IPL 2022 RCB vs RR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 25, 2022 | 6:00 PM

রয়্যাল ও রয়্যালসদের লড়াইয়ে মঙ্গলবার এমসিএ স্টেডিয়ামে কোন দল জেতে সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

IPL 2022 RCB vs RR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ
IPL 2022 RCB vs RR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ

Follow Us

পুনে: আগামীকাল মঙ্গলবার, আইপিএল-১৫-তে (IPL 2022) পুনের এমসিএ স্টেডিয়ামে ৩৯তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আরসিবি এখনও অবধি চলতি আইপিএলে মোট ৮টি ম্যাচে খেলেছে, তার মধ্যে ৫টিতে জিতেছে আরসিবি ও ৩টিতে হেরেছেন কোহলিরা। রাজস্থান আরসিবির থেকে একটা কম ম্যাচে খেলেছে। এখনও পর্যন্ত এই আইপিএলের ৭টি ম্যাচে খেলেছে পিঙ্ক আর্মি। তার ৫টিতে জিতেছেন বাটলাররা এবং হেরেছেন ২টিতে। রাজস্থানের নেট রান রেট +০.৪৩২। লিগ টেবলের তিন নম্বরে রয়েছে গোলাপি শহরের দল। এবং পয়েন্ট টেবলে পাঁচ নম্বরে রয়েছে আরসিবি। কোহলিদের নেট রান রেট -০.৪৭২। রয়্যাল ও রয়্যালসদের লড়াইয়ে মঙ্গলবার এমসিএ স্টেডিয়ামে কোন দল জেতে সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

হেড টু হেডে নজর রাখলে দেখা যায় এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ২৬ বার মুখোমুখি হয়েছে আরসিবি ও রাজস্থান। যার মধ্যে আরসিবি জিতেছে ১৩ বার। এবং রাজস্থান জিতেছে ১০ বার। ৩টি ম্যাচের ফল অমীমাংসিত। ফলে পরিসংখ্যানগত দিক থেকে পাল্লা ভারী আরসিবির।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কবে হবে?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি (২৬ এপ্রিল) আগামীকাল, মঙ্গলবার হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কোথায় হবে?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি পুনের এমসিএ স্টেডিয়ামে হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

আরও পড়ুন: IPL 2022: আইপিএলের কোটি টাকার ভিড়ে হারাতে হয়েছে প্রিয় বন্ধুকে, বিস্ফোরক অজি ব্যাটার

আরও পড়ুন: IPL 2022: রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে কোন রেকর্ড গড়লেন রাহুল?

আরও পড়ুন: IPL 2022 Purple Cap: দুই কিংসের লড়াইয়ের আগে দেখে নিন বেগুনি টুপির দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কারা

Next Article