দুবাই: আজ, শনিবার আইপিএলের ডবল হেডার। দিনের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ, আইপিএলের (IPL) ৩৭তম ম্যাচে আজ মুখোমুখি কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings)। লিগ টেবলের শেষ দুই দলের লড়াই আজ। পঞ্জাবের শেষ ম্যাচে মুখের সামনে থেকে জয় কেড়ে নেয় রাজস্থান রয়্যালস। শেষ ওভারে পঞ্জাবকে তছনছ করে দেন রাজস্থানের কার্তিক ত্যাগী। অন্যদিকে পন্থের দিল্লির কাছে নিজেদের শেষ ম্যাচে হেরেছে হায়দরাবাদ। হারের হ্যাটট্রিক পূর্ণ নিজামের শহরের দলের। আজ কি পারবে অরেঞ্জ আর্মি জয়ে ফিরতে নাকি কামব্যাক করবে প্রীতির দল? শারজায় আজকের ম্যাচে নজর থাকবে সেদিকেই।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস ম্যাচটি কবে হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি (২৫ সেপ্টেম্বর) আজ, শনিবার হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস ম্যাচটি কোথায় হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস ম্যাচের লাইভ স্ট্রিমিং?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: IPL 2021: এমবিএ, রজনীকান্ত, ভাজ্জিকে পাশে পেয়ে ভেঙ্কটেশের ওপেনার হওয়ার গল্প