নয়াদিল্লি: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পরামর্শই পাল্টে দিয়েছিল টি নটরাজনকে (T Natarajan)। যা কাজে লাগিয়েই আইপিএলে (IPL) দারুণ সফল হয়েছিলেন বাঁ হাতি পেসার। ৩০ বছরের পেসার গত আইপিএলে সব মিলিয়ে ৭১টা ইয়র্কার দিয়েছিলেন নটরাজন। তাঁর দারুণ সাফল্যই ভারতীয় টিমে (Team India) জায়গা করে দিয়েছিল তাঁকে।
নটরাজন বলছেন, ‘ধোনির মতো কারও সঙ্গে কথা বলা একটা বড় ব্যাপার। ফিটনেসের উপর জোর দিতে বলেছিল ধোনিভাই। অভিজ্ঞতা যত বাড়বে, তত ধারালো হব, সেটাও খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল। সেই সঙ্গে বলেছিল, স্লো বাউন্সার ব্যবহার করতে, কাটার দিতে। বোলিংয়ে এই ধরণের বৈচিত্র থাকলে আরও ভালো বোলার হয়ে উঠব।’
আরও পড়ুন: IPL 2021: কপিল দেব নিজের সঙ্গে কেন তুলনা করলেন পন্থের?
গত আইপিএলে ধোনি, এবি ডে ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানকে ইয়র্কারে বোল্ড করেছেন নটরাজন। ধোনিকে আউট করাটা এখনও ভুলতে পারেননি নটরাজন। হায়দরাবাদের পেসারের কথায়, ‘তার ঠিক আগের বলটাতেই আমাকে বিশাল ছয় মেরেছিল ধোনিভাই। পরের বলটাতেই ওকে আউট করেছিলাম। কিন্তু সেলিব্রেট করিনি। আগের বলটা নিয়ে ভাবছিলাম। ড্রেসিংরুমে ফিরে আসার পর অবশ্য আমি খুশিই ছিলাম। ধোনিভাইয়ের মতো ব্যাটসম্যানকে আউট করতে পেরেছি। তার পর ওর সঙ্গে আলাদা করে কথাও বলেছিলাম।’
আরসিবি ম্যাচে এবিডিকে আউট করাটাও ভুলতে পারেননি। কারণ, ওই দিন বাবা হয়েছিলেন নটরাজন। বলেছেন, ‘একদিকে আমি বাবা হয়েছিলাম, অন্য দিকে আবার খেলতে নেমেছিলাম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এবির উইকেট পাওয়াটা আমার আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। তবে টিমের কাউকে কিন্তু আমি আমার মেয়ে হওয়ার কথা বলিনি।’
আরও পড়ুন: IPL 2021: বিরাটের আরসিবিতে ফের করোনার থাবা, দলে ফিরলেন সুস্থ দেবদত্ত