IPL 2022 LSG vs RR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ
রবিবার আইপিএল-১৫-এর (IPL 2022) ডাবল হেডারের দ্বিতীয় ও আইপিএলের ৬৩তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।
মুম্বই: আগামীকাল, রবিবার আইপিএল-১৫-এর (IPL 2022) ডাবল হেডারের দ্বিতীয় ও আইপিএলের ৬৩তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এ বারের আইপিএলের দুই নতুন দলের মধ্যে গুজরাত ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে। আগামীকাল রাজস্থানকে হারালে প্লে অফ অনেকটা নিশ্চিত হয়ে যাবে লখনউয়ের। এখনও অবধি ১২টি করে ম্যাচে খেলেছে দুই দলই। লখনউ যার মধ্যে ৮টি ম্যাচে জিতেছে। এবং ৪ ম্যাচে জায়ান্টসদের হারতে হয়েছে। ডি’ককদের পয়েন্ট ১৬। অন্যদিকে রাজস্থানের জয় ৭ ম্যাচে, হার ৫ ম্যাচে। দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। ফলে দুই দলই চাইবে ঘুরে দাঁড়াতে। আপাতত রাজস্থানের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। তাই সঞ্জুরা হারলে তাঁদের প্লে অফের রাস্তা কঠিন হয়ে যাবে। কারণ তাদের জায়গা দখলের লড়াইয়ে রয়েছে অনেকেই। এছাড়া প্রথম পর্বের সাক্ষাতে লখনউকে ৩ রানে হারিয়েছিল রাজস্থান। তাই ক্রুণালদের সামনে বদলা নেওয়ার সুযোগ রয়েছে রবিরাতে। ফলে ব্র্যাবোর্নে লিগ টেবলের সেকেন্ড বয় ও তিন নম্বরে থাকা দলের লড়াইয়ে রবিরাতে কোন দল ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কবে হবে?
লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি (১৫ মে) আগামীকাল, রবিবার হবে।
লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কোথায় হবে?
লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।
লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।
রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।