিতে আস্থা রাহুলের
মোরে করোনা আক্রান্ত হলেও দলের বাকি সব সদস্যের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এর আগে দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল করোনা আক্রান্ত হয়েছেন। করোনা থাবা বসিয়েছে আরসিবির দেবদত্ত পাড়িক্কলের শরীরেও। ওয়াংখেড়ের একের পর এক মাঠকর্মীর করোনা আক্রান্তের খবর উঠে আসছে। চেন্নাই সুপার কিংসের এক কর্মীরও করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে আইপিএলের বায়ো বাবল। বোর্ডের কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে।