দুবাই: আইপিএলের (IPL) ৩৫তম ম্যাচে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবলের দুই নম্বর ও তিন নম্বরে থাকা দুটি দলের লড়াই আজ। দক্ষিণী ডার্বিতে নজরে থাকবে দুই দলের দুরন্ত অধিনায়ক। আইপিএলের এখনও পর্যন্ত ৮ টি করে ম্যাচে খেলেছে বিরাট ও ধোনিরা। যার মধ্যে ৬টিতে জয় ও ২টিতে হার সিএসকের। অন্যদিকে আরসিবির জয় ৫ ম্যাচে ও হার ৩ ম্যাচে। প্রথম পর্বে আরিসিবি দুরন্ত ফর্মে থাকলেও দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই কেকেআরের কাছে হেরেছে। অন্যদিকে সিএসকে দ্বিতীয় পর্বে তাদের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। যার ফলে ইয়েলোব্রিগেডের আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে রয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কবে হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি (২৪ সেপ্টেম্বর) আজ, শুক্রবার হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কোথায় হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: বিশ্বকাপে না খেলার জ্বালা মিটবে অরেঞ্জ ক্যাপে
আরও পড়ুন: সৌরভকে দেখে বাঁ-হাতে ব্যাটিং শুরু: ভেঙ্কটেশ আইয়ার