IPL 2021: কপিল দেব নিজের সঙ্গে কেন তুলনা করলেন পন্থের?

Apr 07, 2021 | 2:12 PM

কপিল দেব (Kapil Dev) আশাবাদী সিনিয়র ক্রিকেটাররা যদি পন্থকে (Rishabh Pant) সমর্থন করে তা হলে দলকে পরিচালনা করা তাঁর জন্য কঠিন হবে না।

IPL 2021: কপিল দেব নিজের সঙ্গে কেন তুলনা করলেন পন্থের?
কপিল দেব নিজের সঙ্গে কেন তুলনা করলেন পন্থের?

Follow Us

মুম্বই: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) নতুন অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে বড় চ্যালেঞ্জ আইপিএল (IPL)-১৪-তে দলকে চালনা করা। ১০ এপ্রিল ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ঋষভের দিল্লি। ধোনির উত্তরসূরি হিসেবে পন্থের নাম বারবার উঠে এসেছে। তাই, এই লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। এ বার আইপিএল অধিনায়ক পন্থের জন্য এক্কেবারে অন্যরকম হতে চলেছে। তরুণ অধিনায়ক কতটা সফল হবেন তা সময়ই বলবে। প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev) কিন্তু জানিয়েছেন, এই নতুন ভূমিকা পালন করা পন্থের কাছে মোটেও সহজ হবে না।

বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক বলেছেন, “ও অধিনায়ক হয়েছে, এর চেয়ে নিরাপদ আর কী হতে পারে। তবে অধিনায়কত্বের সাথে দায়িত্বও আসে। পন্থের পক্ষে এটি সহজ হবে না। আমি চেয়েছিলাম ওর ভরডরহীন খেলা দেখতে। তবে যদি ম্যানেজমেন্ট মনে করে যে, অদূর ভবিষ্যতে অধিনায়ক হিসাবে আরও ভাল করতে পারে পন্থ, তবে ঠিক আছে। এই মরসুমে পন্থ নতুন দায়িত্ব কেমন পালন করে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”

আরও পড়ুন: IPL 2021: বিরাটের আরসিবিতে ফের করোনার থাবা, দলে ফিরলেন সুস্থ দেবদত্ত

তবে কপিল দেব আশাবাদী সিনিয়র ক্রিকেটাররা যদি পন্থকে সমর্থন করে তা হলে দলকে পরিচালনা করা তাঁর জন্য কঠিন হবে না। নিজের সঙ্গে পন্থের তুলনা করে কপিল দেব বলেছেন, “এত কম বয়সে অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা আমারও ছিল।” প্রসঙ্গত, মাত্র ২৩ বছর বয়সে কপিল দেব ভারতীয় অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই দলে তখন ছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ, দিলীপ বেঙ্গসরকার অবং মদন লালের মত অভিজ্ঞ ক্রিকেটাররা।

কপিল দেব আরও বলেছেন, “আমাদের ফোকাসে থাকা উচিত ও কীভাবে দলকে পরিচালনা করে সেটা দেখা। এত সিনিয়র প্লেয়ারদের সঙ্গে খেলা সহজ কাজ নয়। ডিসি যদি ভালো পারফর্ম করতে না পারে, তা হলে এক দল মানুষ পন্থের ওপর দোষ চাপাবে। যত সময় এগিয়ে যাবে, আমরা ওকে আরও উজ্জ্বল অবস্থায় দেখতে পাব।”

 

Next Article