মুম্বই: আইপিএল (IPL 2022) অভিযানটা বেশ ভালোই হয়েছে গত বারের রানার্স আপদের। অধিনায়ক বদলের পর দলের মানসিকতাই বদলে গিয়েছে। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের মিশেলে তৈরি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি জয়ের ধারা বজায় রাখতে তৎপর। আজ সন্ধেয় ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কলকাতার সামনে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের বেঙ্গালোর। হেভিওয়েট আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে সতর্ক নাইট রাইডার্স। বিরাটরা প্রথম ম্যাচ হারলেও দল বেশ শক্তিশালী। কোহলি, ডুপ্লেসি ছাড়াও দলে রয়েছেন দীনেশ কার্তিকের মতো ক্রিকেটার। স্লগ ওভারে দ্রুত রান তুলতে পারদর্শী কার্তিক। বোলিং বিভাগে তাই বাড়তি সতর্ক থাকতে হচ্ছে নাইট রাইডার্সকে। সিএসকের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী, উমেশ যাদবরা দুরন্ত পারফর্ম করেন। সেই ফর্মই আত্মবিশ্বাস বাড়াচ্ছে নাইট রাইডার্সকে।
অজিঙ্কা রাহানে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন, এ বারের আইপিএলে তাঁকে খাটো করলেই মুশকিল। ভেঙ্কটেশ আইয়ার রান না পেলেও বেঙ্গালোর ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চান। নীতীশ রানা, শ্রেয়স আইয়াররা আছেন দলের ব্যাটিং বিভাগকে মজবুত করতে। এছাড়া আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসনরাও রয়েছেন। বেঙ্গালোরের বোলিং বিভাগ প্রথম ম্যাচে ক্লিক করেনি, এই সুযোগটাই নিতে তৈরি কেকেআর।
প্রথম ম্যাচে ৩ বিদেশিতে খেলে কেকেআর। আরসিবি ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন টিম সাউদি। শিবম মাভির বদলে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে ডুপ্লেসি, বিরাটরা আরও সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে বেঙ্গালোর শিবির প্রথম ম্যাচ হারলেও ঘুরে দাঁড়াতে মরিয়া। বোলিং বিভাগের ভুলভ্রান্তি শুধরে নাইট ম্যাচ থেকেই নতুন উদ্যমে ঝাঁপাতে চান ডুপ্লেসিরা। ২০০-র উপর রান করেও হারতে হয়েছে আরসিবিকে। মহম্মদ সিরাজ প্রথম ম্যাচে মোটেই ভালো পারফর্ম করেননি। বোলিং বিভাগে কয়েকটি পরিবর্তনও করতে পারে আরসিবি শিবির।
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিংকু সিং, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চ, টিম সাউদি, রমেশ কুমার, উমেশ যাদব, আমন খান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।