IPL 2022 CSK vs SRH Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 09, 2022 | 3:43 PM

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চলতি আইপিএলের (IPL 2022) ১৭তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।

IPL 2022 CSK vs SRH Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ
জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ

Follow Us

মুম্বই: শনিবার আইপিএল-১৫-র ১৫তম দিন। চলতি আইপিএলের (IPL 2022) ১৭তম ম্যাচে এবং শনিবারের ডাবল হেডারের প্রথম মুখোমুখি হতে চলেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এ বারের আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলেছে হায়দরাবাদ। এবং চেন্নাই খেলেছে তিনটি ম্যাচে। আইপিএল-১৫-র পরপর তিনটি ম্যাচে হেরে হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে ধোনিদের। অন্য়দিকে উইলিয়ামসনরাও যে দুটি ম্যাচে খেলেছে, তাতে হেরেছে। সিএসকের নেট রান রেট -১.২৫১। অরেঞ্জ আর্মির নেট রান রেট -১.৮২৫। এই ম্যাচে হারের হ্যাটট্রিক আটকানোর লক্ষ্য নিজামের শহরের দলের। অন্যদিকে জয়ের ট্র্যাকে ফিরতে চাইছে চেন্নাই এক্সপ্রেস। তাই বিশেষ নজর রাখতে হবে চেন্নাই বনাম হায়দরাবাদ ম্যাচে।

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ১৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই ও হায়দরাবাদ। যার মধ্যে দাপটের সঙ্গে ১২ বার জিতেছে চেন্নাই। আর ৪ বার জিতেছে হায়দরাবাদ।

চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কবে হবে?

চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি (৯ এপ্রিল) আগামীকাল, শনিবার হবে।

চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কোথায় হবে?

চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে।

চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে ৩০মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।

সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী।

আরও পড়ুন: IPL 2022: কামিন্সে মজেছেন বীরু, আছেন রোহিতের পাশেও

আরও পড়ুন: ICC Meeting: আইসিসির বৈঠকের ফাঁকেই চার দেশিয় টুর্নামেন্ট নিয়ে সৌরভের সঙ্গে বৈঠক চান রামিজ

Next Article