IPL 2022: কামিন্সে মজেছেন বীরু, আছেন রোহিতের পাশেও
এ বার কিছুই যেন ক্লিক করছে না রোহিত শর্মার। প্রথম তিনটি ম্যাচের তিনটিতেই হারতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। শনিবার চতুর্থ ম্যাচ খেলতে নামবে রোহিতের দল। প্রতিপক্ষ ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
মুম্বই: ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে তিনি ঝড় তুলতে পারেন সোশ্যাল মিডিয়ায়। অনেকটা ২২ গজে যেমন ব্যাট হাতে ঝড় তুলতেন তেমনটাই। তাঁর পোস্ট মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আইপিএলে (IPL 2022) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের পর আবার পোস্ট করলেন তিনি। প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) ইনিংসে মজেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গতকাল ১৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন কামিন্স। ম্যাচ দেখার পর শেহওয়াগ কামিন্সের ছবি পোস্ট করে লেখেন, “মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে গেল, সরি বড়া পাও ছিনিয়ে নিয়ে গেল।” শুধু শেহওয়াগ নয়, কামিন্সে মজেছেন প্রাক্তন ভারতীয় অল রাউন্ডার ইরফান পাঠানও। টুর্নামেন্টের মূল্যবান ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছেন কামিন্স।
নিলামে ৭ কোটি ২৫ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামের টেবিলে তেমন একটা লড়াইও করতে হয়নি ভেঙ্কি মাইসোরদের। অন্য ফ্রাঞ্চাইজিরা প্যাট কামিন্সকে কেন দলে টানতে চাননি সেটা একটা বড় প্রশ্ন। তবে তাতে আখেরে লাভ হয়েছে শ্রেয়স আইয়ারদের। রাসেল ব্যর্থ হলেই কলকাতা নাইট রাইডার্স শেষ, এমনটা আর বলতে পারবে না প্রতিপক্ষরা। কামিন্সকে যে হিসেবের মধ্যে খুব একটা রাখা হয়নি, সেটা ম্যাচ শেষে মেনে নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও।
Moonh se nivala cheen liya ,, sorry vada pav cheen liya. Pat Cummins, one of the most insane display of clean hitting , 15 ball 56 … Jeera Batti #MIvKKR pic.twitter.com/Npi2TybgP9
— Virender Sehwag (@virendersehwag) April 6, 2022
বীরু-ইরফানরা যখন কামিন্স বন্দনায় মজে যখন, তখন শেহওয়াগের বড়া পাও টুইট নিয়ে ক্ষুব্ধ রোহিত শর্মার সমর্থকরা। তাঁদের মনে হয়েছে এই টুইটে আইপিএলের সব থেকে সফল অধিনায়ককে অপমান করা হয়েছে। তাই কামিন্স নিয়ে পোস্ট করার কিছুক্ষণ পর বড় পাও নিয়ে নিজের অবস্থান জানাতে আরও একটি পোস্ট করেন বীরু। বলেন, ‘বড় পাও ছিন লিয়া’ বলতে তিনি জয়ের কাছে এসেও জয় না পাওয়া বোঝাতে চেয়েছেন। রোহিত শর্মাকে নিয়ে কোনও তির্যক মন্তব্য তিনি করেননি। তিনি নিজেও হিট ম্যানের বড় ফ্যান।
The Vada Pav reference is for Mumbai, a city which thrives on Vada Pav. Rohit fans thanda lo , I am a bigger fan of his batting much more than most of you guys.
— Virender Sehwag (@virendersehwag) April 6, 2022
এ বার কিছুই যেন ক্লিক করছে না রোহিত শর্মার। প্রথম তিনটি ম্যাচের তিনটিতেই হারতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। শনিবার চতুর্থ ম্যাচ খেলতে নামবে রোহিতের দল। প্রতিপক্ষ ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আরও পড়ুন : IPL 2022: আমি নিজেই নিজের ইনিংস দেখে হতবাক হয়ে গিয়েছি, কে বললেন এমন কথা?